Categories
Tips and Tricks

এয়ারটেল সিমের সকল কোড সমূহ

এয়ারটেল সিমের সকল কোড সমূহ (এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড ২০২৩) এর তালিকা নিয়ে আমাদের এই পোস্ট। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে এয়ারটেল সিমের সকল কোড (এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড) সমূহ লেখার চেষ্টা করেছি।

How to Write SEO Friendly Article o…

Please enable JavaScript

এয়ারটেল সিমের সকল কোড সমূহ – এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড ২০২৩

★এয়ারটেল সিমের নিজের নাম্বার দেখতে ডায়াল করুন : *2#
★এয়ারটেল সিমের ব্যালেন্স দেখতে ডায়াল করুন : *1# অথবা *778# কোড
★ এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স পেতে ডায়াল : *8#
★ এয়ারটেল সিমের মিনিট চেক করতে ডায়াল করুন : *778*5#
★এয়ারটেল সিমের মিনিট বান্ডেল দেখতে ডায়াল করুন : *0#
★ এয়ারটেল সিমের এম বি চেক করতে ডায়াল করুন : *3#
★এয়ারটেল সিমের ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন : *4#

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল অনলাইন পত্রিকা সমূহ

আরও পড়ুনঃ জনপ্রিয় বাংলা ব্লগ সাইটগুলো | সকল বাংলা ব্লগ তালিকা

আরও পড়ুনঃ ফুলের নামের তালিকা | ১০০ ফুলের নাম বাংলা ও ইংরেজী

★এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1# অথবা *778#
★এয়ারটেল সিমে নেট সেটিং রিকুয়েস্ট : *5#
★ সিম প্যাকেজ চেক করতে ডায়াল করুন : *6#
★এয়ারটেল সিমের DND (To Stop): *7#
★এয়ারটেল সিমের নতুন FNF সেট করতে ডায়াল করুন : *121*7*11#
★এয়ারটেল সিমের FNF Number নাম্বার দেখতে ডায়াল করুন :*121*7*13#
★ এয়ারটেল সিমের FNF ডিলিট করতে ডায়াল করুন : *121*7*12#
★এয়ারটেল সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করুন : *999#

★ এয়ারটেল সিমের প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু করতে ডায়াল করুন : *7#
★ এয়ারটেল সিমের পছন্দের গান সেট করতেঃ 121411#
★ এয়ারটেল সিমের গান বন্ধ করতে ডায়াল করুন : 121421#
★এয়ারটেল সিমের অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করতে ডায়াল করুন : 1217*5#
★ এয়ারটেল সিমের এম এম এস চেক: *222*13#
★এয়ারটেল সিমের কল ব্যাক করতে ডায়ালঃ *121*72#
★ এয়ারটেল সিমের রিকুয়েষ্ট কল করতে ডায়াল করুন : *121*5#
★ এয়ারটেল সিমের মিস কল এলাট (অন): *121*4*12#
★ এয়ারটেল সিমের মিস কল এলাট (অফ):*121*4*22#

আপনাদের জন্য আরোঃ

এয়ারটেল সিমে FNF করার নিয়ম

এয়ারটেল সিমের FNF নাম্বর যুক্ত করতে টাইপ করতে হবে“Add<space>01XXXXXXXXX” এবং এসএমএস পাঠাতে হবে ৭৩৫৩ নম্বরে।

আপনি যদি কোনো FNF নাম্বর ডিলিট করতে চান তাহলে আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে “Delete<space>01XXXXXXXXX” এবং এসএমএস পাঠাতে হবে ৭৩৫৩ নম্বরে। আপনি উপরের দুটি উপায় বিনামূল্যে FNF যুক্ত অথবা বাতিল করতে পারবেন ।

এয়ারটেল সিমের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড

এয়ারটেল সিমের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন : *9#

আরও পড়ুন :

গ্রামীন সিমের প্রয়োজনীয় কোড ২০২১ | GP Sims All Required Code 2021
রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড | রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড

রবি সিমের সকল কোড ২০২১ (Robi Sim All code 2021) – দেখে নিন
সকল সিমের টাকা কাটার কোড ২০২১ | All Sims Money deduction code 2021
টেলিটক সিমের সকল কোড ২০২১ | টেলিটক সিমের সব ইউএসএসডি কোড
বাংলালিংক সিমের সকল কোড | বাংলালিংক সিমের সব প্রয়োজনীয় কোড
সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন
সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ | BD All Sim USSD Code 2021
সকল সিমের নাম্বার দেখার কোড ২০২১

কিছু কথা : এয়ারটেল সিমের সকল কোড সমূহ – এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড এই পোস্ট যুক্ত করা অনেক কোড সময়ের পরিবর্তনে সংশোধন অথবা বাতিল হতে পারে। আপনারা গুরুত্বপূর্ণ কোনো কোড ব্যবহার করার আগে এয়ারটেল এর অফিশিয়াল ফেসবুক পেজ এ ভিজিট করে যাচাই করে নিতে পারেন।

এয়ারটেল ফেসবুক পেজ লিংক : Airtel Buzz

এয়ারটেল সিমের সকল কোড সমূহ, এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট লিখতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

আমাদের (এয়ারটেল সিমের সকল কোড সমূহ – এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড ২০২৩) এই পোস্টটি আপনার সকল বন্ধদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

মানুষ আমাদের খুঁজছে : এয়ারটেল সিমের সকল কোড সমূহ, এয়ারটেল কোড সমূহ, এয়ারটেল এমবি চেক কোড, এয়ারটেল মিনিট চেক কোড , এয়ারটেল নাম্বার দেখার কোড, এয়ারটেল ব্যালেন্স দেখার কোড, এয়ারটেল এস এম এস চেক কোড, এয়ারটেল সিমে FNF করার নিয়ম ও কোড, এয়ারটেল ব্যালেন্স চেক কোড, এয়ারটেল সিমের সব কোড সমূহ প্রভূতি।