Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

মনোসেক্স তেলাপিয়ার রোগ প্রতিরোধ ব্যবস্থায় করণীয়


মাছ

মনোসেক্স তেলাপিয়ার রোগ প্রতিরোধ ব্যবস্থায় করণীয় কি কি রয়েছে সেগুলো আমাদের দেশের মাছ চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। বর্তমানে আমাদের দেশের অনেক মাছ চাষিরাই মনোসেক্স তেলাপিয়ার চাষ করছেন। এই মাছের চাষ বেশ লাভজনক। তবে লাভবান হওয়ার জন্য মাছের রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে হয়। আজকে আমরা জেনে নিব মনোসেক্স তেলাপিয়ার রোগ প্রতিরোধ ব্যবস্থায় করণীয় সম্পর্কে-

মনোসেক্স তেলাপিয়ার রোগ প্রতিরোধ ব্যবস্থায় করণীয়ঃ


মনোসেক্স তেলাপিয়া মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো রয়েছে। তবে মাছ চাষের পুকুরে মাছের অধিক মজুদ, ঘনত্ব ও বদ্ধ জলজ পরিবেশে পরিত্যক্ত খাবার এবং মাছের বিপাকীয় বর্জ্য ও অন্যান্য পচনের ফলে এই মাছের রোগের ঝুঁকি রয়েছে। পুকুরের পানি দূষিত হয়ে অনেক সময় রোগের ঝুঁকি বেড়ে যায়।

তেলাপিয়া মাছ সাধারণত প্রটোজোয়ান প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এ অবস্থায় আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ২০০ থেকে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করতে হবে। মাছের দ্রুত আরোগ্য লাভের জন্য আক্রান্ত মাছকে ১,০০০ লিটার পানিতে ২৫ থেকে ৩০ মিলিলিটার ফর্মালিন মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট গোসল করাতে হবে।

অনেক সময় তেলাপিয়া মাছ ষ্ট্রেপটোকক্কাস ও এরোমোনাট সেপটিসেমিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এরূপ হলে ১-২ গ্রাম এরিথ্রোমাইসিন বা অক্সিটেট্রাসাইকিলিন প্রতি কেজি খাবারে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।

শীতের সময়ে মাছের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই ঝুঁকি কমানোর জন্য নিচের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে –

১। শীতের শুরু হতে ১৫ দিন পর পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম লবন ও ১৫০ গ্রাম চুন অথবা জিওলাইট প্রয়োগ করতে হবে।

২। তারপর রোগের প্রাদুর্ভাব হলে পুকুরে জীবানুনাশক ব্যবহার করতে হবে। প্রতি কেজি খাবারে ৫ গ্রাম অক্সিটেট্রাসাইকিন ও ২ গ্রাম ভিটামিন-সি মিশিয়ে ১০ দিন প্রয়োগ করতে হবে।


আরও পড়ুনঃ পুকুরে চিতল মাছ চাষে যে পরামর্শগুলো মেনে…


মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামারSource link