Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

হাঁস-মুরগি পালনে স্বাবলম্বী কলেজ ছাত্রী দিলরুবা!

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে কলেজ ছাত্রী দিলরুবা হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন। ইউটিউব দেখে নিজ বাড়ির আঙ্গিনায় গড়ে তোলেন ক্ষুদ্র হাঁস-মুরগির খামার।

জানা যায়, করোনার মহামারীর সময় একটি মুরগির খামার গড়ে তোলেন। পরে ২০২১ সালে ১ হাজার ব্রয়লার মুরগি ও ২০০ হাঁসের বাচ্চা নিয়ে গড়ে তোলেন আরেকটি হাঁস-মুরগির খামার। পোল্ট্রি খামার দেখাশোনা ও ঔষধপত্র দেয়া সবই নিজ হাতে করেন দিলরুবা। বর্তমানে তার হাঁসগুলো ডিম দিতে শুরু করেছে।

দিলরুবা বলেন, কৃষি কাজ ও হাঁস-মুরগি পালন করতে আমার কাছে ছোটবেলা থেকেই অত্যন্ত ভালো লাগতো। তাই মহামারী করোনায় দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকা অবস্থায় প্রথমে মুরগির খামার গড়ে তুলি। পরে খামার আরও বড় করি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান বলেন, কলেজছাত্রী দিলরুবা লেখাপড়ার পাশাপাশি হাঁস-মুরগির খামার করে একজন আদর্শ খামারি হিসেবে এলাকায় পরিচিতি লাভের পাশাপাশি মাংস ও ডিমের চাহিদা পূরণ করে জাতীয় পর্যায়েও অবদান রেখে চলছেন।