Categories
টেকনোলজি

হিসাববিজ্ঞান ২য় পত্র: ৬ষ্ঠ অধ্যায় MCQ


হিসাববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে সাধারণত এক বছর মুনাফা ক্ষতির পরিমাণ জানার জন্য আয় বিবরণী তৈরি করা হয়। আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মূলধন নিয়ে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্র প্রস্তুত করা হয়।

প্রতিষ্ঠানে লেনদেনের মাধ্যমে তৈরি হয় উপাত্ত। এগুলো আবার হিসাব বিজ্ঞানের প্রক্রিয় তথ্যে পরিণত হয়। প্রতিষ্ঠানের আর্থিকতথ্যসমূহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ও বিষয়ের ভিত্তিতে বিচার-বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করা হয়। নানা কৌশল অনুসরণ করে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের সাফল্য বা ব্যর্থতা সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করা এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করা যায়।

হিসাববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq

১. নিচের কোনটি তারল্য অনুপাত?
● চলতি অনুপাত
খ. মোট লাভ অনুপাত
গ. দায়-মালিকানা অনুপাত
ঘ. দায়-মোট সম্পত্তির অনুপাত

২. তরল সম্পদ হলো-
i. নগদ তহবিল
ii. মজুদ পণ্য
iii. প্রাপ্য হিসাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩. অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো-
i. তারল্যতা পর্যালোচনা
ii. মূলধন কাঠামো পর্যালোচনা
iii. মুনাফা উপার্জন ক্ষমতা পর্যালোচনা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
সুরমা কোম্পানি লি. এর নিট বিক্রয় ৪২,০০০ টাকা, মোট লাভ ৮,৪০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৪,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৬,০০০ টাকা।

৪. সুরমা কোম্পানির বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
● ৩৩,৬০০ টাকা
খ. ৪৪,৫০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

৫. সুরমা কোম্পানির মজুদ আবর্তন অনুপাত কত?
ক. ৩.৩৬ বার
খ. ৪.৩২ বার
গ. ৫.৬০ বার
● ৬.৭২ বার

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :
শরীফ লি. এর প্রারম্ভিক মজুদ ৪,৫০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,৫০,০০০ টাকা, পণ্য ক্রয় ১১,০০,০০০ টাকা, মোট লাভ ২,৮০,০০০ টাকা।

৬. বিক্রীত পণ্যের ব্যয় কত?
● ১২,০০,০০০ টাকা
খ. ৩৩,০০,০০০ টাকা
গ. ৩০,০০,০০০ টাকা
ঘ. ৪০,০০,০০০ টাকা

৭. মজুদ আবর্তন অনুপাত কত?
ক. ২.১৭ বার
● ৩.০০ বার
গ. ৩.৪৫ বার
ঘ. ৪.৭৫ বার

৮. একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ ৬৩,০০০ টাকা, চলতি অনুপাত ৫ঃ২। চলতি দায়ের পরিমাণ কত?
● ২৫,২০০ টাকা
খ. ৩৩,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

৯. নিট বিক্রয় ৪২,০০০ টাকা, মোট মুনাফা ১০,৫০০ টাকা, পরিচালন ব্যয় ৪,১০০ টাকা, অপরিচালন আয় ২,০০০ টাকা হলে নিট লাভের হার কত?
ক. ১৫%
● ২০%
গ. ২৫%
ঘ. ৩০%

১০. তরল সম্পদ হলো –
i. ব্যাংক জমা
ii. মজুদ পণ্য
iii. প্রাপ্য হিসাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১১. চলতি অনুপাতের আদর্শ মান কোনটি?
● ২ঃ১
খ. ৩ঃ৫
গ. ২ঃ৪
ঘ. ২ঃ৩

১২. দায় মালিকানা অনুপাত নির্ণয়ে প্রয়োজন-
i. বহির্দায়
ii. মালিকানা তহবিল
iii. চলতি দায়

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৩. নিট বিক্রয় ৩,০০,০০০ টাকা; মুনাফা ক্রয়মূল্যের ২০%; প্রারম্ভিক মজুদ ৪০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ১০,০০০ টাকা হলে মজুদ আবর্তন কত?
● ১০ বার
খ. ১২ বার
গ. ১৪.৪ বার
ঘ. ১২.৫ বার

১৪. তারল্য অনুপাতের মাধ্যমে কী জানা যায়?
ক. মুনাফা অর্জন ক্ষমতা
খ. দীর্ঘকালীন দায় পরিশোধ ক্ষমতা
গ. মূলধন ব্যবহার ক্ষমতা
● স্বল্পমেয়াদি দেনা পরিশোধ ক্ষমতা

১৫. কার্যকারী মূলধন নির্ণীত হয়-
ক. চলতি সম্পদ + চলতি দায়
খ. চলতি সম্পদ ÷ চলতি দায়
গ. স্থায়ী সম্পদ – চলতি সম্পদ
● চলতি সম্পদ – চলতি দায়

১৬. X Ltd. কোম্পানির কার্যকরী মূলধন ৪,০০,০০০ টাকা, চলতি অনুপাত ২ঃ১ হলে, চলতি দায়ের পরিমাণ কত?
● ৪,০০,০০০ টাকা
খ. ৩০,০০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

১৭. নিচের কোনটি তরল সম্পত্তির অন্তর্ভুক্ত?
● হাতে নগদ
খ. বিনিয়োগ
গ. অগ্রিম বেতন
ঘ. মজুদ পণ্য

১৮. নিট বিক্রয় ৮০,০০০ টাকা এবং মোট মুনাফা বিক্রয়ের ২০% হলে বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
● ৬৪,০০০ টাকা
খ. ৪৪,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

১৯. অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য—
i. ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ করা
ii. প্রতিষ্ঠানের তারল্য সম্পর্কে জানা
iii. বিনিয়োজিত সম্পদের সাথে অর্জিত মুনাফার সম্পর্ক নির্ণয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
নিট বিক্রয় ৪২,০০০ টাকা, মোট মুনাফা বিক্রয়ের ২০%, প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৬,০০০ টাকা।

২০. মজুদ আবর্তন অনুপাত কত?
ক. ১.৬৮ বার
খ. ৪.২০ বার
● ৬.৭২ বার
ঘ. ৮.৪০ বার

২১. মোট মুনাফা বিক্রীত পণ্যের ওপর ২০% ধার্য করা হলে-
i. বিক্রীত পণ্যের ব্যয় ৩৫,০০০ টাকা
ii. মোট মুনাফার পরিমাণ ১,৪০০ টাকা কম হবে
iii. বিক্রয়ের ওপর মুনাফার হার হবে ১৬.৬৭%

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২২. চলতি সম্পd ২,১৬,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩ঃ১ হলে চলতি দায় কত?
● ৭২,০০০ টাকা
খ. ৪৪,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
একটি প্রতিষ্ঠানের মজুদপণ্য ৬০,০০০ টাকা, হাতে নগদ ৩০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৮০,০০০ টাকা, ১০% ব্যাংক ঋণ ৭৫,০০০ টাকা, প্রদেয় নোট ২০,০০০ টাকা এবং অনুপার্জিত আয় ২০,০০০ টাকা।

২৩. চলতি সম্পত্তির পরিমাণ কত?
● ১,১৫,০০০ টাকা
খ. ৪,৩৪,০০০ টাকা
গ. ৩,৪০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

২৪. চলতি মূলধনের পরিমাণ কত?
● ৪৫,০০০ টাকা
খ. ৪৪,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা

২৫. ‘অগ্রিম খরচ’ একটি—
ক. স্থায়ী সম্পদ
খ. তরল সম্পদ
● চলতি সম্পদ
ঘ. অলীক সম্পদ

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
পদ্মা লিমিটেড এর বিশদ আয় বিবরণী হতে নিচের তথ্যগুলো নেয়া হলো:
বিক্রয় ১০,০০,০০০ টাকা, আন্তঃপরিবহন ১,২০,০০০ টাকা, ক্রয় ৬,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৮০,০০০ টাকা।

২৬. বিক্রীত পণ্যের ব্যয় কত?
● ৭,৯০,০০০ টাকা
খ. ৪,৯০,০০০ টাকা
গ. ৩,৯০,০০০ টাকা
ঘ. ২,৫০,০০০ টাকা

২৭. মোট মুনাফার অনুপাত কত?
● ২১%
খ. ২৮%
গ. ৪০%
ঘ. ৩৫%

২৮. পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
ক. ব্যবসায় বিশ্লেষণ
খ. হিসাব বিশ্লেষণ
● অনুপাত বিশ্লেষণ
ঘ. মুনাফা বিশ্লেষণ

আর্থিক বিবরণী বিশ্লেষণ mcq

২৯. মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত?
ক. সচ্ছলতা
খ. তরলতা
● পরিচালন দক্ষতা
ঘ. মুনাফা অর্জন ক্ষমতা

৩০. যদি চলতি বা কার্যকরী মূলধন ৮৬,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ঃ৩ হয় তবে মোট চলতি সম্পদের পরিমাণ কত?
● ২,১৫,০০০ টাকা
খ. ৪,৯০,০০০ টাকা
গ. ৩,৯০,০০০ টাকা
ঘ. ২,৫০,০০০ টাকা

৩১. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ?
● নগদ উদ্বৃত্ত
খ. প্রাপ্য হিসাব
গ. প্রাপ্য নোটিস
ঘ. মজুদ পণ্য

৩২. কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায়-দেনা পরিশোধের সামর্থ্য আছে কি-না তা পরিমাপ করে-
i. চলতি অনুপাত
ii. দায় মালিকানা অনুপাত
iii. চলতি মূলধন অনুপাত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৩. দায় মালিকানা অনুপাত কী নির্দেশ করে?
ক. মুনাফা অর্জন দক্ষতার মাত্রা
খ. কার্যকলাপের মাত্রা
গ. তারল্যের মাত্রা
● সচ্ছলতার মাত্রা

৩৪. আজমল তার ব্যবসায়ের আর্থিক অবস্থার সচ্ছলতা বজায় রাখার জন্য প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করেন। কিন্তু কিছু কারণে তার প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। এক্ষেত্রে তার কী পদক্ষেপ নেওয়া উচিত?
ক. আর্থিক চিত্র উপস্থাপন করা
খ. তথ্য সরবরাহ করা
গ. আয়-ব্যয় বিশ্লেষণ করা
● আর্থিক বিবরণী বিশ্লেষণ করা

৩৫. একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সর্বাধিক তরল সম্পদ কোনটি?
● নগদ উদ্বৃত্ত
খ. প্রাপ্য নোটস
গ. প্রাপ্য হিসাব
ঘ. মজুদ পণ্য

৩৬. মোট চলতি সম্পদ ৫,০০,০০০ টাকা, মোট চলতি দায় ২,০০,০০০ টাকা, মজুদ পণ্য ১,০০,০০০ টাকা এবং অগ্রিম খরচ ২০,০০০ টাকা হলে তড়িৎ অনুপাত কত?
● ১.৯ঃ১
খ. ২ঃ৬
গ. ২ঃ৪
ঘ. ১ঃ৪

নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
সোয়ান লি. এর ৩১ ডিসেম্বর ২০২০ সালের তথ্যসমূহ নিম্নরূপ :
বিক্রয় ৪,১০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৬,০০০ টাকা। বিক্রয় বাট্টা ৪,০০০ টাকা এবং মোট মুনাফা ১,৭৫,০০০ টাকা।

৩৭. মুনাফার শতকরা হার কত?
● ৪৩.৭৫%
খ. ৩৩.৫৬%
গ. ৩৫.৫৪%
ঘ. ৩৬.৬৩%

৩৮. যদি বিক্রয় ৪,৬০,০০০ টাকা হয়-
i. মোট মুনাফা বৃদ্ধি পাবে
ii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
iii. বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৯. কার্যকরী মূলধন অনুপাত কারবারের কী যাচাই করার জন্য নির্ণয় করা হয়?
● তারল্যতা
খ. সচ্ছলতা
গ. মুনাফা অর্জন
ঘ. দক্ষতা যাচাই

৪০. ত্বরিত অনুপাতের আদর্শমান কোনটি?
● ১ঃ১
খ. ২ঃ৩
গ. ২ঃ৫
ঘ. ২ঃ৪

নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও :
মোহনা পাবলিকেশন্স-এর চলতি মূলধন ২০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩ঃ২।

৪১. চলতি সম্পদের পরিমাণ কত?
● ৬০,০০০ টাকা
খ. ৯০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা

৪২. চলতি দায়ের পরিমাণ কত?
● ৪০,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৯০,০০০ টাকা
ঘ. ৫০,০০০ টাকা

৪৩. চলতি সম্পদ ২০ লক্ষ টাকা ও চলতি দায় ১০ লক্ষ টাকা হলে চলতি অনুপাত কত হবে?
● ২ঃ১
খ. ৩ঃ৪
গ. ২ঃ৫
ঘ. ১ঃ৬

৪৪. ত্বরিত অনুপাতের আদর্শমান কত?
● ১ঃ১
খ. ৩ঃ৪
গ. ২ঃ৫
ঘ. ১ঃ৬

৪৫. তারল্য সম্পত্তি হলো-
i. নগদ তহবিল
ii. অগ্রিম ব্যয়
iii. প্রাপ্য হিসাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৬. চলতি সম্পদ ২,১৬,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩ঃ১। চলতি দায় কত টাকা?
● ৭২,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৯২,০০০ টাকা
ঘ. ৫২,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও :
আমেনা লি. এর প্রারম্ভিক মজুদ পণ্য ২৪,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, নগদ তহবিল ৫২,০০০ টাকা, ঋণপত্র ৩৩,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা, প্রদেয় হিসাব ৪৮,০০০ টাকা, বিক্রয় ১,৬২,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয় ছিল ১,৩৫,০০০ টাকা।

৪৭. প্রতিষ্ঠানটির ত্বরিত অনুপাত কত?
● ২.৭৫ঃ১
খ. ৪.৩ঃ৪
গ. ২ঃ৫.৬
ঘ. ৩.১ঃ৬

৪৮. মজুদ আবর্তন অনুপাত কত?
ক. ৩ বার
● ৫ বার
গ. ৫.৪ বার
ঘ. ৬ বার

৪৯. কোনটি তারল্য অনুপাত?
● অগ্নিপরীক্ষা অনুপাত
খ. মোট মুনাফা অনুপাত
গ. দায়-মালিকানা অনুপাত
ঘ. মজুদ আবর্তন অনুপাত

৫০. বিক্রীত পণ্যের ব্যয়কে গড় মজুদ নিয়ে ভাগ করলে কী নির্ণীত হয়?
● মজুত আবর্তন অনুপাত
খ. মূলধন আবর্তন অনুপাত
গ. সোনার আবর্তন অনুপাত
ঘ. পাওনাদার আবর্তন অনুপাত

Answer Sheet


আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ


শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।



Source link