Categories
Tips and Tricks

পকেটের চাপ কমবে, দু’রকম জ্বালানিতে চলতে সক্ষম 2023 Suzuki Access 125 বাজারে এল

ভারতের জ্বালানি সাশ্রয়কারী স্কুটার হিসেবে খ্যাত Suzuki Access 125 নতুন অবতারে লঞ্চ হল। দেশে নয়া নির্গমন বিধি বলবৎ হওয়ার মুখে ওবিডি-২ নীতি পালন করে হাজির হয়েছে স্কুটারটি। পাশাপাশি এর ইঞ্জিন ৮০% পেট্রোলের সাথে ২০% ইথালন মিশ্রিত জ্বালানিতেও চলতে সক্ষম হবে। নতুন প্রজন্মের সুজুকি অ্যাক্সেস ১২৫-এর দাম ৭৯,৪০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। আসুন ১২৫ সিসি স্কুটারটির আপডেট সম্পর্কে বিশদে জেনে নিই।

2023 Suzuki Access 125 ইঞ্জিন স্পেসিফিকেশন

সুজুকি অ্যাক্সেস-এর নতুন মডেলটিতে ওবিডি-২ বিধি মেনে দেয়া হয়েছে একটি ১২৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ৬,৭৫০ আরপিএম গতিতে ৮.৫ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে উপস্থিত নতুন প্রযুক্তি ভেহিকেলে কোনরকম বিকল দেখা দিলেই চালককে ইঙ্গিত দেওয়ার জন্য কনসোলের লাইটের তীব্রতা বাড়িয়ে দেবে।

2023 Suzuki Access 125 ভ্যারিয়েন্ট এবং দাম

পূর্বজ মডেলটির মতোই আপডেটেড Access 125 তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – স্ট্যান্ডার্ড, স্পেশাল এবং কানেক্ট এডিশন। স্কুটারটির দাম পেইন্ট অপশনের ওপর নির্ভরশীল। এর ভ্যারিয়েন্টগুলি হল যথাক্রমে – স্ট্যান্ডার্ড এডিশন (ড্রাম), স্ট্যান্ডার্ড এডিশন (ডিস্ক), স্পেশাল এডিশন (ডিস্ক), রাইড কানেক্ট এডিশন (ডিস্ক)। এদের মূল্য যথাক্রমে – ৭৯,৪০০ টাকা, ৮৩,১০০ টাকা, ৮৪,৮০০ টাকা ও ৮৯,৫০০ টাকা (এক্স-শোরুম)।

2023 Suzuki Access 125 স্টাইলিং এবং কালার

নয়া নির্গমন বিধির ইঞ্জিন ছাড়া স্কুটারটির বৈশিষ্ট্যে তেমন কোন পরিবর্তন ঘটানো হয়নি। এমনকি এর নিও-রেট্রো ডিজাইনটিও পূর্ববর্তী মডেলটির সাথে অনুরূপ রাখা হয়েছে। আগের মতোই এতে সিঙ্গেল পড হেডলাইট, অ্যাপ্রন মাউন্টেড ফ্রন্ট টার্ন ইন্ডিকেটর, কার্ভি বডি প্যানেল, হিট শিল্ড সহ সাইড স্লাঙ্গ এগজস্ট, এবং একটি সিঙ্গেল সিট পিলিয়ন গ্র্যাবরেল বর্তমান।

নতুন Suzuki Access 125-এর স্ট্যান্ডার্ড এডিশনটি (ড্রাম এবং ডিস্ক) মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার নম্বর ২, পার্ল মিরেজ হোয়াইট, মেটালিক ডার্ক গ্রীনিশ ব্লু এবং মেটালিক ম্যাট ব্ল্যাক কালারে উপলব্ধ। এর স্পেশাল এডিশন (ডিস্ক) পার্ল মিরেজ হোয়াইট, মেটালিক ডার্ক গ্রীনিশ ব্লু, সলিড আইস গ্রীন/পার্ল মিরেজ হোয়াইট এবং মেটালিক ম্যাট ব্ল্যাক প
রঙে বেছে নেওয়া যাবে।

অন্যদিকে রাইড কানেক্ট এডিশনটি (ডিস্ক) মেটালিক রয়াল ব্রোঞ্জ, মেটালিক ম্যাট ব্ল্যাক, পার্ল মিরেজ হোয়াইট, ম্যাট ব্লু, পার্ল মুন স্টোন গ্রে এবং সলিড আইস গ্রীন/পার্ল মিরেজ হোয়াইট পেইন্ট অপশনের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকবে।