গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও হত্যার প্রতিবাদে নিউইয়র্ক, লন্ডন, করাচিসহ পৃথিবীর বড় বড় শহরগুলোতে বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।
বিক্ষোভকারীরা আল-আকসায় ইসরায়েলের চালানো হামলা ও জোরপূর্বক বসতি দখলের তীব্র নিন্দা জানান।
বিক্ষোভকারীদের হাতে “Free Palestine”, “Israel is a terrorist state”, and “Occupation No More”. সম্বলিত বিভিন্ন ব্যানার দেখা গেছে।
গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী বিমান হামলা চালায়। সেই হামলা বুধবারও অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদাররা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪টি শিশু ও তিনজন নারী রয়েছেন। গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি।
গাজা উপত্যকায় দখলদার বাহিনীর এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।
ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে পৃথিবীর বড় বড় শহরগুলোতে বিক্ষোভের কিছু চিত্র তুলে ধরা হল।
ফিলিস্তিনিদের সাথে একাত্মতা পোষণ করে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে বিক্ষোভ। ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ।
পাকিস্তানের করাচীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ।
লন্ডনে ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ।
মরক্কোর রাজধানী রাবাতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে প্রতিবাদ।
নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বিক্ষোভ মিছিল।
তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে বিক্ষোভ।
সুদানের রাজধানী খার্তুমে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইস্রায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ।
লেবাননের রাজধানী বৈরুতে মার ইলিয়াস শিবিরে ফিলিস্তিনি শরণার্থীদের বিক্ষোভ।