Categories
Mobile Mobile price BD

টপ-নচ ফিচারের সাথে দুর্দান্ত ক্যামেরা, Tecno Camon 20 Premier 5G শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে

Tecno Camon 20 Premier 5G Spotted EEC Certification

Tecno হয়তো খুব শীঘ্রই Camon 20 Premier 5G নাম সহ একটি নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। সম্প্রতি ডিভাইসটিকে হালফিলে ‘ইউরেশিয়ান ইকোনমিক কমিশন’ ওরফে EEC সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হতে দেখা গেছে। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, Tecno সংস্থার এই ফোনটি বর্তমানে পরীক্ষাধীন আছে এবং সত্বর লঞ্চ হতে পারে। আর আসন্ন হ্যান্ডসেটের নামে ‘Premier’ শব্দটি উপস্থিত থাকায় আমাদের অনুমান, Tecno Camon 20 Premier 5G স্মার্টফোনটি Camon 20 লাইনআপের সবচেয়ে অ্যাডভান্স স্মার্টফোন হতে পারে।

EEC সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে আসন্ন টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি ফোনটি CK9n মডেল নম্বর সহ আসবে। যদিও ডিভাইসটির ফিচার সম্পর্কিত কোনো তথ্য লিস্টিংয়ে উল্লেখ ছিল না। তবে আমাদের অনুমান, এই ৫জি-এনাবল স্মার্টফোনটি হয়তো পূর্বসূরীদের মতো টপ-নচ ডিজাইনের ডিসপ্লে প্যানেল এবং রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পারে।

Tecno Camon 20 Premier 5G

এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি Tecno Camon 18 premier ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট সহ এসেছিল। এই ক্যামেরাগুলি হল – ৬৪-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, জিম্বাল OIS সহ ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫এক্স অপটিক্যাল জুম সহ ৮-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো শুটার। আর ডিভাইসের সামনে ৩২-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। মনে করা হচ্ছে, আসন্ন টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি -তেও সম্ভবত অনুরূপ ক্যামেরা ফিচার উপস্থিত থাকবে।

টেকনো সংস্থার পোর্টফোলিও অন্তর্ভুক্ত ক্যামন ১৮ এবং ক্যামন ১৯ স্মার্টফোন সিরিজের ন্যায়, আপকামিং ক্যামন ২০ লাইনআপেও একাধিক মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। এক্ষেত্রে ডিভাইসগুলি – রেগুলার Camon 20, Camon 20 Neo, Camon 20 Pro 5G, এবং টপ-এন্ড Camon 20 Premier 5G নামে বাজারে আসতে পারে। আর আশা করা হচ্ছে যে, সিরিজটি হয়তো চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে লঞ্চ হতে পারে।

Source link