গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় mcq : বিকাশ মানব জীবনের একটি ব্যাপক গুরুত্বপূর্ণ ও জীবনব্যাপি প্রক্রিয়া। সাধারণভাবে বয়োবৃদ্ধির বিভিন্ন স্তরে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, আবেগিক ও ভাষাগত দিকের যে গুণগত ইতিবাচক পরিবর্তন সূচিত হয় এবং ব্যক্তির আচরণের মাধ্যমে যার সহজ, স্বাভাবিক প্রকাশ ঘটে তাকেই বিকাশ বলা হয়। শিশুকে যথার্থরূপে বুঝতে হলে তার বিকাশ ও বর্ধন সম্পর্কে আমাদের জানা দরকার।
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. অ্যান্ডারসন কোন ধরনের বিজ্ঞানী?
● মনোবিজ্ঞানী
খ. সমাজবিজ্ঞানী
গ. পদার্থবিজ্ঞানী
ঘ. রসায়ন বিজ্ঞানী
২. বর্ধনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. সামাজিক অবস্থা
খ. পারিবারিক অবস্থা
● ভৌগোলিক অবস্থা
ঘ. রাষ্ট্রীয় অবস্থা
৩. শিশুর গুণগত পরিবর্তনকে কী বলে?
● বিকাশ
খ. বর্ধন
গ. আচরণ
ঘ. স্বাস্থ্য
৪. বিকাশের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
● পরিবেশ
খ. ভৌগোলিক অবস্থা
গ. শিক্ষা
ঘ. সামাজিক অবস্থা
৫. কিসের বৃদ্ধির ফলে চিন্তাশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি পায়?
● মগজের
খ. হাতের
গ. পায়ের
ঘ. মুখের
৬. শিশুর শারীরিক ও মানসিক পরিবর্তন কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
● চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৭. পূর্ণবয়স্কের ক্ষুদ্র সংস্করণ কী?
ক. শিশুকাল
● শৈশব
গ. কৈশোর
ঘ. অতি শিশুকাল
৮. শিশুর শৈশবকালীন সহজাত প্রতিবর্তী ক্রিয়া কী?
ক. কামড় দেওয়া
● চমকে ওঠা
গ. হাত ধরা
ঘ. লাফিয়ে ওঠা
৯. শিশুর আচরণগত পার্থক্যের ক্ষেত্রে কোন আচরণটির বিলুপ্তি ঘটে?
● হামাগুড়ি দেওয়া
খ. কান্না করা
গ. হাসা
ঘ. হাত ধরা
১০. কখন শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দৈর্ঘ্যের অনুপাত প্রাপ্তবয়স্কদের মতো হয়?
ক. শৈশবে
● কৈশোরে
গ. যৌবনে
ঘ. শিশুকালে
১১. দেহের আকারগত পরিবর্তন নিয়ে কোনটি আবর্তিত হয়?
ক. বিকাশ
● বর্ধন
গ. চলন
ঘ. আচরণ
১২. বিকাশ প্রক্রিয়া কোন বয়সে মন্থর হয়ে যায়?
ক. শিশু বয়সে
খ. কৈশোরে
গ. বৃদ্ধ বয়সে
● মধ্য বয়সে
১৩. কোন বয়সে বিকাশ প্রক্রিয়া নিম্নমুখী হয়?
● বৃদ্ধ বয়সে
খ. মধ্য বয়সে
গ. যৌবন বয়সে
ঘ. কৈশোরে
১৪. শিশুর অন্তর্নিহিত শক্তি ও সুপ্ত সম্ভাবনা যখন পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বিকশিত হতে থাকে তখন তাকে কী বলা হয়?
ক. সুপ্ত বিকাশ
খ. বুদ্ধির বিকাশ
● ক্রমবিকাশ
ঘ. নৈতিক বিকাশ
১৫. শিশুর বর্ধনজনিত পরিবর্তন কোনটি?
ক. আবেগীয়
● দৈহিক
গ. বুদ্ধিগত
ঘ. ভাষাগত
১৬. কোন বিকাশটি পরিমাপ করা যায়?
ক. ভাষাগত
খ. নৈতিক
গ. মানসিক
● বুদ্ধির
১৭. বর্ধনের ইংরেজি রূপ কোনটি?
● Growth
খ. Grown
গ. Grow
ঘ. Growing
১৮. তামিমের বয়স ৪ বছর। তার শিখন, বুদ্ধিমত্তা এবং চিন্তাক্ষেত্রে পরিবর্তন ঘটেছে কিসের বৃদ্ধি ও পরিপক্বতার ফলে?
ক. স্মৃতিশক্তির
খ. চিন্তাশক্তির
গ. শরীরের
● মস্তিষ্কের
১৯. মানবজীবনে বিকাশ কতদিন পর্যন্ত হয়?
ক. বয়ঃসন্ধিকাল
খ. বার্ধক্যকাল,
● মৃত্যুর পূর্ব পর্যন্ত
ঘ. শৈশবকাল
২০. E. Hurlock কোন ধরনের বিজ্ঞানী?
● শিশু মনোবিজ্ঞানী
খ. চিকিৎসাবিজ্ঞানী
গ. সমাজবিজ্ঞানী
ঘ. পদার্থবিজ্ঞানী
২১. দেহের অভ্যন্তরীণ তন্ত্র কোনটি?
● হৃৎপিণ্ড
খ. হাত
গ. মাথা
ঘ. পা
২২. কোন সময়ের অভিজ্ঞতা মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়?
ক. কৈশোরের
● শৈশবের
গ. যৌবনের
ঘ. শিশুকালের
২৩. মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উন্মোচন হচ্ছে—
● পরিপক্বতা
খ. সহমর্মিতা
গ. সহযোগিতা
ঘ. শিক্ষা
২৪. শিশু পরিপক্বতা কয়ভাবে অর্জন করে?
● দুইভাবে
খ. তিনভাবে
গ. চারভাবে
ঘ. পাঁচভাবে
২৫. শিশুর আকারের পরিবর্তন বলতে বোঝায়—
● শিশুর উচ্চতা
খ. শিশুর স্মরণশক্তি
গ. শিশুর ভাষার বিকাশ
ঘ. শিশুর চিন্তন শক্তি
২৬. “শৈশবকাল হচ্ছে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার উপযুক্ত সময়”— কে বলেছেন?
● এরিকসন
খ. হোয়াইট
গ. ভ্যানডেল ডেল
ঘ. এন্ডারসন
২৭. শিশুর দৈহিক পরিবর্তন কোথা থেকে শুরু হয়?
● মাথা থেকে
খ. হাত থেকে
গ. মুখ থেকে
ঘ. পা থেকে
২৮. ই. বি. হারলক বিকাশের কয়টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২৯. শিশুর জন্মপূর্ব বর্ধনে কিসের বর্ধন সবচেয়ে বেশি থাকে?
● মাথার
খ. মুখের
গ. পায়ের
ঘ. হাতের
৩০. জন্মমুহূর্ত হতে বয়ঃসন্ধিক্ষণ পর্যন্ত বয়স কয়টি প্রধান ধাপে বিভক্ত?
ক. চারটি
● পাঁচটি
গ. ছয়টি
ঘ. সাতটি
৩১. কয় মাস বয়সে শিশুর ওজন জন্মকালীন ওজনের দ্বিগুণ হয়?
ক. ৪ মাস
খ. ৫ মাস
● ৬ মাস
ঘ. ৭ মাস
৩২. কত সময়ে শিশুর জন্মকালীন ওজনের ৩ গুণ হয়?
● ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৪ বছর
৩৩. দ্বিতীয় সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত সময়কে কী বলে?
ক. শৈশবকাল
● শিশুকাল
গ. কৈশোরকাল
ঘ. যৌবনকাল
৩৪. ২ বছর থেকে ১৩/১৪ বছর বয়স পর্যন্ত সময়কে কী বলে?
● শৈশবকাল
খ. কৈশোরকাল
গ. শিশুকাল
ঘ. যৌবনকাল
৩৫. শৈশবকালকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩৬. মাতৃগর্ভে বিকাশ বেশি হয়—
● মাথার
খ. হাতের
গ. পায়ের
ঘ. মুখমণ্ডলের
৩৭. হৃৎপিণ্ড, যকৃৎ এবং পরিপাকতন্ত্র কখন ধীরগতিতে বৃদ্ধি পায়?
● শৈশবে
খ. কৈশোরে
গ. যৌবনে
ঘ. পৌঢ়ে
৩৮. নিষিক্তকরণ থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়কে কী বলে?
● প্রাক-জন্ম পর্যায়
খ. শিশুকাল
গ. প্রাক-শৈশব
ঘ. প্রারম্ভিক শৈশব
৩৯. ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ২ সপ্তাহ সময় কালকে কী বলে?
ক. প্ৰাক-শৈশব
● নবজাতক
গ. প্রারম্ভিক শৈশব
ঘ. বিলম্বিত শৈশব
৪০. শিশুর ২ সপ্তাহ থেকে ২ বছর সময়কালকে কী বলে?
ক. নবজাতক
খ. প্রাক-জন্ম পর্যায়
● প্ৰাক-শৈশব
ঘ. শৈশব
৪১. শিশুকাল কয় ভাগে বিভক্ত?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৪২. ২ থেকে ৬ বছর সময় কালকে কী বলে?
ক. প্ৰাক-শৈশব
খ. নবজাতক
● প্রারম্ভিক শৈশব
ঘ. বিলম্বিত শৈশব
৪৩. ৬ বছর থেকে ১০ বছর সময়কালকে কী বলে?
ক. প্ৰাক-শৈশব
খ. প্রারম্ভিক শৈশব
গ. নবজাতক
● শৈশবকালের মধ্যবর্তী পর্যায়
৪৪. ১০ বছর থেকে ১৩ বছর সময়কালকে কী বলে?
● বিলম্বিত শৈশব
খ. প্রারম্ভিক শৈশব
গ. শৈশবকালের মধ্যবর্তী পর্যায়
ঘ. প্রাক-শৈশব
৪৫. কখন থেকে বয়ঃসন্ধিকাল শুরু হয়?
ক. ১০ থেকে ১৩ বছর
খ. ১৩ থেকে ১৫ বছ
● ১৩ থেকে ১৮ বছর
ঘ. ১৮ থেকে ২১ বছর
৪৬. তরুণ বয়সের পর্যায়কাল কখন?
ক. ১৩ থেকে ১৮ বছর
খ. ১০ থেকে ১৩ বছর
গ. ১৩ থেকে ১৫ বছর
● ১৫ থেকে ১৮ বছর
৪৭. প্রাপ্ত বয়সের প্রাথমিক পর্যায়কে কী বলে?
ক. তরুণ বয়স
খ. বয়ঃসন্ধিকাল
● যৌবনকাল
ঘ. মধ্যবয়স
৪৮. মধ্য বয়স কখন থেকে শুরু হয়?
ক. ৩২ থেকে ৩৫ বছর
খ. ৩৫ থেকে ৪০ বছর
● ৪০ থেকে ৬০ বছর
ঘ. ৬০ থেকে ৭০ বছর
৪৯. কখন থেকে বার্ধক্য শুরু হয়?
ক. ৪০ থেকে ৫০ বছর
খ. ৫০ থেকে ৫৫ বছর
গ. ৫৫ থেকে ৬০ বছর
● ৬০ বছর থেকে মৃত্যু পর্যন্ত
৫০. বিকাশমূলক কার্যক্রম কয়টি বিষয়ের সমন্বয়ে অর্জিত হয়?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।