ফেসবুক ভিডিও ডাউনলোড করার অনেক উপায় আছে। যেমন: ওয়েবসাইট, ফেসবুক বা এপসের মাধ্যমে fb ভিডিও ডাউনলোড করতে পারেন। আমি ভরসাযোগ্য ৩টি পদ্ধতি বলেছি।
বাংলাদেশের অধিকাংশ মানুষ সোস্যাল মিডিয়া হিসাবে ফেসবুকের ব্যবহার বেশি করে।
ফেসবুকের ভিডিও ডাউনলোড কেন?
ফেসবুকের প্রথম দিকে শুরুমাত্র ছবি শেয়ার করা গেলেও বর্তমানে ভিডিও শেয়ার করা যায়। তাই অনেক সময় আমরা চাই ভিডিও ডাউনলোড করেতে ফেসবুক থেকে।
ফেসবুকে যেহেতু অনেকে ভিডিও আপলোড করে, তাই সেখান থেকে কিছু ভিডিও আমাদের ভালো লাগে। আমরা সেগুলেকে সংরক্ষণ করতে চাই।
ফেসবুক সেভ অপশনের মাধ্যমে আপনার প্রফাইলে ভিডিও সেভ করা গেলেও অফলাইনে ডাউনলোড করে সেভ করার কোনো অপশন নেই।
তাই আজ আমি, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ৩টি পদ্ধতি আলোচনা করব।
মোবাইল থেকেই ফেসবুকের ভিডিও গুলি ডাউনলোড করতে পারবেন। হে, যেকোনো ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করা যাবে।
কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডিউনলোড করতে হয়।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেক উপায় আছে। অনলাইনে আপনি অনেক টুলস পেয়ে যাবেন যার মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন।
আমি এখানে মূলত ভিডিও ডাউনলোড করার জন্য ওয়েবসাইট, এপস ও সরাসরি ফেসবুক থেকে ডাউনলোড করার উপায় বলব।
গুগল ক্রমের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড?
আপনি কোনো রকম সফটওয়্যার ব্যবহার না করেই ভিডিও ডাউনলোড করতে পারেন।
ফেসবুকের ওয়েবসাইট থেকে গুগলক্রমের মাধ্যমে খুব সহজে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি শেয়ার করলাম।
Step 1. আপনি ফেসবুক থেকে যে ভিডিও টি ডাউনলোড করবেন, সেই ভিডিওর URL copy করুন।

Step 2. Chrome browser open করে সার্চ বারে লিংক paste করে OK করুন।


Step 3. এখন সার্চ বারে m.facebook.com লেখা দেখতে পাবেন।কিন্তু আপনাকে m এর জায়গায় basic লিখে সার্চ করতে হবে।

যেমন – m.facebook.com এর জায়গায় mbasic.facebook.com লিখে OK করতে হবে। Ok ক্লিক করলে অনেক সময় লগিন করতে হতে পারে।
আপনার ফেসবুক আইডিতে লগিন করুন

Step 4. Search করলেই ফেসবুক বেসিক ভারসনে চালু হয়ে যাবে।এখান থেকে ভিডিও প্লে করুন। Video play করলে তিনটি ডট দেখতে পাবেন।তিনটি ডট এ ক্লিক করলেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন।

ব্রাউজারের ডাউনলোড অপশনে গেলে দেখতে পারবেন ফেসবুকের ভিডিওটি ডাউনলোড শুরু হয়েছে।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট?
মোবাইলে Google chrome browser ইনস্টল করা থাকতে হবে। তাই, যদি আপনার মোবাইলে chrome browser নেই, তাহলে এখনি ইনস্টল করে নিন।
মনে রাখবেন, এই মাধ্যম ব্যবহার করে আপনারা নিজের কম্পিউটার ও ল্যাপটপেও যেকোনো fb video ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে অনেকগুলো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড ওয়েবসাইট আছে। যেখনে ভিডিওর লিংক দিলে ডাউনলোড শুরু হয়।
আমরা আজ এমনই একটি ওয়েবসাইট নিয়ে কথা বলব। ওয়েবসাইটের নাম হল: ” Getfvid.com“. স্টেপ বাই স্টেপ পড়ুন।
স্টেপ-১. আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন, সেটার লিংক কপি করুন।
স্টেপ-২. গুগল ক্রম থেকে Getfvid.com ওয়েবসাইটে যান ও লিংক পেস্ট করুন। Download বাটনে ক্লিক করুন।

স্টেপ-৩. কেমন কোয়ালিটির ভিডিও ডাউলোড করতে চান তা সিলেক্ট করে দিন।

কিছু seconds পর, নিচে আপনারা ভিডিওটির কিছু ডাইরেক্ট ডাউনলোড লিংক দেখতে পারবেন। এবং, ভিডিওর download link তিন রকমের আপনাকে দেয়া হবে।
- Download HD Quality.
- Download Normal quality.
- Convert video to Mp3. (ভিডিওকে Mp3 audio তে কনভার্ট করার জন্যে).
এখন আপনি নিজের ইচ্ছে হিসেবে video quality বেঁচে নিয়ে download link এ ক্লিক করুন।
আপানার ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে। গুগল ক্রমের ডাউনলোড অপশনে গিয়ে চেক করতে পারেন।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এপস !
মোবাইল দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এপসই সবচেয়ে ভালো।
কারণ উপরের দুটি পদ্ধতি, ওয়েবসাইট ও বেসিক ফেসবুক থেকে ডাউনলোড অনেক ধিরগতিরে হয়।
আপনারা যারা প্রতিনিয়ত কোনোকিছু ডাউনলোড করেন, তারা জানেন যে গুগল ক্রম ব্রাউজারে কোনো কিছু ডাউনলোড করতে অনেক সময় লাগে।
তাছাড়া বেশি বড় ফাইল হলে মাঝখান থেকে ডাউনলোড কেটে যাওয়ার সম্ভাবণা থাকে। তাই আমার মতে আপনার এপস ব্যবহার করা উচিৎ।
স্নাপটিউব (Snaptube) থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ। তাছাড়া এই অ্যাপের অনেক ফিচার আছে।
দুঃখের বিষয়, এই এপসটি গুগল প্লে-স্টোরে পাবেন না। গুগল থেকে ডাউনলোড করতে হবে।
চলুন দেখে নেই কিভাবে,
Snaptube ব্যবহার করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করব।
স্টেপ-১: Snaptube অ্যাপসে ক্লিক করলে, নিচের মতো ইন্টরফেস আসবে। সেখান থেকে ফেসবুক আইকনে ক্লিক করুন।

স্টেপ-২: যদি ফেসবুকে লগিন করা না থাকলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে বলবে। লগিন করলে নিচের মতো ফেসবুক ওপেন হবে।
প্রতিটি ভিডিওতে নিচের মতো Download বাটন চলে আসবে। ডাউনলোড করতে, এই বাটনে ক্লিক করুন।

স্টেপ-৩: ডাউনলোড বাটনে ক্লিক করলে, নিচের মতো ভিডিও কোয়ালিটি সিলেকশন অপশন আসবে। আপনি যে কোয়ালিটির ভিডিও চান সিলেক্ট করুন।

স্টেপ-৪: কোয়ালিটি সিলেক্ট করলে, Download বাটন আসবে (নিচের মতো), ক্লিক করুতে হবে।

আপনাকে আর কিছু করা লাগবে না, ডাউনলোড শুরু হয়ে যাবে।
Conclusion:
facebook video downlaod করার অনেক অপশন আছে।
আপনি অনলাইনে সার্চকরে অনেক ভিডিও বা অর্টিকেল পেয়ে যাবেন। যেগুলো দিয়ে ভিডিও ডাউনলোড করা যাবে।
আমি এই আর্টিকেলে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ৩টি সহজ ও টেকসই পদ্ধতি আলোচনা করেছি। আপনি এগুলোর মধ্য হতে যেকোনো একটিকে বেছে নিন।
আর আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করুন। Download your most favorite video from facebook.