ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে হামাসের রকেট হামলায় দুই থাই (থাইল্যান্ডের নাগরিক) শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ইসরায়েলি পুলিশ এ তথ্য জানিয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, হামাসের ছোড়া রকেট ইসরায়েলের দক্ষিণ সীমান্তে আঘাত হানে। এ সময় সেখানে কর্মরত দুই বিদেশি শ্রমিক নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
জেরুজালেমে মুসলিমদের আল আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে।
সংঘাতের নবম দিনে ইসরায়েলি হামলায় ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ১০ ইসরায়েলি নিহত হয়েছে।