Categories
টেকনোলজি

গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র: ৬ষ্ঠ অধ্যায় MCQ


গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : একটি সুস্থ সবল শিশু সকলেরই কাম্য। কিন্তু এমন কিছু শিশু আছে যারা স্বাভাবিক শিশুদের চেয়ে আলাদা। কেউ কানে শুনতে পারে না, কথা বলতে পারে না, আবার কেউ কেউ চোখেও দেখে না বা কম দেখে, বুদ্ধি কম থাকে, কেউ আবার অনেক বেশি মেধাবী বা প্রতিভাবান।

এরা সকলেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। এদের আচরণ ও ভাব বিনিময় স্বাভাবিকের থেকে আলাদা হয়। এদের গড়ে তুলতে হলে তাদের উপযোগী বিশেষ ব্যবস্থা বা সেবার প্রয়োজন। এরা আমাদেরই একজন। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা সবাই এদের নিজ নিজ বৈশিষ্ট্যের চাহিদাগুলো ঠিকমত পূরণ করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq

১. একজন দৃষ্টিপ্রতিবন্ধী কত দূরত্ব থেকে দেখতে পায়?
ক. ১০ ফুট
খ. ১৫ ফুট
● ২০ ফুট
ঘ. ২৫ ফুট

২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রা অনুযায়ী দৃষ্টিপ্রতিবন্ধী কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
● পাঁচ প্রকার

৩. সহায়ক উপকরণ ব্যবহার করেও ধীরগতিতেও কম সূক্ষ্ম দৃষ্টির কাজ যারা করতে পারে তারা কোন ধরনের দৃষ্টিপ্রতিবন্ধী?
ক. মৃদু দৃষ্টিপ্রতিবন্ধী
● মধ্যম মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী
গ. গুরুতর মাত্রার প্রতিবন্ধী
ঘ. প্রায় অন্ধ মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী

৪. আংশিক দৃষ্টিপ্রতিবন্ধীকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

৫. কোন ধরনের দৃষ্টি প্রতিবন্ধী আলো-আঁধারের পার্থক্য বুঝতে পারে?
ক. মধ্যম মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী
খ. গুরুতর মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী
গ. মৃদুপ্রতিবন্ধী দৃষ্টিপ্রতিবন্ধী
● প্রায় অন্ধ মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী

৬. ব্রেইলভিত্তিক পদ্ধতিতে মোট কয়টি উঁচু ফোটা দিয়ে সকল বর্ণ ও সংখ্যা তৈরি করে পড়ার ব্যবস্থা করা যায়?
ক. ৫টি
● ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি

৭. স্বাভাবিক শ্রবণক্ষমতার মাত্রা কত?
● ০-২৬ ডেসিবল
খ. ২৭-৪০ ডেসিবল
গ. ৪১-৫৫ ডেসিবল
ঘ. ৫৬-৭০ ডেসিবল

৮. মৃদু শ্রবণপ্রতিবন্ধীর মাত্রা কত?
ক. ০-২৬ ডেসিবল
● ২৭-৪০ ডেসিবল
গ. ৪১-৫৫ ডেসিবল
ঘ. ৫৬-৭০ ডেসিবল

৯. গুরুতর শ্রবণপ্রতিবন্ধীর মাত্রা কত?
ক. ২৭-৪০ ডেসিবল
খ. ৪১-৫৫ ডেসিবল
গ. ৫৬-৭০ ডেসিবল
● ৭১-৯০ ডেসিবল

১০. পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মানসিক প্রতিবন্ধী?
ক. দুই ভাগ
● তিন ভাগ
গ. চার ভাগ
ঘ. পাঁচ ভাগ

১১. মানসিক বা বুদ্ধিপ্রতিবন্ধিতা কত বছরের আগে প্রকাশ পায়?
ক. ১৫ বছর
খ. ১৭ বছর
● ১৮ বছর
ঘ. ২০ বছর

১২. বুদ্ধিপ্রতিবন্ধীদের কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
● চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

১৩. মৃদুপ্রতিবন্ধীদের বৃদ্ধাঙ্ক কত থাকে?
ক. ৪০-৫৪
খ. ২০-৩৫
● ৫৫-৬৯
ঘ. ৭৫-৮০

১৪. মধ্যম বুদ্ধিপ্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত থাকে?
● ৪০-৫৪
খ. ২০-৩৫
গ. ৫৫-৬৯
ঘ. ৭৫-৮০

১৫. কোন ধরনের বুদ্ধিপ্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক ২০-৩৫?
ক. চরম বুদ্ধিপ্রতিবন্ধী
উ.গুরুতর বুদ্ধিপ্রতিবন্ধী
গ. মধ্যম বুদ্ধিপ্রতিবন্ধী
ঘ. মৃদু বুদ্ধিপ্রতিবন্ধী

১৬. চরম বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত?
● ২৪
খ. ৫০
গ. ৩০
ঘ. ৪০

১৭. জন্মগতভাবে দুর্বল বা নেতিয়ে পড়া ভাবকে কী বলে?
ক. স্পাইনা বিফিডা
● সেরিব্রাল পলসি
গ. পোলিও
ঘ. ক্রিটিনিজম

১৮. কোন রোগের কারণে পা বা হাতের মাংসপেশি সংকুচিত হয়?
ক. হাম
● পোলিও
গ. বসন্ত
ঘ. যক্ষ্মা

১৯. মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়—
● ডাউন সিনড্রোম
খ. ক্রিটিনিজম
গ. মাইডেক্রাসেকালি
ঘ. স্পাইনা বিফিডা

২০. জন্মের সাথে সাথে শিশুর হাত-পা বাঁকানো বোঝা গেলে কাভাবে ঠিক করা যায়?
ক. মালিশ করে
খ. টেনে ধরে
● ব্যায়াম করে
ঘ. স্বাভাবিক থাকলে

২১. বেশিরভাগ শিশুর শারীরিক প্রতিবন্ধিতা বোঝা যায়—
ক. কাজ দেখে
খ. হাত দেখে
● চোখ দেখে
ঘ. অনুভব করে

২২. শিশুর ঠোঁট কাটা থাকলে কী হয়?
ক. দেখতে সমস্যা হয়
● কথা বলতে সমস্যা হয়
গ. ঘুমাতে সমস্যা হয়
ঘ. পড়তে সমস্যা হয়

২৩. শিশুর পা পিছনের দিকে বাঁকানো থাকলে বলা হয়—
ক. স্বাভাবিক পা
খ. সুস্থ পা
গ. লম্বা পা
● মগুর পা

২৪. মেরুরজ্জু পিঠের দিকে থলির মতো ফুলাকে বোঝানো হয়—
● স্পাইনা বিফিটা
খ. সেরিব্রাল পলসি
গ. স্পাইনা পলসি
ঘ. বেরিব্রাল বিফিটা

২৫. সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুরা—
ক. হাত-পা নাড়াতে পারে
● হাত-পা নাড়াতে পারে না
গ. হাঁটতে পারে
ঘ. বসতে পারে

২৬. বুদ্ধিপ্রতিবন্ধিতা হচ্ছে এক ধরনের—
ক. সক্ষমতা
● অক্ষমতা
গ. সুস্থতা
ঘ. স্বাভাবিকতা

২৭. কোন প্রতিবন্ধিতার কোনো চিকিৎসা নেই?
ক. দৃষ্টিপ্রতিবন্ধিতা
খ. শারীরিক প্রতিবন্ধিতা
গ. বাকপ্রতিবন্ধিতা
● মানসিক প্রতিবন্ধিতা

২৮. বুদ্ধাঙ্কের ওপর ভিত্তি করে শনাক্ত করা হয়—
● বুদ্ধিপ্রতিবন্ধিতা
খ. বাকপ্রতিবন্ধিতা
গ. দৃষ্টিপ্রতিবন্ধিতা
ঘ. শারীরিক প্রতিবন্ধিতা

২৯. বুদ্ধিপ্রতিবন্ধিতা নির্ণয় করেছেন কয় জন মনোবিজ্ঞানী?
ক. একজন
● দুজন
গ. তিন জন
ঘ. চার জন

৩০. কানের গঠনগত ত্রুটি থাকে কাদের?
● শ্রবণপ্রতিবন্ধীদের
খ. দৃষ্টিপ্রতিবন্ধীদের
গ. বুদ্ধিপ্রতিবন্ধীদের
ঘ. বাক প্রতিবন্ধীদের

৩১. ইশারায় ভাব বিনিময় করে—
ক দৃষ্টিপ্রতিবন্ধীরা
খ. বুদ্ধিপ্রতিবন্ধীরা
গ. বাকপ্রতিবন্ধীরা
● শ্রবণপ্রতিবন্ধীরা

৩২. প্রতিবন্ধী শিশু বলতে বোঝায়—
ক. সুস্থ শিশু
খ. স্বাভাবিক শিশু
গ শক্তিশালী শিশু
● অস্বাভাবিক শিশু

৩৩. মৃগী রোগের প্রাথমিক লক্ষণ কোনটি?
● খিঁচুনি হওয়া
খ. প্রচণ্ড জ্বর
গ. আকস্মিক ঝাঁকুনি
ঘ. অজ্ঞান হয়ে যাওয়া

৩৪. মুগুর পা রোগে শরীরের কোন অংশ ঠিকভাবে গঠিত হয় না?
ক. পায়ের পাতা
খ. পায়ের শিরা
● পায়ের গোড়ালি
ঘ. পায়ের আঙ্গুল

৩৫. বয়োবৃদ্ধির সাথে সাথে নিচের কোন রোগটি দূর হয়ে যায়?
ক. কাটা তালু
খ. পলিওমাইলিটিস
● ভঙ্গুর অস্থি
ঘ. স্পাইনা বিফিডা

৩৬. জন্মের সময় মাথায় আঘাত পাওয়ার কারণে রাজিব স্থায়িভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। রাজিব কোন ধরনের প্রতিবন্ধী?
ক. দৃষ্টি
খ. বুদ্ধি
● শারীরিক
ঘ. শ্ৰবণ

৩৭. মুখের ভেতরের উপরের তালুর হাড় ও মাংসপেশি সঠিকভাবে গঠিত হয় না কোন ক্ষেত্রে?
ক. সেরেব্রাল পলসি
খ. স্পাইনা বিফিডা
● কাটা তালু
ঘ. কাটা পেট

৩৮. শিশুর শরীরের অস্থি অতিমাত্রায় ভঙ্গুর হয় কোন রোগের ক্ষেত্রে?
ক. বক্র শিরদাঁড়া
খ. রিকেট
গ. মাংসপেশির ত্রুটি
● ভঙ্গুর অস্থি

৩৯. মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা কত ডেসিবল?
● ০-২৬
খ. ০-১০
গ. ০-১৬
ঘ. ০-৬০

৪০. সাবিহা চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধী। সে কীভাবে অন্যের সাথে ভাব বিনিময় করবে?
ক. লিখিত ভাষায়
● ইশারা ভাষায়
গ. ভাব বিনিময় করতে পারে না
ঘ. যন্ত্রের মাধ্যমে

৪১. জন্মের পর পর কোন পরীক্ষাটি করা হলে বুদ্ধি প্রতিবন্ধী চিহ্নিত করা সম্ভব হয়?
ক. Eye test
● Apgar test
গ. Sound test
ঘ. Nurve test

৪২. কোন ধরনের দৃষ্টি প্রতিবন্ধীরা সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না?
● মধ্যম
খ. মৃদু
গ. গুরুতর
ঘ. প্রায় অর্ধ

৪৩. দৃষ্টির ক্ষেত্র লেন্স ব্যবহারের পর দৃষ্টিপ্রতিবন্ধীদের দৃষ্টিক্ষেত্র কত ডিগ্রি?
ক. ২৫
● ২০
গ. ৩৫
ঘ. ৩০

৪৪. বিল্লাল দৃষ্টিপ্রতিবন্ধী। সে শুধু মাত্র আলো আঁধারের পার্থক্য বুঝতে পারে। সে কোন মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী?
ক. মধ্যম
খ. গুরুতর
● প্রায় অন্ধ মাত্রার
ঘ. আংশিক

৪৫. সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না কোন মাত্রার দৃষ্টি প্রতিবন্ধীরা?
ক. সম্পূর্ণ অন্ধ
● গুরুতর
গ. মৃদু
ঘ. মধ্যম

৪৬. কোন ধরনের রোগে মেরুদণ্ড ঠিকমতো গঠিত হয় না?
ক. সেরিব্রাল পলসি
খ. ক্রিটিনিজম
● স্পাইনা বিফিডা
ঘ. পোলিও

৪৭. পোলিও রোগের লক্ষণ কোনটি?
ক. মুগুর পা
খ. তালু কাটা
● অস্থি বিকৃতি
ঘ. পিঠে উঁচু মাংসপিণ্ড

৪৮. মেরুরজ্জুর আঘাতের ফলে কোন সমস্যাটি হতে পারে?
ক. পিঠের ওপর উঁচু মাংসপিণ্ড
● ঘাড়ে আঘাত
গ. অস্থি বিকৃতি
ঘ. জন্মগতভাবে দুর্বল ভাব

৪৯. কোন রোগে চলাফেরায় ধীরগতি ও জড়তা লক্ষ করা যায়?
ক. স্পাইনা বিফিডা
খ. ক্রিটিনিজম
● মাসকুলার ডিসট্রফি
ঘ. পোলিও

৫০. নাক চ্যাপ্টা, মোটা জিহ্বা ও তির্যক চোখ কোন রোগের লক্ষণ?
ক. ক্রিটিনিজম
খ. মাইক্রোসেফালি
গ. মাসকুলার ডিসট্রফি
● ডাউন্স সিনড্রোম

Answer Sheet


আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর


শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link