Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

কেজিতে ২০ টাকা কমেছে কাঁচামরিচের দাম!


কেজিতে ২০ টাকা কামেছে কাঁচামরিচের দাম!

বরিশালে শীতকালীন সবজির দাম স্বাভাবিক থাকলেও কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে প্রতিকেজি কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ২০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা যায়, বর্তমানে বরিশালের প্রায় সবগুলো বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। এ ছাড়া প্রতিকেজি পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা, গাজর ২০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে।

সরেজমিনে দেখা যায়, বরিশাল নগরীর পাইকারি বহুমুখী সিটি বাজারে ভোর থেকেই কাঁচামরিচ সহ বিভিন্ন সবজি ক্রেতা বিক্রেতারা আসেন। তারপর দিনভর চলে সবজি বেচাকেনা। শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহ থাকায় দাম স্বাভাবিক রয়েছে। তবে গত কয়েক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছিল। আর গত সপ্তাহে কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়ে কাঁচা মরিচের দাম ১২০ টাকায় দাড়াঁয়। এই সপ্তাহে কাঁচামরিচ কেজিতে ২০ টাকা কমে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের ব্যবসায়ী মনির বলেন, শীতকালীন সবজির ব্যাপক চাষ হওয়ায় বাজারে সরবরাহ ভালো রয়েছে। তাই বাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে গেল সপ্তাহে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়ে যায়। এখন গত সপ্তাহের তুলনায় কাচাঁমরিচের দাম ২০ টাকা কমেছে।

আরেক ব্যবসায়ী আসাদ বলেন, গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম এখন কিছুটা কমেছে। এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আস্তে আস্তে দাম কমে আবার আগের মতো হয়ে যাবে। এছাড়াও সরবরাহ ভালো থাকায় সবজির দাম বাড়েনি।

বরিশাল বহুমুখী সিটি মার্কেট মালিক সমিতির সদস্য বাচ্চু হাওলাদার বলেন, তীব্র শীতের কারণে কৃষকরা জমি থেকে মরিচ তুলতে দেড়ি করায় বাজারে কাঁচামরিচের ঘাটতি দেখা দিলে মরিচের দাম বেড়ে যায়।



Source link