বগুড়ায় অটোরিকশা থামিয়ে ‘বাবা হুজুর’ নামে পরিচিত একটি মাদ্রাসার পরিচালক মোজাফফর হোসেনকে (৫৫) প্রকাশ্যে গু’লি করে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ হ’ত্যাকাণ্ড ঘটে।
নিহত মোজাফফর ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ করে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে হ’ত্যাকা’ণ্ডের কারণ জানাতে পারেনি।
মোজাফফর নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
তার দুই স্ত্রী ও দু’পক্ষে দুই মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী সিংড়ার সুকাশ গ্রামেই থাকেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোজাফফর হোসেন সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তিনি ছাড়াও এক নারীসহ আরও চার যাত্রী ছিলেন। অটোরিকাশাটি সকাল পৌনে ১০টার দিকে নাটোর-বগুড়া সড়কের বীরগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী দু’জন তাদের গতিরোধ করে।
দুটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত অন্য যাত্রীদের সামনেই প্রকাশ্যে পরপর দুটি গু’লি করে পালিয়ে যায়। গু’লিবিদ্ধ মোজাফফর ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রকাশ্যে একজনকে গু’লি করে হত্যার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কারা, কী কারণে মোজাফফরকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।