টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় বগুড়ার ধুনটের বড়বিলা গ্রামের ১৬ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তাদেরকে জায়নামাজ এবং কয়েকটি ইসলামি বই উপহার দেওয়া হয়। আজ ৪ জুন শুক্রবার বাদ জুমা বড়বিলা কেন্দ্রীয় জামে মসজিদে আনুষ্ঠানিকতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদ মুখী করার লক্ষে পুরস্কারের ঘোষণাটি করেছিল “বড়বিলা যুব-ছাত্র শান্তি সংঘ” । জানা যায়, ১ম রমজানে যখন এই ঘোষণাটি দেওয়া হয় তখন গ্রামের অনেক শিশু কিশোররা জামাতে অংশগ্রহন করতে থাকে। পরে ৪০ দিন না হতেই ঝরে পড়ে অনেকেই সর্বশেষ ১৬ জন টিকে থাকতে সক্ষম হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব মাসুদুল হক বাচ্চু।
সভাপতিত্ব করেন, জনাবতোজাম্মেল হক
অনুষ্ঠানে আরো উপস্থিত, অত্র মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন, ফজলুল বারী মন্ডল, আলহাজ্ব আব্দুল হামিদ, রফিকুল ইসলাম (বাদশা), আবুল হোসেন, সংগঠনটির সদস্য তানভীর ইসলাম সোহান,সোহাগ মিয়া সহ প্রমুখ।