মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজ ছবি তৈরী করুন
আমাদের প্রতিনিয়ত পাসপোর্ট সাইজ এর ছবির জন্য ষ্টুডিওতে প্রচুর সময় ব্যয় করতে হয়। এই সামান্য কাজের জন্য এখন আর এত সময় ব্যয় করার কোনো দরকার নাই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরী করতে পারবেন। তো চলুন আপনাকে প্রসেস টা সম্পর্কে জানিয়ে দেই।
যেভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরী করবেন
প্রথমে আপনি আপনার ফোনের প্লে ষ্টোরে চলে যাবেন তারপরে, সার্চ অপশনে আপনি bg remove লিখে সার্চ করবেন। সার্চ করার পর,
আপনি অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর আরো একটি অ্যাপ ইন্সটল করতে হবে। আবার সার্চ অপশনে লিখবেন Passport size photo maker এইটা লিখে সার্চ করার পরে।
এই অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর আপনি bg remove এই অ্যাপটিতে চলে যাবেন। যাওয়ার পরে ,
আপনি যে ছবিতে কাজ করবেন সেটা আপলোড করে নিবেন। এর কিছুক্ষন এর মধ্যেই ছবির ব্যাকেগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।,
এর পর ডাউনলোড করে নিবেন। তারপর পরে যে অ্যাপটি ইনস্টল করেছিলেন সেটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন ,
create passport photo এই অপশনে ক্লিক করবেন এরপর
এই অপশনগুলো সিলেক্ট করে নিবেন। এরপর সিলেক্ট ফটোতে ক্লিক করে যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটা সিলেক্ট করবেন। এরপর
এরপর কর্ণারে টিক অপশন এ ক্লিক করতেই থাকবেন। ৫ নং এ আসার পর নিচের দিকে bg color নামে একটা অপশন পাবেন ওইটাতে ক্লিক করে কালার ঠিক করে নিবেন।
এরপর সব ধাপ শেষ করার পর , ৬ নং এর উপরে দিকে ডাউনলোড এর অপশন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।’
আরও পড়ুন: মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করে প্রতিদিন টাকা তুলুন
আশা করি এই প্রতিটি স্টেপ ফলো করে আপনি আপনার মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজ ছবি তৈরী করতে পারবেন খুব সহজেই।। এরকম আরো গুরুত্বপূর্ণ ট্রিকস পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।