কন্টেন্ট কপি-পেস্ট হওয়া বন্ধ করার উপায়। ওয়বসাইট কপি প্রটেক্ট করব কিভাবে। কন্টেন্ট চুরি থেকে বাঁচার উপায়। How to stop copy paste content on blog in Bengali
বর্তমানে যে হারে ব্লগপোস্ট চুরি বা কপি-পেস্ট হচ্ছে তাতে সবাই বিরক্ত।
ওয়েবসাইট কপি প্রটেক্টেড করার উপায় কি? অধিকাংশ ব্লগারের এই একটাই প্রশ্ন। আপনাদের ব্লগপোস্ট বা কন্টেন্ট চোরের হাত থেকে কিভাবে রক্ষা করবেন?
আসলে অনলাইনে কোনো কিছু সুরক্ষিত নয়; তাই আপনি মনে প্রাণে চাইলেও কপি-পেস্ট বন্ধ করতে পারবেন না। তারপরও সামান্য চেষ্টা।
বর্তমানে অধিকাংশ ব্লগ ওয়েবসাইট দুটি প্লাটফর্ম ব্যবহার করে তৈরি।
#১. ব্লগার, #২. ওয়ার্ডপ্রেস। আমি আজকে শেয়ার করব, কিভাবে ব্লগ কপি পেস্ট হওয়া থেকে সুরক্ষিত থাকবেন। [দুটি প্লাটফর্ম নিয়ে আলোচনা করব।]
তো চলুন শুরু করা যাক।
কিভাবে ওয়েবসাইট কপি প্রটেক্টেড করব।
কন্টেন্ট কপি-পেস্ট (চুরি) বন্ধ করার উপায়।
কিভাবে ব্লগার ওয়েবসাইটের কন্টেন্ট কপি পেস্টের থেকে বাচাব?
গুগলের ব্লগার সাইটটি ব্যবহার করে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়। আপনি যদি এখনও কোনো ব্লগসাইট না বানিয়ে থাকেন।
এক্ষুনি বানিয়ে নিতে পড়ুন: কিভাবে ফ্রি ওয়েবাসাইট তৈরি করবেন- ফ্রি ডোমেইন হোস্টিংসহ।
প্রথমের কাজ প্রথমে করি:
#০১. ব্লগার ড্যাসবোর্ড ওপেন (Open) করুন। Theme অপশনের উপর ক্লিক করুন। (নিচের ছবির মতো)

#০২. নিচের ছবিতে দেখানো তীর চিহ্নিত আইকনে (Down arrow (▾) Icon) এ ক্লিক করুন।

#০৩. নিচের ছবির মতো ডাইলগ বক্স আসবে। এবার Edit HTML অপশনে ক্লিক করুন।

#০৪. নিচের কোড কপি করুন।
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script> <script type='text/javascript'> if (typeof document.onselectstart!="undefined" ) { document.onselectstart=new Function ("return false" ); } else { document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" ); } </script>
#৫. নিচের চিত্রে পদর্শিত Head Tag এর নিচে ইন্টার দিয়ে পুরা কোড পেস্ট করুন (1 নং দিয়ে দেখানো হয়েছে)। Save আইকনে ক্লিক করুন; ২নং দ্বার দেখানো হয়েছে।

আপনার সাইট এখন থেকে কপি প্রটেক্টেড। আপনি সাইটে গিয়ে রিফ্রেশ করে দেখুন, আশা করি সহজে কেউ কপি পেস্ট করতে পারবে না। সমস্যা হলে কমেন্টে লিখুন।
যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তাদের জন্য এটা খুবই সহজ। ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগিন পাওয়া যায়, যা ব্যবহার করে আপনার সাইটের কপি পেস্ট বন্ধ করতে পারেন।
কিভাবে ওয়েবসাইট কপি প্রটেক্টেড করব।
কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে কপি-পেস্ট বন্ধ করব?
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগসাইট তৈরি করা খুবই সহজ একটি প্রক্রিয়া। এবং এখানে আপনি সমস্ত কাস্টমাইজেশন করতে পারেন।
#০১ ও #২. কপি পেস্ট বন্ধ করার জন্য প্রথমে WordPress Dashboard এ যেতে হবে। Plugins -> Add New অপশনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখানো)

#০৩ ও #০৪. প্লাগিন সার্চ বক্সের লিখুন: WP Content Copy Protection & No Right Click (নিচের চিত্রে ১নং দ্বারা চিহ্নিত)। Install Now বাটনে ক্লিক করুন (নিচের চিত্রে ২নং দ্বারা চিহ্নিত )।

#০৫. ইনস্টল হয়ে গেলে Activate বাটনে ক্লিক করে প্লাগিনটি এক্টিভেট করুন।

এ পর্যন্তই, আপনার ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করে দেখুন; আর কপি করা যাবে না। আপনার ওয়েবসাইট কপি পেস্ট বন্ধ হয়ে গেছে। যদি প্লাগিনটি ইনস্টল করতে সমস্যা হয়; তাহলে পড়ুন:- কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন ইনস্টল করতে হয়।
তারপরও সমস্যার সমাধান না পেলে কমেন্টে জানাতে পারেন, আমি দ্রত সামাধানের চেষ্টা করব।
জ্ঞাতার্থে কিছু কথা:
দেখুন আপনার সাইটে এই স্ক্রিপ বা প্লাগিনগুলো মাউসের রাইট বাটন ডিজেবল করার মাধ্যমে কাজ করবে। মাথার উপর দিয়ে কথা গেলেও একটু পড়ুন।
প্লাগিন বা স্ক্রিপ্ট ব্যবহরের ফলে সাধারণ ইউজার কন্টেন্ট কপি-পেস্ট করতে পারবে না। কিন্তু যারা আপনার কন্টেন্ট চুরি করে, তারা এই স্ক্রিপ্টগুলো ব্রেক করে কপি করবে। জানতে পড়ুন:- কপি প্রটেক্টেড ওয়েবসাইট থেকে লেখা কপি করার উপায়।
আসলে মানুষ যতক্ষন না কন্টেন্ট কপি করা যে অন্যায়, এই বিবেক না আসা পর্যন্ত কন্টেন্ট কপি হতে থাকবে। আপনি আমি কোনোভাবেই আটকাতে পারব না।
কন্টেন্ট কপি-পেস্ট (চুরি) বন্ধ করার উপায়। কিভাবে ওয়েবসাইট কপি প্রটেক্টেড করব। কন্টেন্ট কপি-পেস্ট (চুরি) বন্ধ করার উপায়। কিভাবে ওয়েবসাইট কপি প্রটেক্টেড করব। How to stop copy paste content on blog
কন্টেন্ট কপি-পেস্ট (চুরি) বন্ধ করার উপায়। কিভাবে ওয়েবসাইট কপি প্রটেক্টেড করব।কন্টেন্ট কপি-পেস্ট (চুরি) বন্ধ করার উপায়। কিভাবে ওয়েবসাইট কপি প্রটেক্টেড করব।How to stop copy paste content on blog