১.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয় পেন্টাগন পঞ্চভুজবিশিষ্ট একটি ভবন, এটি পাঁচতলা এবং ভবনটির মধ্যকার লনটির আয়তন পাঁচ একর।
২.
ফ্রান্সের প্যারিস শহরে কয়টি জাদুঘর আছে, জানেন? ২৯৭টি! পৃথিবীর সব শহরের মধ্যে এটাই সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়ার মস্কো শহরের নাম—২৬১টি। তারপর আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সেখানে আছে ২১৯টি জাদুঘর।
৩.
লাইব্রেরি অব কংগ্রেসের সংগ্রহে থাকা সবচেয়ে ছোট বইটির নাম ওল্ড কিং কোল। এটি দৈর্ঘ্য এবং প্রস্থ এক ইঞ্চির পঁচিশ ভাগের এক ভাগ।
৪.
কাস্পিয়ান সি (আয়তন ৩৭১ হাজার বর্গকিলোমিটার) বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত পানির লেক।
৫.
আপনার জন্মদিনটি অবশ্যই বিশেষ একটি দিন। তবে আপনার জন্মদিনে বিশ্বের আরও প্রায় ৯০ লাখ মানুষ তাদের জন্মদিন পালন করেন!
৬.
আমরা একেকজন গড়ে প্রতি মিনিটে ২৫ বার চোখের পলক ফেলি। এই হিসাবে বছরে আমাদের একেকজনের চোখের পলক পড়ে ১ কোটি ৩১ লাখ বার।