নিজের জীবনের একটি অধ্যায় এমনভাবেই বর্ননা করেন ডঃ ফাদেল আস-সামেররাঈ। অথচ পরবর্তিতে তিনি শুধু স্রষ্টায় বিশ্বাসই করেননি, বরং পবিত্র কুরআনের ভাষাগত শৈল্পিক সৌন্দর্য ব্যাখ্যা করে লিখেছেন বহু বই, যা বিশ্বের বিভিন্ন দা’ঈরা তাদের সোর্স ম্যাটেরিয়াল হিসেবে পড়াশোনা করেছেন, যার মধ্যে রয়েছেন জনপ্রিয় দা’ঈ নওমান আলি খান।
মূল ভিডিওটি নির্মান করেছে Know Islam اعرف الإسلام চ্যানেল, এবং এই অনুবাদটি তাদের লিখিত অনুমুতি নিয়ে করা হয়েছে।
Know Islam اعرف الإسلام এর ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/user/mustaphaCHAIEB