– ধুপ – ধাপ –
ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা যেমন প্রাণবন্ত হয়ে যায়, সেই সাথে নানা অঘটনও ঘটে বটে। তাদের সামাল দিতে গিয়ে কিছুটা হিমশিম খাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এ ক্ষেত্রে আমাদের সেখার সুযোগ প্রচুর – তবে বিশেষ করে আমাদের নবীজি (সঃ) বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন, তা থেকেই আসলে আমরা শ্রেষ্ঠ শিক্ষাটা নিতে পারব।
http://fb.me/baseeramedia