দেশের ভেটেরিনারী সেক্টরের অন্যতম প্রধান ঔষধ আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এগ্রোভেট ফার্মা এর উদ্যোগে পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে ‘স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ মার্চ ২০২৩, সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় এগ্রোভেট ফার্মা বগুড়া জোনের ম্যানেজার জিয়াউল হক এর পরিচালনায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোভেট ফার্মার জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এগ্রোভেট ফার্মার জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এগ্রোভেট ফার্মা দেশের পোল্ট্রি, ডেইরী ও ফিশারিজ শিল্প সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে আমাদের পণ্যের ব্যাপক চাহিদা ও সুনাম রয়েছে। পণ্যের গুণগত মানের ব্যাপারে আমরা কখানো আপোষ করিনি এবং ভবিষ্যতেও করবো না।
সেমিনারে আগত পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এগ্রোভেট ফার্মা খামারিদের জন্য সেরা পণ্য সরবরাহের পাশাপাশি কারিগরী সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে করে খামারিরা আর্থিকভাবে লাভবান হয়। সে লক্ষ্যে আপনাদেরও দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে।
উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন এগ্রোভেট ফার্মার সলঙ্গা এরিয়ার মার্কেটিং অফিসার মোঃ বাহাদুর হোসাইন, সিরাজগঞ্জ সদর এরিয়ার মার্কেটিং অফিসার মোঃ ফিরোজ হোসেন সহ অত্র এলাকার ডিলারবৃন্দ।