গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় mcq : আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে বাসগৃহ। এই বাসগৃহ গ্রাম বা শহরে, ছোট বা বড় পরিসরে হতে পারে। গ্রাম বা মফস্বল শহরের অনেক বাড়ি বড় পরিসরে গঠিত হয়, বড় আঙ্গিনা থাকে। বিভাগীয় শহরে বিশেষ করে ঢাকা শহরের বেশিরভাগ বাসা বা ফ্ল্যাট ছোট পরিসরে হয়। নিজের বসবাসের জায়গা যে রকমই হোক না কেন একটু চিন্তা করে পরিকল্পনা করলেই গৃহপ্রাঙ্গন, ছাদ ও বারান্দার উপযোগিতা বৃদ্ধি করা যায়। এজন্য প্রয়োজন ইচ্ছা শক্তি ও উদ্যোগ গ্রহণ।
প্রতিটি বাড়ি বা ভবনকে সবুজ বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও নান্দনিকতা বৃদ্ধি করা যায়। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলমূল ও শাকসবজি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ফলমূল ও শাকসবজিই হচ্ছে ভিটামিন ও খনিজলবণের উৎকৃষ্ট উৎস। বাড়ির প্রাঙ্গনে বা ভবনের ছাদে উনড়বত প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে, গৃহ পালিত পশু পাখি পালন করে পুষ্টির চাহিদা পূরণ করা যায়, আবার বিক্রি করে অর্থ উপার্জন করা যায়, অবসর সময়কে কাজে লাগানো যায়। নিজের হাতে উৎপাদিত ফসল মানসিক তৃপ্তি আনে।
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় mcq
১. বাড়ির ছাদ ও বারান্দায় কীভাবে গাছ লাগানো উচিত?
ক. ইচ্ছামতো
● সুপরিকল্পিতভাবে
গ. সমান্তরালে
ঘ. এলোমেলোভাবে
২. ছোট গাছকে গরু ছাগলের কবল থেকে রক্ষার জন্য কী দিয়ে ঘিরে দিতে হবে?
● বাঁশের খাঁচা
খ. উঁচু দেয়াল
গ. বড় গাছপালা
ঘ. নাইলনের দড়ি
৩. কোনটি শিশুর অঙ্গসঞ্চালনমূলক বিকাশ ঘটায়?
ক. ছড়া
খ. লেখাপড়া
গ. গল্প
● বহিরাঙ্গণ খেলাধুলা
৪. বারান্দায় গাছ লাগাতে হলে কিসের পর্যাপ্ততা থাকতে হবে?
ক. স্থান
খ. মাটি
● রোদ
ঘ. ফুল
৫. কোনটি ভালো বীজের বৈশিষ্ট্য?
ক. বীজ দাগযুক্ত হবে
খ. অন্য জাতের মিশ্রণ থাকবে
● বীজের রং স্বাভাবিক হবে
ঘ. অঙ্কুরোদগমের শতকরা হার ৭০ ভাগ হবে
৬. সবজি বাগান করার সময় কিসের প্রতি লক্ষ রাখা উচিত?
● মাটি
খ. সার
গ. চারা
ঘ. সবজি
৭. সবজিতে পোকা আক্রমণ করলে কী প্রয়োগ করতে হবে?
ক. পানি
খ. সার
● কীটনাশক
ঘ. সূর্যের আলো
৮. বাড়ির আঙিনায় সবজি বা ফুলের গাছ লাগালে নিয়মিত কিসের প্রয়োজন হয়?
ক. রাতাস
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন
● পরিচর্যা
৯. স্মৃতিশক্তি হ্রাস পায় কোন দূষণের ফলে?
ক. শব্দ দূষণ
● বায়ু দূষণ
গ. পরিবেশ দূষণ
ঘ. মাটি দূষণ
১০. গাছের জন্য কোন মাটি ব্যবহার করতে হবে?
ক. এঁটেল
● দোআঁশ
গ. বেলে
ঘ. বেলে দোআঁশ
১১. বৃক্ষ পরিবেশ রক্ষা করে—
i. আর্দ্রতা নিয়ন্ত্রণ করে
ii. কার্বন শোষণ করে
iii. বায়ু শোষণ করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. বাড়ির পিছনের অংশ ব্যবহার করতে লক্ষণীয় হলো—
i. বড় বৃক্ষ প্রাচীরের পাশে লাগাতে হবে
ii. গুল্মজাতীয় গাছ প্রাচীরের পাশে লাগাতে হবে
iii. রোদযুক্ত স্থানে সবজি চাষ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৩. বারান্দার মাটির টবে লাগানো যায়—
i. গোলাপ
ii. বেলি
iii. কৃষ্ণচূড়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. ফুলের বাগান এমন হতে হবে যেন—
i. চলাচলে বাধা সৃষ্টি না হয়
ii. লনের জন্য কিছু জায়গা থাকে
iii. ফুলের সমারোহ কম থাকে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
মারুফা একজন গৃহিণী। তিনি তার বাড়ির পিছনে সবজি বাগান করেন। প্রতিদিন মারুফা বাগানের যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন।
১৫. মারুফা সবজি বাগান করেন কেন?
ক. প্রতিবেশীদের দেখাতে
খ. চাহিদা মেটাতে
● অবসর কাটাতে
ঘ. অর্থ উপার্জনে
১৬. মারুফা যেভাবে বাগানের যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন—
i. নিয়মিত পানি দেন
ii. আগাছা পরিষ্কার করেন
iii. ভালো বীজ রোপণ করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
নীরব বাড়ির ছাদে মরিচ, শিম, লেবু, টমেটো ও বেগুনের গাছ লাগালো। একপর্যায়ে তার কিছু কিছু সবজিতে পোকার আক্রমণ হলো। পোকা দমন করার জন্য নীরবের বাবা তাকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে বললেন।
১৭. নীরবের বাবা তাকে কী ব্যবস্থা গ্রহণ করতে বললেন?
ক. আগাছা পরিষ্কার করা
● কীটনাশক প্রয়োগ করা
গ. নিড়ানি দেওয়া
ঘ. জৈব সার প্রয়োগ করা
১৮. উল্লিখিত পরিস্থিতিতে নীরব ব্যবহার করবে—
i. বাসুডিন
ii. রিডোমিল
iii. আয়োডিন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি কোনটি?
ক. বেলে মাটি
● দোআঁশ মাটি
গ. কাদামাটি
ঘ. আঠালো মাটি
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
রিতা তার বাড়ির ছাদে বাগান করেছে। সকালে সে তার ছেলেমেয়েদের নিয়ে বাগানে কাজ করে। এতে সবাই আনন্দ পায় ।
২০. রিতার বাগানে কী গাছ আছে?
● সবজি
খ. আম
গ. সুপারি
ঘ. পেঁপে
২১. সবাই মিলে বাগানে কাজ করায় কী লাভ হচ্ছে?
i. সবার আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে
ii. অর্থের সাশ্রয় হচ্ছে
iii. অবসর সময়কে কাজে লাগানো যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. ইনডোর গার্ডেনের গাছ কোনটি?
ক. ক্যাকটাস
খ. পেয়ারা
● লেবু
ঘ. সফেদা
২৩. শহরের বাড়ির উন্মুক্ত স্থান হলো—
● বারান্দা
খ. গৃহপ্রাঙ্গণ
গ. ছাদ
ঘ. ড্রয়িং রুম
২৪. সবজি বেড তৈরির জন্য প্রয়োজন হয়—
● রোদ
খ. বৃষ্টি
গ. ছিকা
ঘ. খুঁটি
২৫. শহরাঞ্চলে সবুজের সমারোহ ঘটানোর জন্য করণীয় হলো—
i. ঘরে ঘরে বাগান করা
ii. দালানের ছাদে বাগান
iii. নার্সারি গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
বশির বাড়িতে ছাদ বাগান করার সিদ্ধান্ত নিল। সে মাটি ক্রয় করল। তার বন্ধু তাকে ভালো বীজ সম্পর্কে ধারণা দিল এবং নিয়মিত যত্ন করার উপদেশ দিল।
২৬. বশির কী ধরনের মাটি ক্রয় করল?
ক. বেলে
খ. এঁটেল
● দোআঁশ
ঘ. বেলে দোআঁশ
২৭. ভালো বীজের বৈশিষ্ট্যে থাকে—
i. পরিষ্কার ও পুষ্ট
ii. রং স্বাভাবিক
iii. অঙ্কুরোদগম ৮০ ভাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৮. নিয়মিত যত্নের জন্য করণীয় কী?
ক. উত্তম বীজ ব্যবহার
খ. উত্তম মাটি ব্যবহার
● আগাছা পরিষ্কার
গ. পরিকল্পিত নকশা করা
২৯. বাড়ির সম্মুখ অংশে কোন ধরনের গাছ লাগানো উচিত?
ক. আম
খ. কাঁঠাল
গ. কদম
● গোলাপ
৩০. বড় গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত?
ক. উঠানে
খ. ছায়ায়
গ. সম্মুখে
● পিছনে
৩১. গুম্মজাতীয় গাছ কোনগুলো?
● মরিচ
খ. বেল
গ. আম
ঘ. শিম
৩২. বাড়ির ছায়াযুক্ত স্থান কোন কাজে ব্যবহার করা যায়?
● হাঁস-মুরগি পালন
খ. বড় গাছ লাগানো
গ. গুল্ম জাতীয় গাছ
ঘ. বনায়ন
৩৩. বাগান করার সময় লক্ষণীয় বিষয় হলো—
i. বাড়ির সৌন্দর্য নষ্ট না হয়
ii. ঋতু অনুসারে চাষ
iii. জায়গার আয়তনের সাথে অসংগতি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. মাটির সাথে কোন গাছ লাগানো যায়?
ক. শিউলি
খ. কদম
গ. বকুল
● পাতাবাহার
৩৫. ছাদ বাগানে লাগানো যায় কোন গাছগুলো?
ক. আম, পেয়ারা, ডালিম
● বরই, পেঁপে, কলম করা আম
গ. কাঁঠাল, সুপারি, ডালিম
ঘ. তাল, কলম বরই, হিজল
৩৬. বারান্দায় টবে গাছ লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অধিক যুক্তিযুক্ত—
i. টবে মাটি ভরাট
ii. উত্তম রোদযুক্ত স্থান
iii. স্থানান্তরের সুযোগ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. ছাদ বাগান করার প্রধান উদ্দেশ্য কী?
● পরিবেশবান্ধব জীবন গঠন
খ. নগরায়ণের সুবিধা
গ. প্রযুক্তিনির্ভরতা
ঘ. শহরে গ্রামীণ পরিবেশ
৩৮. কোন মাটিতে গাছ ভালো জন্মে?
ক. বেলে মাটি
খ. এঁটেল
● দোআঁশ মাটি
ঘ. বেলে দোআঁশ
৩৯. কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়?
ক. টমেটো
খ. বেগুন
● শিম
ঘ. লেবু
৪০. ছাদে কোন গাছ লাগানো যায়?
ক. মরিচ ও মুলা
খ. মুলা ও টমেটো
● টমেটো ও মরিচ
ঘ. শিম ও গাজর
৪১. গৃহ প্রাঙ্গণের বহুমুখী ব্যবহার করা যায়—
i. সবজি বাগান করে
ii. পশুপাখি পালন করে
iii. খেলাধুলার ব্যবস্থা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও :
তৃষার বাড়ির ছাদটি অনেক বড়। বোনের পরামর্শে তিনি ছাদে সবজি বাগান করার সিদ্ধান্ত নিলেন। লেবু, কাঁচামরিচ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করতে শুরু করলেন। কিন্তু সঠিক যত্নের অভাবে তিনি ভালো ফলন পেলেন না।
৪২. তৃষা তার সবজি বাগানে কোন মাটি ব্যবহার করবেন?
ক. বেলে মাটি
● দোআঁশ মাটি
গ. বেলে দোআঁশ মাটি
ঘ. এঁটেল মাটি
৪৩. ভালো ফলন পেতে হলে তৃষাকে
i. মাটিতে সার দিতে হবে
ii. নিয়মিত পানি দিতে হবে
iii. কীটনাশক প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
৪৪. প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিসের কোনো বিকল্প নেই?
ক. কাজের
খ. মাঠের
● গাছের
ঘ. বাড়ির
৪৫. পরিবেশকে প্রাধান্য দিয়ে সবুজ দেশ গঠনে—
ক. সকলের আত্মকেন্দ্রিকতা আবশ্যক
● সকলের সচেতনতা আবশ্যক
গ. সকলের নিয়মানুবর্তিতা আবশ্যক
ঘ. সকলের শৃঙ্খলা আবশ্যক
৪৬. কোন ধরনের দূষণ মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে?
● বায়ুদূষণ
খ. পরিবেশদূষণ
গ. পানিদূষণ
ঘ. মাটিদূষণ
৪৭. গৃহ প্রাঙ্গণ বা ছাদে সবুজ বনায়নের জন্য প্রয়োজন—
ক. টাকা-পয়সা
খ. চিন্তাভাবনা
● সঠিক পরিকল্পনা
ঘ. সচেতনতা
৪৮. গৃহ প্রাঙ্গণ বড় হলে বাড়ির সম্মুখ অংশে কী থাকলে বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়?
ক. গাড়ি
● ফুলের বাগান
গ. দোকান
ঘ. সুইমিং পুল
৪৯. গৃহের ও ছাদের সম্মুখের খোলা জায়গা অল্প হলে কেবল কয়টি ফুলের বাগানই যথেষ্ট?
ক. চারটি
খ. তিনটি
গ. দুটি
● একটি
৫০. শহরাঞ্চলে বাড়ির ছাদে কী পালন করা যায়?
ক. গরু-ছাগল, ভেড়া
খ. বানর, হরিণ
গ. গরু, মহিষ
● মুরগি, কবুতর, কোয়েল পাখি
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।