বাংলা কিবোর্ড – টাইপ করার সহজ কিছু টিপস ও ট্রিকস দিব। এই আর্টিকেল পড়ার পর সহজে বাংলা টাইপ করতে পারবেন। বাংলা কিবোর্ডে টাইপ করতে …
বাংলা কিবোর্ড – টাইপ করার সহজ কিছু টিপস ও ট্রিকস দিব। এই আর্টিকেল পড়ার পর সহজে বাংলা টাইপ করতে পারবেন।
বাংলা টাইপ করার জন্য কম্পিউটারে দুই ধরনের কিবোর্ড আছে। ১. বিজয় বায়ান্ন ২. অভ্রো
অফিসিয়াল কাজের জন্য বিজয় ব্যবহার করা হয়, যদিও অভ্রোতে নতুনদের জন্য অনেক সুবিধা আছে। যেহেতু সবজায়গায় বিজয় বাংলা ব্যবহার করা হয়, আমরা বিজয় বাংলায় কিভাবে বাংলা টাইপ করতে হয় সেটা আলোচনা করব।
বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।
বর্তমান সময়ে সবজায়গায় চাকরির জন্য প্রায় কম্পিউটারের বিষয় উল্লেখ থাকে। আমরা অনেকে কম্পিউটার মোটামুটি জানি, কিন্তু বাংলা কিবোর্ড না জানার কারণে কম্পিউটার জানা কাজে আসে না।
যারা অনলাইলে বাংলায় ব্লগিং করতে চান তাদের অবশ্যই বিজয় বাংলা কিবোর্ড টাইপিং জানা থাকতে হবে।
অভ্র দিয়ে বাংলা লেখা গেলেও দ্রুত বাংলা কিবোর্ডে টাইপ করার জন্য বিজয় কিবোর্ডের বিকল্প নেই।
আজকের আর্টিকেলে বিজয় বাংলা কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব।
সবশেষে বিজয় কিবোর্ড লেআউট এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার একটি PDF ফাইল শেয়ার করব।
বাংলা কিবোর্ড টাইপ শিখতে হলে!
বাংলা কিবোর্ড টাইপ করা খুব সহজ হলেও অনুশীলনের বিকল্প নেই। আপনাকে ধৈয্য ধরে কমপক্ষে ২ সপ্তাহ নিয়মিত ২ঘন্টা করে লিখতে হবে।
বন্ধুদের সাথে চ্যাট করার সময় কম্পিউটারের বাংলা কিবোর্ডে চ্যাট করুন। আপনার প্রতিদিনের কাজে সবসময় বিজয় বাংলা কিবোর্ড ব্যবহারের অভ্যাস গড়ুন- এতে আপনার নিয়মিত চর্চা হয়ে যাবে।
বাংলা কিবোর্ডে টাইপ করতে ইংরেজির ভূমিকা!
আপনি অভ্র কিংবা বিজয় যেটাতেই টাইপ করুন; আপনাকে অবশ্যই ইংরেজি কিবোর্ড জানতে হবে। ইংরেজি বাদ দিয়ে বাংলা টাইপ ভালোভাবে আয়াত্ত করতে পারবেন না।
তাছাড়া যেকোনো অফিসিয়াল কাজে ইংরেজি টাইপিং অবশ্যই জানতে হয়। তাই সময় নিয়ে ইংরেজি টাইপ করা শিখুন। তারপর বাংলা কিবোর্ড মুখস্ত করতে সহজ হবে।
ইংরেজি টাইপ শেখা খুবই সহজ… কোন হাতের কোন আঙ্গুলে কোন অক্ষর সেটা মুখস্ত করতে হবে। এবং টাইপ শুরু করতে হবে… সপ্তাহখানেক চেষ্টা করলে শিখে যাবেন। নিচে কিবোর্ডের প্যাটার্ন দেয়া হল:-

সবসময় কিবোর্ডের দিকে না তাকিয়ে লেখার চেষ্টা করুন। কিবোর্ডের দিকে তাকালে কিবোর্ড টাইপিং শিখতে পারবেন না। জানি এটা করা প্রথমদিকে অনেক কষ্টকর কিন্তু আপনাকে এটা করতেই হবে।
বিজয় বায়ান্ন ব্যবহার করে টাইপের পদ্ধতি
বিজয় বায়ান্নে বাংলা টাইপ করার ক্ষেত্রে বিশেষজ্ঞরা ২টি উপায় বলে থাকে।
১. বিজয় বায়ান্নর কিবোর্ড লেআউট মুখস্ত করা
২. বিজয় বায়ান্নর কিবোর্ড প্যাটার্ন মুখস্ত করা।
তবে আমি মনে করি এ দুটি উপায় একে অপরের পরিপূরক। আপনি যদি দ্রুত ও কম সময়ে টাইপিং শিখতে চান তাহলে ১নং( বিজয় বায়ান্নর কিবোর্ড লেআউট মুখস্ত করা ) উপায় অবলম্বন করতে হবে।
আবার যদি দ্রুত টাইপ করাতে চান তাহলে ইংরেজির মতো কিবোর্ড প্যাটার্ন মুখস্ত রাখতে হবে। মানে কোন হাতের কোন আঙ্গুল চাপলে বাংলা কোন অক্ষর আসবে।
আমি বলব প্রথমে কিবোর্ড এর লেআউট ভালভাবে মুখস্ত করুন। ইংরেজি কোন অক্ষরে কোন বাংলা অক্ষর আসবে, নিয়মিত টাইপ করুন; অটোমেটিক ২নং আপনার আয়াত্তে চলে আসবে।
২নং দিয়ে শুরু করলে আপনি দ্রত হাল ছেড়ে দিতে পারেন। কারণ বাংলা কিবোর্ড টাইপ ইংরেজির থেকে একটু জটিল…….. অনেক সময় তিনটি কী চাপলে ১টি অক্ষর আসে।
বিজয় বায়ান্ন কিবোর্ড লেআউট
বাংলা কিবোর্ডে স্বরবর্ণ টাইপ করার জন্য নিচের ছকটি মুখস্ত করতে হবে।
বাংলা স্বরবর্ণ | কিবোর্ড কমান্ড |
অ | Shift + F |
আ | G + F |
ই | G + D |
ঈ | G + Shift + D |
উ | G + S |
ঊ | G + Shift + S |
ঋ | G + A |
এ | G + C |
ঐ | G + Shift + C |
ও | X অথবা G + X |
ঔ | G + Shift + X |
বাংলা কিবোর্ডে ব্যঞ্জনবর্ণ লেখার জন্য নিচের ছকটি মুখস্ত করুন।
বাংলা ব্যঞ্জনবর্ণ | কিবোর্ড কমান্ড |
ক | J |
খ | Shift + J |
গ | O |
ঘ | Shift + O |
ঙ | Q |
চ | Y |
ছ | Shift + Y |
জ | U |
ঝ | Shift + U |
ঞ | Shift + I |
ট | T |
ঠ | Shift + T |
ড | E |
ঢ | Shift + E |
ণ | Shift + B |
ত | K |
থ | Shift + K |
দ | L |
ধ | Shift + L |
ন | B |
প | R |
ফ | Shift + R |
ব | H |
ভ | Shift + H |
ম | M |
য | W |
র | V |
ল | Shift + V |
শ | Shift + M |
ষ | Shift + N |
স | N |
হ | I |
য় | Shift + W |
ড় | P |
ঢ় | Shift + P |
বাংলায় কিছু বিশেষ অক্ষর
সংশোধক বর্ণ | লেখার পদ্ধতি |
ৎ | \ |
ং | Shift + Q |
ঃ | Shift + \ |
ঁ | Shift + 7 |
্ | G |
্য | Shift + Z |
্র | Z |
র্ (রেফ) | Shift + A |
ব ফলা | Shift + 6 |
সংক্ষিপ্ত বা কার
স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ | কিবোর্ড কমান্ড |
া | F |
ি | D |
ী | Shift + D |
ু | S |
ূ | Shift + S |
ৃ, | A |
ে | C |
ৈ | Shift + C |
ো | C + বর্ন + F |
ৌ | C + বর্ন + Shift + X |
বিরাম চিহ্ন
চিহ্ন | লেখার নিয়ম |
। | Shift + G |
৳ | Shift + 4 (Function key এর নিচ থেকে) |
’ (বাম পাসের সিংগেল কোটেসন ) | ` (Esc বাটন এর নিচে) |
” (বাম পাসের ডাবল কোটেসন ) | Shift + ` (Esc বাটন এর নিচে) |
’ (ডান পাসের সিংগেল কোটেসন ) | ‘ (বিকোর্ড এর সাধারন সিংগেল কোটেসন ) |
” (বাম পাসের ডাবল কোটেসন ) | ” (বিকোর্ড এর সাধারন ডাবল কোটেসন ) |
! | ! |
? | ? |
, | , |
; | ; |
যুক্তবর্ণ লেখার টিপস
বাংলা কিবোর্ডে যুক্তবর্ণ লেখা খুব একটা কঠিন বিষয় না। যক্তবর্ণ লেখার জন্য মনে বাখবে দুইটি বর্ণের মাঝে (G) বাটন চাপতে হবে।
যেমন: ক্ত(ক+ত) লেখার জন্য প্রথমে J + G +k এভাবে অর্থাৎ দুটি বর্ণ যুক্ত করতে শুধুমাত্র মাধ্যে G টাইপ করলেই যুক্ত হয়ে যাবে।
আপনাদের সুবিধার জন্য কিছু যুক্ত বর্ণ দেয়া হল:-
দ্ম (দ+ম)= L+G+M | ট্ট (ট+ট) = T+T | ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) |
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) | ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M | ক্ত (ক+ত) = J+G+k |
হ্ম (হ+ম) = I+G+M | জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) | ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ | শু (শ+ু) = (Shift+M)+S |
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y | ব্ব (ব+ব) = H+G+H | ত্ত (ত+ত) = K+G+K |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) | ক্স (ক+স) = J+G+N |
ক্ম (ক+ম) = J+G+M | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) | ঙ্গ (ঙ+গ) = Q+G+O |
গ্ম (গ+ম) = O+G+M | ঙ্ক (ঙ+ক) = Q+G+J | ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) |
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) | ত্ম (ত+ম) = K+G+M | ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ | শু (শ+ু) = (Shift+M)+S |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ক্স (ক+স) = J+G+N | ক্ম (ক+ম) = J+G+M | ঙ্গ (ঙ+গ) = Q+G+O |
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) | গ্ম (গ+ম) = O+G+M | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) | ন্থ (ন+থ) = B+G+(Shift+K) | ন্ম (ন+ম) = B+G+M |
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) | ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) | ম্ন (ম+ন) = M+G+B |
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M | ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J | ষ্প (ষ+প) = (Shift+N)+G+R |
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) | ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M | স্থ (স+থ) = N+G+(Shift+K) |
স্ক্র = N+G+J+Z | হ্ন (হ+ন) = I+G+B | স্ফ (স+ফ) = N+G+(Shift+R) |
এগুলো মুখস্ত না করলেও চলবে। উপরে যে নিয়ম শিখিয়েছি.. সেটা ফলো করে যেকোনো যুক্তবর্ণ নিজেই তৈরি করতে পারবেন।
বাংলা টাইপিং শেখার নিয়ম pdf
বাংলা টাইপিং শেখার জন্য প্রতিনিয়ত এই সাইট ভিজিট করা কষ্টকর। তাই বাংলা টাইপিং শেখার নিয়ম pdf আকারে রেখে দিলাম।
আপনি চাইলে পিডিএফ টি ডাউনলোড করতে পারেন। পিডিএফ এ থাকছে বিজয় বায়ান্ন কিবোর্ডে লেআউট… যেটা প্রিন্ট করে আপনার ডেক্সের সামনে রাখুন। প্রথমদিকে সেটা দেখেদেখে টাইপ করুন,,,, আস্তে আস্তে আপনার মুখস্ত হয়ে যাবে ইনশা-আল্লাহ।
বাংলা টাইপিং শেখার নিয়ম pdf ডাউনলোড করতে ক্লিক করুন।