Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

‘গার্ডফ্লু প্লাস ভেট’ ও ‘গার্ডফ্লু ভেট’ পণ্যের বাজারজাত শুরু করলো ইনসেপ্টা

'গার্ডফ্লু প্লাস ভেট' ও 'গার্ডফ্লু ভেট' পণ্যের বাজারজাত শুরু করলো ইনসেপ্টা

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রাণীক্ষেত রোগ দুটি খামারিদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধনের পাশাপাশি লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H9N2 নিউক্যাসল ডিজিজ ভাইরাসের সাথে মুরগিতে মারাত্মক রোগ সৃষ্টি করে। এমতাবস্থায় দেশের পোল্ট্রি খামারিদের মারাত্মক অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং কার্যকরীভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রাণীক্ষেত উভয় রোগ প্রতিরোধে গার্ডফ্লু প্লাস ভেট ও গার্ডফ্লু ভেট নামে দুটি পণ্য বাজারজাত শুরু করেছে দেশের অন্যতম এনিমেল ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।।

সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ মুরগির এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রাণীক্ষেত রোগের আধুনিক, কার্যকরী এবং ভাল চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে গার্ডফ্লু প্লাস ভেট ও গার্ডফ্লু ভেট নামের পণ্য দুটি বাজারজাত শুরু করে।

এই পণ্যটি পোল্ট্রি ফার্মের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রাণীক্ষেত রোগের বিরুদ্ধে কাজ করে খামারিদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। এই ভ্যাকসিন দেশে বিরাজমান ভাইরাসের উপর সফলভাবে কাজ করায় দেশী লেয়ার ও ব্রিডারকে সুরক্ষা দিবে। গার্ডফ্লু পস্নাস ভেট ও.আই.ই. গাইড লাইন মেনে প্রস্তুতকৃত, কার্যকরী, নিরাপদ এবং লাইভ ভাইরাসমুক্ত ভ্যাকসিন। ইনসেপ্টা পোল্ট্রি ভ্যাকসিন তৈরীর জন্য সম্পূর্ন আলাদা ও বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে বিশ্বমানের ভ্যাকসিন প্রস্তুত করা হয়। গার্ডফ্লু প্লাস ভেট সহ ইনসেপ্টার সকল ভ্যাকসিন ফ্যাক্টরি থেকে ভেটেরিনারি ফার্মেসী পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিশ্বমানের কোল্ড চেইন পদ্ধতিতে পরিবহন করা হয়, তাই ব্যবহারের পূর্ব পর্যন্ত সর্বোচ্চমান অটুট থাকে।

মাত্রা ও প্রায়োগবিধিঃ গার্ডফ্লু প্লাস ভেট এর ১ম ডোজ: ৭-১৪ দিন বয়সে, ২য় ডোজ: ৬-১০ সপ্তাহ বয়সে, ৩য় ডোজ: ১৪-১৫ সপ্তাহ বয়সে (ডিম পাড়ার ৩-৪ সপ্তাহ আগে)। জরুরি ক্ষেত্রে ডিম পাড়া মুরগিতেও এই ভ্যাকসিন দেয়া যেতে পারে। রাণীক্ষেত রোগের বিরম্নদ্ধে সর্বোত্তম ফলাফলের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের কমপক্ষে ১ সপ্তাহ আগে মুরগিতে রাণীক্ষেত রোগের একটি লাইভ ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এই ভ্যাকসিন ২ সপ্তাহ বয়স পর্যন্ত মুরগিতে: ০.২৫ মি.লি. করে এবং ২ সপ্তাহের অধিক বয়সী মুরগিতে: ০.৫ মি.লি. করে ঘাড়ের নিচের অংশের চামড়ায় বা বুকের অথবা রানের মাংসপেশিতে ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর পরামর্শক্রমে ব্যবহার্য।

উল্লেখ্য যে, গার্ডফ্লু প্লাস ভেট ৫০০ এবং ১০০০ ডোজের প্যাকসাইজে এবং সাশ্রয়ী মূল্যে সারাদেশের সকল ভেটেরিনারি ফার্মেসীতে পাওয়া যাচ্ছে।