সম্প্রতি “ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি” শীর্ষক শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ফাদার হিলারিয়ান হেইগি দাবিতে এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে।
উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন সময় নিউজ, ইনকিলাব, আমার সংবাদ, বায়ান্ন টিভি, নয়া শতাব্দী, দৈনিক করতোয়া, আমার বার্তা, নিউজ২৪, সিটি নিউজ ঢাকা, দৈনিক সংগ্রাম, দূরবীন নিউজ।
একই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সদ্য ইসলাম গ্রহণকারী হিলারিয়ান হেইগির ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি হেইগির নয় বরং এটি বুদাপেস্টের বিশপ মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের ছবি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি প্রকাশ্যে আসার পর এ বিষয়ে দেশীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে হেইগির ছবি দাবিতে এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে।
ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে খ্রিস্টান মিডিয়া ম্যাগাজিন ‘Christianity Today’ এর ওয়েবসাইটে ২০১১ সালের ০৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবির ক্যাপশনে “Courtesy of Metropolitan Hilarion” শীর্ষক তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মস্কোর ভলোকোলামস্কের মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। রাশিয়ান অর্থোডক্স চার্চের মস্কো প্যাট্রিয়ার্কেটের বাহ্যিক সম্পর্কের প্রধান হিসেবে হিলারিয়ান বিশ্বব্যাপী রাশিয়ান অর্থোডক্সের ১৫০ মিলিয়ন মানুষের পক্ষে বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মের অনুসারীদের সাথে যোগাযোগ রাখেন।
পরবর্তীতে ‘Orthodoxy Today’ নামে খ্রিস্টান সংবাদ বিষয়ক আরেক ওয়েবসাইটে ২০১০ সালের ০৭ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনেও ছবির ব্যক্তিকে মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভ (Metropolitan Hilarion Alfeyev) হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
অনুসন্ধানে আমরা হিলারিয়ান আলফেয়েভের ফেসবুক পেজ খুঁজে পেয়েছি যেখানে তার অসংখ্য ছবি রয়েছে। ছবিগুলোর সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের ব্যক্তিগত ওয়েবসাইট থেকে নিশ্চিত হওয়া যায়, তিনি রাশিয়ান অর্থোডক্স চার্চের বিশপ। তার মূল নাম গ্রিগরি আলফেয়েভ।
আমরা এ বিষয়ে জানতে ফাদার হিলারিয়ান হেইগির (যার বর্তমান সাইদ আবদুল লতিফ) সাথে যোগাযোগ করলে তিনিও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, এই ছবিটি তার নয়। তিনিও জানিয়েছেন, ছবিটি রাশিয়ান অর্থোডক্স চার্চের মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের।
তবে হিলারিয়ান আলফেয়েভ বর্তমানে রাশিয়ান চার্চের দায়িত্বে নেই। ২০২২ সালের জুনে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশপ হিসেবে নিয়োগ পান।
অর্থাৎ, আলোচিত ছবিটি সাইদ আবদুল লতিফের নয় বরং ছবিটি বুদাপেস্টের বিশপ মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের।
মিডিয়াম কি সংবাদমাধ্যম?
‘সময় নিউজ‘ হিলারিয়ান হেইগির ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে জানাতে গিয়ে তথ্যের সূত্র হিসেবে “যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম মিডিয়াম” শীর্ষক একটি লাইন লিখেছে।
কিন্তু মিডিয়ামের ওয়েবসাইট থেকে জানা যায়, এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে পাঠকরা গতিশীল চিন্তাভাবনা খোঁজেন এবং বিশেষজ্ঞ এবং অনাবিষ্কৃত কণ্ঠের যেকোনো বিষয়ে তাদের লেখা শেয়ার করতে পারেন।
অর্থাৎ, মিডিয়াম কোনো সংবাদমাধ্যম নয়।
মূলত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি প্রকাশ্যে আসার পর এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে হেইগির ছবি দাবিতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা হেইগির নয়। আলোচিত ছবিটি বুদাপেস্টের বিশপ মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে করে বিষয়টি সত্য জানিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, বুদাপেস্টের বিশপ মেট্রোপলিটন হিলারিয়ান আলফেয়েভের ছবিকে সদ্য ইসলাম গ্রহণকারী হিলারিয়ান হেইগির ছবি দাবিতে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।