Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

একসাথে ৫টি বাচ্চা জন্ম দিলো একটি ছাগল

একসাথে ৫টি বাচ্চা জন্ম দিলো একটি ছাগল!

বগুড়ায় ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। সাধরনত একটি ছাগল ২-৩টি বাচ্চা প্রসব করে থাকে। তবে বগুড়ার আদমদীঘিতে একটি ছাগল একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, বর্তমানে ছাগলসহ বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে। এই অস্বাভাবিক ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বাচ্চাগুলোকে দেখতে অনেক মানুষ ভিড় করে।

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ইন্দইল চকসাবাজ গ্রামের মেহেদী হাসানের ফার্মের একটি ছাগল একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে মেহেদী হাসানের ফার্মে ছাগলটি ও বাচ্চাগুলোকে দেখতে অনেক মানুষ ভিড় করছেন।

খামারি মেহেদী হাসান বলেন, এই ছাগলটি একটি দেশি জাতের ছাগলের সাথে ক্রস ব্রিড করা হয়। গত রবিবার বিকেলে এই ছাগলটি একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। জন্মের পর ছাগলসহ বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে।

তিনি আরো বলেন, ছাগলটি বাচ্চা গুলো প্রসব করার পর থেকে এখন পর্যন্ত স্থানীয় ও আশেপাশের অনেক মানুষ দেখতে আমার খামারে ভীড় করছেন। সবগুলো বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে দুধের ঘাটতি পড়ে। আমি অন্য ছাগলের দুধ এই বাচ্চাগুলোকে ফিডারে করে খাওয়াচ্ছি।

আরো পড়ুন : ৩টি ষাঁড় বাছুরকে একসঙ্গে জন্ম দিলো গাভী!

ছাগল দেখতে আসা সবুজ হোসেন বলেন, আমি এর আগে কখনো এমন ঘটনা শুনিনি বা দেখিও নি। এই প্রথম শুনলাম। খরব পেয়ে দেখতে যাই। বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, আদমদীঘিতে মেহেদী হাসানের ফার্মের একটি ছাগল একসাথে ৫টি বাচ্চা প্রসব করার খবরটি শুনেছি। ছাগল ও বাচ্চাগুলো যেন সুস্থ্য থাকে তাই আমরা মেহেদী হাসানকে পরামর্শ দিচ্ছি।