Categories
টেকনোলজি

গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র: ২য় অধ্যায় MCQ


গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq : পারিবারিক জীবনে সফলতা লাভ করার জন্য লক্ষ্যাভিমুখী কার্যকলাপ তথা ব্যবস্থাপনা অপরিহার্য বিষয়। ব্যবস্থাপনা পদ্ধতি কতগুলো পরস্পর নির্ভরশীল ও গতিশীল পর্যায়μমিক ধাপের সমন্বয় বিশেষ।

ধাপসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। গৃহ ব্যবস্থাপনায় যদি কর্মসম্পাদনের সময় সচেতনভাবে ব্যবস্থাপনার এই ধাপসমূহ অনুসরণ করা হয় তাহলে সহজেই পরিবার তার লক্ষ্য অর্জনে সফলকাম হয়।

গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq

১. কাজের সর্বাধিক তৃপ্তি অর্জনের জন্য কী করা প্রয়োজন?
ক. সংগঠন
● পরিকল্পনা
গ. সমন্বয় সাধন
ঘ. নির্দেশনা

২. পরিকল্পনা প্রণয়নে নির্ধারিত হওয়া আবশ্যক কোনটি?
ক. মূল্যবোধ
খ. নিয়ন্ত্রণ
● লক্ষ্য
ঘ. সিদ্ধান্ত

৩. কোন কাজ কোথায়, কীভাবে করা হবে তা কোনটি স্থির করে?
ক. নির্দেশনা
খ. বাস্তবায়ন
গ. পরিকল্পনা
● সংগঠন

৪. বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ করাকে কী বলে?
● সংগঠন
খ. নিয়ন্ত্রণ
গ. মূল্যায়ন
ঘ. বাস্তবায়ন

৫. সংগঠনের তৃতীয় পর্যায় কোনটি?
ক. ধারাবাহিক বিন্যাস
খ. কাজের ধারা রচনা
গ. সিদ্ধান্ত গ্রহণ করা
● কর্মকাঠামো তৈরি

৬. কাজের বিভিন্ন অংশ ও ব্যক্তির মধ্যে সামঞ্জস্যবিধান করাকে কী বলে?
● সমন্বয় সাধন
খ. বাস্তবায়ন
গ. নিয়ন্ত্রণ
ঘ. পরিচালনা

৭. কোনো কাজের পথ প্রদর্শন করাকে কী বলে?
ক. মূল্যায়ন
খ. লক্ষ্য
গ. বাস্তবায়ন
● নির্দেশনা

৮. ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ স্তর কোনটি?
ক. নির্দেশনা
খ. পরিকল্পনা
গ. মূল্যায়ন
● নিয়ন্ত্রণ

৯. পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হলে কোনটির প্রয়োজন হয়?
● নিয়ন্ত্রণ
খ. সংগঠন
গ. সমন্বয় সাধন
ঘ. নির্দেশনা

১০. গৃহ ব্যবস্থাপনা কার্যকলাপের মৌলিক অঙ্গ কোনটি?
ক. মূল্যায়ন
● সিদ্ধান্ত গ্রহণ
গ. নিয়ন্ত্রণ
ঘ. পরিকল্পনা

১১. কিসের মাধ্যমে কাজের উন্নতি সাধন করা হয়?
● মূল্যায়ন
খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ
ঘ. নির্দেশনা

১২. সিদ্ধান্ত গ্রহণকারীকে কীরূপ হতে হয়?
ক. উচ্চশিক্ষিত
খ. স্বাস্থ্যবান
● দূরদৃষ্টিসম্পন্ন
ঘ. সংঘবদ্ধ

১৩. সমগ্র জীবনধারাকে প্রভাবিত করে সিদ্ধান্ত গ্রহণের কোন স্তর?
ক. পঞ্চম
● চতুর্থ
গ. তৃতীয়
ঘ. দ্বিতীয়

১৪. M.P. Follet কোন গ্রন্থে মতানৈক্যের চারটি স্তর দেখিয়েছেন?
● Creative Experience
খ. Home Management
গ. Creative Sense
ঘ. Decision Making

১৫. পরিকল্পনা ছাড়া কাজ করলে সেই কাজ—
i. সহজ হয়
ii. অগোছালো হয়
iii. খামখেয়ালিপূর্ণ হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. নির্দেশনা হতে হয়—
i. সুস্পষ্ট
ii. সম্পূর্ণ
iii. নির্দিষ্ট

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৭. সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ—
i. পরিকল্পনাকে রূপ দিতে
ii. কাজকে এগিয়ে নিতে
iii. সার্বিক অগ্রগতি প্রদানে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৮. সমস্যার স্বরূপ উদ্ঘাটনে গড়ে ওঠে—
i. মননশীল মনোভাব
ii. অনুসন্ধানী মনোভাব
iii. স্বতন্ত্র মনোভাব

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৯. সিদ্ধান্ত গ্রহণকারীর বিকল্প সমাধান গ্রহণকে প্রভাবিত করে—
i. আয়
ii. বয়স
iii. অভিজ্ঞতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
নাসিমা হক একটি বিদ্যালয় পরিচালনার পরিকল্পনা করলেন। যেখানে একাধিক ব্যক্তির সহযোগিতা প্রয়োজন। কাজটি পরিচালনার জন্য তাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে।

২০. অনুচ্ছেদে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের কথা বলা হয়েছে?
ক. মূল্যায়ন
খ. পরিকল্পনা
● সংগঠন
ঘ. নির্দেশনা

২১. নাসিমা হক কাজটি পরিচালনা করতে যেসব বিষয় বিবেচনা করবেন—
i. কাকে দিয়ে করানো হবে
ii. কার অভিজ্ঞতা আছে
iii. কী কী সম্পদ ব্যবহার করবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
আরাফাত রহমান তার কারখানার কর্মীদেরকে কাজের লক্ষ্যে আদেশ—নির্দেশ প্রদান করেন। তিনি কাজের অগ্রগতির জন্য কর্মীদের সাথে পরামর্শ করেন। যা কারখানার উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ।

২২. উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
ক. সংগঠন
● নির্দেশনা
গ. পরিকল্পনা
ঘ. মূল্যায়ন

২৩. আরাফাত রহমানের পরামর্শ গুরুত্বপূর্ণ—
i. পরিকল্পনা বাস্তবায়নে
ii. সম্পর্ক ও মানোন্নয়নে
iii সুষ্ঠু তত্ত্বাবধানে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মাইসাদের পরিবারের সকলে শীতের ছুটিতে বেড়াতে যাবে। কেউ কক্সবাজার, কেউ বান্দরবান যেতে চায়। মাইসার বাবা রাতে সবাইকে নিয়ে আলোচনায় বসলেন। অবশেষে বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কবে, কখন, কীভাবে যাওয়া হবে সবকিছু ঠিক করা হলো।

২৪. মাইসার পরিবার কোন ধরনের সিদ্ধান্ত নিল?
ক. মিশ্র
খ. জটিল
গ. একক
● দলীয়

২৫. উক্ত সিদ্ধান্তের ক্ষেত্রে—
i. কাজ সুন্দর হয়
ii. কাজে ভুল কম হয়
iii. সময় বেশি লাগে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

২৬. ভবিষ্যৎ কর্মপদ্ধতি সম্পর্কে অনুমান করার জন্য প্রয়োজন হয়—
ক. সংগঠনের
● পরিকল্পনার
গ. সিদ্ধান্ত গ্রহণের
ঘ. নির্দেশনার

২৭. সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে পরিবারের—
● মূল্যবোধ, লক্ষ্য ও মান
খ. পরিকল্পনা ও সংগঠন
গ. নির্দেশনা ও সমন্বয় সাধন
ঘ. নিয়ন্ত্রণ ও মূল্যায়ন

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
একাদশ শ্রেণির ছাত্রীরা পিকনিক পার্টির আয়োজন করল। সবাই সময়মতো না আসায় বাস গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগল। পিকনিককে আকর্ষণীয় করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তা বাস্তবায়ন সম্ভব হলো না। এতে সবাই মনঃক্ষুণ্ন হয়।

২৮. পিকনিকের কর্মসূচিটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল—
i. পরিকল্পনার
ii. সংগঠনের
iii. নির্দেশনার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২৯. পিকনিকের মতো কর্মসূচি গ্রহণের জন্য প্রয়োজন—
ক. নেতা নির্বাচন
খ. অতীত মূল্যায়ন
গ. একক সিদ্ধান্ত
● দলীয় সিদ্ধান্ত

৩০. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
i. মূল্যবোধ
ii. মান
iii. লক্ষ্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩১. “নিয়ন্ত্রণ মানে পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা।”—উক্তিটি কার?
ক. H. Fayal
খ. Newman
● Deacon
ঘ. G. Glover

৩২. রফিক সাহেব পরিবারের সবাইকে নিয়ে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা ভাবলেন। তার স্ত্রী কক্সবাজার যেতে চাইলেন। এক্ষেত্রে রফিক সাহেবের করণীয় কী?
ক. একক সিদ্ধান্তে চলা
● দলীয় সিদ্ধান্ত গ্রহণ
গ. পরিকল্পনা করা
ঘ. সকলকে সংগঠিত করা

৩৩. কাজের ফলাফল যাচাই করাকে কী বলা হয়?
ক. বাস্তবায়ন
খ. নিয়ন্ত্রণ
● মূল্যায়ন
ঘ. সংগঠন

৩৪. পরিকল্পনা কখন গ্রহণ করতে হয়?
ক. কাজ চলাকালীন
খ. কাজ আরম্ভ করার সময়
● কাজ আরম্ভ করার আগে
ঘ. মতামত গ্রহণের পর

৩৫. পরিকল্পনা যেমন হওয়া আবশ্যক—
i. সহজবোধ্য
ii. বাস্তবসম্মত
iii. সুস্পষ্ট

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩৬. কাকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ আবর্তিত হয়?
● লক্ষ্য
খ. মান
গ. সিদ্ধান্ত গ্রহণ
ঘ. উদ্দেশ্য

৩৭. পরিকল্পনা গ্রহণ করার উদ্দেশ্য কী?
● লক্ষ্য অর্জন
খ. কাজ বাস্তবায়ন
গ. চিন্তা হ্রাস
ঘ. সমন্বয় সাধন

৩৮. সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় কোনটি?
ক. সিদ্ধান্ত গ্রহণ
● সমস্যার স্বরূপ উপলব্ধি
গ. বিকল্প সমাধান অনুসন্ধান
ঘ. বিকল্প সমাধান সম্পর্কে চিন্তা

৩৯. কোন কাজে দলীয় সিদ্ধান্ত নেওয়া আবশ্যক?
● ঝুঁকিপূর্ণ কাজ
খ. পরিকল্পনা গ্রহণ
গ. নেতৃত্বদান
ঘ. পোশাক ক্রয়

৪০. দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় যেসব বিষয় লক্ষ করা আবশ্যক—
i. সুবিধা
ii. অসুবিধা
iii. ঝুঁকি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৪১. কোনটি কাজের পথপ্রদর্শক?
ক. পরিকল্পনা
খ. সংগঠন
গ. নির্দেশনা
● নিয়ন্ত্রণ

৪২. কার্যক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করে কোনটি?
ক. পরিকল্পনা
খ. সংগঠন
● নির্দেশনা
ঘ. নিয়ন্ত্রণ

৪৩. চারজন ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে একটি কাজ করার প্রণালিকে কী বলে?
ক. পরিকল্পনা
খ. মূল্যায়ন
উ., সংগঠন
ঘ. লক্ষ্য

৪৪. কাজের ভালো-মন্দ বিচার করাকে কী বলে?
ক. পরিকল্পনা
● মূল্যায়ন
গ. নিয়ন্ত্রণ
ঘ. বাস্তবায়ন

৪৫. গৃহ ব্যবস্থাপনার মৌলিক কাজ কোনটি?
● পরিকল্পনা
খ. নিয়ন্ত্রণ
গ. মূল্যায়ন
ঘ. সংগঠন

৪৬. ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?
● পরিকল্পনা
খ. নির্দেশনা
গ. নিয়ন্ত্রণ
ঘ. মূল্যায়ন

৪৭. গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
● পরিকল্পনা
খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ
ঘ. মূল্যায়ন

৪৮. নির্দেশনা কীরূপ হওয়া প্রয়োজন?
● সরল
খ. জটিল
গ. স্পষ্ট
ঘ. দুর্বোধ

৪৯. কোন ধরনের সিদ্ধান্তে আত্মমর্যাদা বাড়ে?
ক. একক
● দলীয়
গ. ব্যক্তিগত
ঘ. জটিল

৫০. সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে পরিবারের—
● মূল্যবোধ, লক্ষ্য ও মান
খ. পরিকল্পনা ও সংগঠন
গ. নির্দেশনা ও সমন্বয় সাধন
ঘ. নিয়ন্ত্রণ ও মূল্যায়ন

Answer Sheet


আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর


শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।



Source link