লিওনেল মেসি চেয়েছিলেন সম্পর্কটা টিকে থাকুক। চেয়েছিল বার্সেলোনাও। কিন্তু আগের বোর্ডের অধীনে বার্সেলোনার আর্থিক অবস্থার এমনই দৈন্যদশা যে, মেসির চুক্তি নবায়ন সম্ভব হচ্ছে না। বার্সা কাল আনুষ্ঠানিকভাবেই সেটি জানিয়ে দিয়েছে।
বিশ্ব ফুটবলকে চমকে দেওয়া এই খবরে ফুটবল সমর্থকমাত্রই স্তম্ভিত হয়ে গেছেন। বার্সা সমর্থকেরা হতাশা, আফসোস জানাচ্ছেন অন্যরাও। এর মধ্যে আলোচনা চলছে মেসির সম্ভাব্য গন্তব্য নিয়েও। কিন্তু এতকিছুর মধ্যে মেসি কী করছেন? কেমন আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড? তাঁর অনুভূতি কী?
সেটি জানাচ্ছে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত। তাদের প্রতিবেদন, মেসি অনেক কষ্ট পেয়েছেন খবরটাতে। এখনই অবশ্য জনসম্মুখে কিছু বলবেন না ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।