Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

একসাথে ৪টি বাছুরের জন্ম দিল একটি গাভী!

একসাথে ৪টি বাছুরের জন্ম দিল একটি গাভী!

অবিশ্বাস্য হলেও সত্যি যে, শেরপুর জেলার নকলা উপজেলায় একটি গাভী একসাথে ৪টি বাছুরের জন্ম দেয়। এই অস্বাভাবিক ঘটনাটির কথা চারিদিকে ছড়িয়ে পড়লে গাভী ও বাছুরগুলোকে দেখতে স্থানীয় ও দূরের অনেক মানুষ ভীড় করছেন। মানুষ আসছেন, দেখছেন, আর অবাক হচ্ছেন। গাভীটি ও বাছুরগুলো সুস্থ্য আছে বলে জানায় পশু চিকিৎসক।

জানা যায়, গত সোমবার সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের বাড়িতে একটি গাভী ৪টি বকনা বাছুরের জন্ম দিয়েছে। বিরল এই ঘটনাটির খবর চারিদিকে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। তারপর গাভী ও বাছুরগুলোকে দেখতে মানুষের ভীড় শুরু হয়।

প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চার বাছুর জন্ম দেওয়া অস্বাভাবিক না হলেও ঘটনাটি খুবই বিরল।

আরো পড়ুন : গাড়ল পালনে লাভবান খামারি আশরাফ!

গাভীর মালিক কৃষক শফিকুল ইসলাম বলেন, আমি গত বছর এই ফ্রিজিয়ান জাতের গাভীটি কিনে ছিলাম। চিকিৎসকের মাধ্যমে কিছুদিন পরেই গাভীটিকে কৃত্রিম প্রজনন করাই। সোমবার গাভীটি বাছুর দেওয়ার সম্ভাবনা দেখা দিলে পশুচিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় গাভীটি ৪টি বকনা বাছুরের জন্ম দেয়।

নকলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী বলেন, এর আগে এমন ঘটনার নজির দেখা যায়নি। কৃষকের প্রতি আল্লার রহমত যে তার গাভী একসথে ৪টি বাছুর জন্ম দিয়েছে। প্রাণী সম্পদ থেকে তার বাছুর ও গাভীর সুস্থ্যতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিচ্ছি। আর এখন গাভীটি ও বাছুরগুলো সুস্থ্য রয়েছে।