Categories
Tips and Tricks

বড়দিনে ভয়ঙ্কর ঘটনা, প্যান্টের পকেটে Realme ফোনে হঠাৎই বিস্ফোরণ


সুরক্ষার প্রশ্নে ফের কাঠগড়ায় চীনা ব্র্যান্ড রিয়েলমি (Realme)। এক গ্রাহকের প্যান্টের পকেটের মধ্যে রীতিমতো বিস্ফোরণ ঘটল সংস্থার রিয়েলমি ৮ (Realme 8) মডেলের স্মার্টফোনে। টুইটারে বড়দিন অর্থাৎ গতকালে ঘটা এমনই অভিজ্ঞতার কথা নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এক ব্যক্তি।

তিনি টুইটে লেখেন, পরিচিতদের সঙ্গে বসে থাকার সময় হঠাৎই পটপট শব্দ শুনতে পাই। তারপর প্যান্টের পকেট থেকে ধোঁয়া বেরোতে থাকে। তখনই পরিস্কার হয়ে যায় সেটার উৎসস্থল আমার রিয়েলমি ফোন। বিস্ফোরণের ঘটনায় ওই ব্যবহারকারীর পা পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

টুইটে তিনি নির্মাতা সংস্থাকে ট্যাগ করে রিফান্ড বা রিপ্লেসমেন্টের অনুরোধ করেছেন। প্রতুত্তরে রিয়েলমিকে কমেন্ট বক্সে সহায়তার হাত বাড়িয়ে দিতে দেখা যায়। উল্লেখ্য, গত বছর অক্টোবরেও ওই একই মোবাইল ফোনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল৷ সে সময়েও এক ব্যক্তির পকেটে সেটি পুড়ে যায়।





Source link