বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের জানাবো কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন যেকোনো ফাইল বা ছবি সহ অন্য কোনো কিছু। (how to download a file from google drive)
এর আগে আমি এই ব্লগে বলেছি গুগল ড্রাইভ কি এবং কিভাবে google drive ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তরিত। ঔ আর্টিকেলের কমেন্টে অনেকে প্রশ্ন করেছেন কিভাবে গুগল ড্রাইভ থেকে ছবি, ফাইল ডাউনলোড করতে হয়? (how to download image, file from google)
এজন্য আমি তাদের জন্য আজকের এই আর্টিকেলটি লিখেছি, যারা নিজের গুগল ড্রাইভ থেকে ছবি বা ফাইল গুলো ডাউনলোড করতে চাচ্ছেন। তাছাড়া গুগলের সার্ভিস গুগল ড্রাইভ হলো এমন একটি সেবা যেটা বর্তমানে সারাবিশ্বের মানুষরা ব্যবহার করছেন।
আমরা সবাই Google drive কম্পিউটার বা মোবাইলে ব্যবহার করে যেকোনো ফাইল বা ছবি (Image, File, PDF, documents, video, audio) গুগল এর মাধ্যমে secure cloud – based storage system এর মধ্যে রাখতে পারি।
এটার বিশেষ সুবিধা হলো ভবিষ্যতে যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ফাইল গুলো পুনোরায় আবার ডাউনলোড করে নিতে পারবেন।
যার ফলে file, secure file storage এর remote access, file sharing এর ক্ষেএে আমাদের প্রচুর লাভ হবে। তাছাড়া গুগলের সার্ভারের মধ্যে সেভ হওয়ার কারণে file, document, image, video গুলো হারিয়ে যাওয়ার ভয় থাকে না।
আপনি যদি “গুগল ড্রাইভ এর মধ্যে ফাইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট গুলো ডাউনলোড করে থাকেন তাহালে জেনে নিন কিভাবে সেগুলো নিজের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন। (download a file from google drive)
গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার আগে চলুন আমরা জেনে আসি গুগল ড্রাইভ কি বা কাকে বলে।
গুগল ড্রাইভ কি? (What is google drive in bangla)
গুগল ড্রাইভ হলো গুগলের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত একটি file storage, যেটা ২০১২ সালের ২৪ এপ্রিল launch করা হয়েছিলো। সহজে বললে এটা এমন একটি system যেখানে যেকোউ একটি জিমেইল একাউন্ট এর মাধ্যমে লগইন করে নিজের প্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট গুলো গুগলের স্টোরজ সার্ভারে সেভ করে রাখতে পারবেন।
প্রত্যেক ইউজার (user) নিজের গুগল ড্রাইভ একাউন্টে ১৫ GB পর্যন্ত ফাইল সম্পর্ন ফ্রিতে রাখতে পারবেন। আর আপনি যদি ১৫ GB এর বেশি ব্যবহার করতে চান তাহালে অবশ্যই টাকা দিয়ে plan upgrade করতে হবে।
গুগল ড্রইভের মাধ্যমে আপনি অনলাইনে যেকোনো ফাইল সেভ করে রাখতে পারবেন। এই ফাইল আবার ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে কম্পিউটার, মোবাইল এর মাধ্যমে ফাইল গুলো আবার ডাউনলোড করতে পারবেন।
আশাকরি গুগল ড্রাইভ কি সেটা সহজে বুঝতে পারছেন। তাহালে চলুন এবার আমরা জেনে আসি গুগল ড্রাইভ মোবাইল অ্যাপ এবং গুগল ড্রাইভ পিসি এর মধ্যে পাথ্যর্ক কি?
গুগল ড্রাইভ মোবাইল অ্যাপ বনাম গুগল ড্রাইভ পিসি (PC)
আপনারা হয়তো জানেন Google drive ব্যবহার করার দুইটি উপায় রয়েছে। দুইটার মধ্যে আপনি হয়তো Google drive web version ব্যবহার করতে পারেন বা Google drive apk.
যেমন-
আপনি যখন গুগল ড্রাইভ একটি স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করবেন তখন আপনাকে google drive app ব্যবহার করতে হবে।
গুগল ড্রাইভ মোবাইল অ্যাপ ব্যবহার করার ফলে আপনি automatically এবং manually ভাবে যেকোনো file আপলোড করতে পারবেন।
নিজের জিমেইল একাউন্টের সাথে সংযুক্ত থাকার ফলে সকল কাজ নিজে নিজে হতে থাকবে।
আপনি যদি মোবাইলে থাকা বা তোলা যেকোনো ছবি অটোমেটিক ভাবে সেভ করতে চান তাহালে automatic synchronization on করে রাখতে হবে।
Google drive app এর মাধ্যমে আপনি অনেক সহজে ফাইল আপলোড এবং ডাউনলোড করতে পারবেন।
তাছাড়া বিশেষ সুবিধা হলো প্রতিবার Drive এ লগইন করার প্রয়োজন নেই।
তবে, আপনি যদি গুগল ড্রাইভ ওয়েব ভার্সনে ব্যবহার করে ও ছবি ফাইল আপলোড এবং ডাউনলোড করতে পারবেন। কিন্ত এখানে সবটুকু আপনাকে ম্যানুয়ালি করতে হবে।
যেমন-
Google drive web version এর জন্য আপনাকে প্রতিবার কম্পিউটারে গিয়ে Login করতে হবে।
যদি কোনো ফাইল, ছবি আপলোড করতে চান তাহালে ম্যানুয়ালি সেগুলো আপলোড করতে হবে।
আবার ড্রাইভ থেকে কোনো কিছু ডাউনলোড করান জন্য ম্যানুয়ালি লগইন করতে হবে।
মোবাইল দিয়ে গুগল ড্রাইভ থেকে ফাইল, ছবি ডাউনলোড করার নিয়ম
আমি আপনাদের মোবাইল দিয়ে Google drive app ব্যবহার করে কিভাবে ফাইল, ছবি, ডকুমেন্ট ডাউনলোড করা যায় সেই নিয়ম বলবো। তাই আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহালে আপনি নিচের ধাপ গুলো অনুসারণ করুন।
- প্রথমে আপনার মোবাইলে থাকা Google drive app ওপেন করুন।
- আপনার মোবাইলে যদি অ্যাপটি না থাকে তাহালে Google play store থেকে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করে নিন।
- গুগল ড্রাইভ ওপেন করার পরে আপনি সেখানে ছবি বা ফাইল গুলো দেখতে পাবেন।
- আপনি যে ছবি বা ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন সেটার সামনে থাকা more option (:) এ ক্লিক করুন।
- ক্লিক করার পরে আপনি কিছু option দেখতে পাবেন সেখান থেকে Download অপশনে ক্লিক করতে হবে।
- তাহালে সরাসরি গুগল ড্রাইভ থেকে ছবি বা ফাইল মোবাইলের ডাউনলোড হয়ে যাবে।
আশাকরি সহজে বুঝতে পারছেন, কিভাবে মোবাইল দিয়ে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা যাবে ছবি, ফাইল, ভিডিও সহ সকল ডকুমেন্ট গুলো।
কিভাবে কম্পিউটার (PC) দিয়ে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন
আপনি যদি নিজের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে গুগল ড্রাইভ থেকে ফাইল, ছবি, ডকুমেন্ট ডাউনলোড করতে চান তাহালে নিচের ধাপ গুলো অনুসারণ করুন।
- প্রথমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন।
- এবার সার্চ বক্সে গিয়ে লিখুন https://drive.google.com
- এবার গুগল ড্রাইভের একটি পেজ আপনাকে ভিজিট করার পরে সেখানে Login করতে বলা হবে।
- আপনি সেখানে নিজের Gmail account এবং password দিয়ে লগইন করবেন।
- লগইন করার পরে গুগল ড্রাইভে থাকা ছবি, ফাইল গুলো দেখতে পারবেন।
- আপনি যে ফাইল বা ছবি download করতে চান সেটার উপর ক্লিক করুন।
- এবার ফাইল / ছবি সিলেক্ট করার পরে Mouse এর right click করুন, সেখানে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
- ডাউনলোড অপশনে ক্লিক করার পরে সরাসরি ফাইল বা ছবি কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে।
আশাকরি সহজে কম্পিউটার দিয়ে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার নিয়ম বুঝতে পারছেন।
নোটঃ
মনে রাখতে হবে আপনি যে গুগল একাউন্ট ব্যবহার করে গুগল ড্রইভে ছবি, ফাইল, ডকুমেন্ট গুলো আপলোড করছেন, ছবি, ফাইল এবং ডকুমেন্ট গুলো ডাউনলোড করার সময় সেই একই জিমেইল একাউন্ট লগইন করতে করতে হবে।
আপনি যদি অন্য একটি জিমেইল একাউন্ট লগইন করেন তাহালে ড্রাইভে সেই ফাইল গুলো দেখতে পাবেন না। তাই মনের ভুলেও এই ভুলটি করবেন না।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার নিয়ম গুলো। আশাকরি আমার লেখা download a file from google drive আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লাগছে।
তাছাড়া এই আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহালে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সমাধান দেবার চেষ্টা করবো। ধন্যবাদ