Categories
টেকনোলজি

গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র: ৩য় অধ্যায় MCQ


গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় mcq : গৃহ সম্পদ মানে পারিবারিক সম্পদ। পরিবারের লক্ষ্য অর্জনের হাতিয়ার হলো গৃহ সম্পদ। লক্ষ্য পূরণের জন্য সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে সম্পদ ব্যবহার করা হয়। সম্পদের যথাযথ ব্যবহারের উপর পরিবারের সাফল্য নির্ভর করে। পরিবারের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এর সদস্যগণ, যারা প্রত্যেকেই এক একটি সম্পদ। কারণ পরিবারের সদস্যদের মাধ্যমে সম্পদ আহরিত হয়।

তাহলে গৃহ সম্পদের অর্থ দাঁড়ায়- পরিবারের ব্যক্তি, তাদের জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, শক্তি, সময় এবং এগুলো দিয়ে অর্জিত টাকা, জমি, বাড়ি ইত্যাদি। সাধারণত পরিবারের প্রধান তার যোগ্যতা ও দক্ষতা দিয়ে অর্থ উপার্জন করেন। অন্যান্য সদস্যরা কেউ সরাসরি অর্থ উপার্জন করতে পারেন।

আবার কেউ বা অর্থ সম্পদের মিতব্যয়ী ব্যবহার ও অপচয় রোধ করে সম্পদের সঠিক পরিচালনা করেন। এভাবে সম্পদের বৃদ্ধিও ঘটানো যায়। গৃহ সম্পদের ক্ষেত্রে চাহিদা পূরণের সাথে পারিবারিক লক্ষ্য অর্জনেরও ক্ষমতা থাকতে হবে। গৃহ সম্পদের ব্যবহার যত সঠিক হবে লক্ষ্য অর্জনও ততটাই সম্ভব হবে।

গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় mcq

১. গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কী?
● সম্পদ
খ. চাহিদা
গ. বাজেট
ঘ. কর্মবণ্টন

২. সম্পদের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. সীমাবদ্ধতা
● ক্ষমতাধীন
গ. পরস্পর পরিবর্তনশীলতা
ঘ. বিকল্প সম্পদ ব্যবহার

৩. সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কী বলে?
ক. রূপান্তর
খ. বিনিময়
● পরিচালনা
ঘ. চাহিদা

৪. সুষ্ঠু গৃহ পরিচালনায় সর্বাধিক প্রয়োজন কোনটি?
● জ্ঞান
খ. আসবাবপত্র
গ. পুষ্টি
ঘ. খাদ্য

৫. টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জনকে কোন আয় বলে?
● প্রত্যক্ষ প্রকৃত
খ. পরোক্ষ প্রকৃত
গ. মানসিক
ঘ. মোট

৬. আর্থিক আয় বলতে কোনটি বোঝায়?
ক. দ্রব্য পাওয়া
খ. কর লেনদেন
● অর্থ উপার্জন করা
ঘ. অর্থ সঞ্চয় করা

৭. ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কী বলে?
ক. হিসা
● বাজেট
গ. বিনিয়োগ
ঘ. বিমা

৮. বাজেটের প্রধান খাত কোনটি?
● খাদ্য
খ. বস্ত্র
গ. বাসস্থান
ঘ. শিক্ষা

৯. আয়-ব্যয়ের সমতা রক্ষাকারী বাজেট কোনটি?
● সুষম
খ. উদ্বৃত্ত
গ. ঘাটতি
ঘ. সরল

১০. জিনিসের মূল্য কখন বাড়ে?
● বাজার দর বৃদ্ধি পেলে
খ. বাজার দর কমলে
গ. দ্রব্যের চাহিদা কমলে
ঘ. মানসিক আয় বাড়লে

১১. সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়—
i. বিকল্প সম্পদ ব্যবহার করে
ii. সম্পদের বহুবিধ ব্যবহার করে
iii. সম্পদের রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

১২. সম্পদের বহুবিধ ব্যবহারে খাবার টেবিলকে ব্যবহার করা যায়—
i. পড়াশোনা করতে
ii. ঘুমানোর কাজে
iii. আলোচনা করতে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

১৩. সম্পদ পরিচালনার মাধ্যমে—
i. লক্ষ্য অর্জিত হয়
ii. অর্থনৈতিক উন্নয়ন হয়
iii. অভাব মোকাবিলা করা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

১৪. পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত আর্থিক আয়—
i. নির্দিষ্ট সময়ের জন্য অর্জিত হয়
ii. সময়ের সঙ্গে বদলায়
iii. কম মূল্যবান হয়

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৫. অর্থনৈতিক সম্পদ—
i.. হস্তান্তরযোগ্য
ii. পরিমাপ সাপেক্ষ
iii. সহজলভ্য

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৬. বাজেট করার সুবিধা হলো—
i. দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা যায়
ii. সঞ্চয়ের অভ্যাস হয়
iii. ব্যক্তির পছন্দ সীমাবদ্ধ হয়ে যায়

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
শাহানা টাকার বিনিময় ছাড়া পরিবারের জন্য সরাসরি আয় করেন। তিনি এই আয়ের মাধ্যমে পরিবারকে সেবা প্রদান করেন।

১৭. শাহানা কোন ধরনের আয় করেন?
● প্রত্যক্ষ
খ. পরোক্ষ
গ. মানসিক
ঘ. মোট

১৮. শাহানা তার পরিবারকে সেবা প্রদান করেন—
i. বাগানের শাকসবজি উৎপাদন করে
ii. দোকানের চাল ক্রয় করে
iii. বাড়িতে সেলাই করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস শারমিন সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করেন। ফলে সীমিত আয়েও পরিবারের সদস্যদের চাহিদা পূরণ এবং সন্তুষ্টি অর্জন করতে পারেন।

১৯. শারমিন পরিবারের সদস্যদের সন্তুষ্টি অর্জন করতে পারেন কিসের মাধ্যমে?
ক. অর্থ কম ব্যয় করে
● বাজেট পরিকল্পনা করে
গ. সময় পরিকল্পনা করে
ঘ. নিজে কাজ করে

২০. শারমিন উক্ত প্রক্রিয়ার মাধ্যমে—
i. অর্থের অপচয় রোধ করেন
ii. সচ্ছলতা আনয়ন করেন
iii. সঞ্চয় করতে পারেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

২১. একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ কী?
ক. অর্থ
খ. জমি
● মানুষ
ঘ. শিক্ষা

২২. অর্থব্যবস্থাপনা বলতে বোঝায়?
● আয় বুঝে ব্যয় করা
খ. বাজেট তৈরি করে চলা
গ. খরচের হিসাব রাখা
ঘ. আয়-ব্যয়ের সমতা রক্ষা করা

২৩. মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাকে বলা হয়—
ক. সীমাবদ্ধতা
● উপযোগ
গ. বিনিময়
ঘ. হস্তান্তর

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মিতা তার সীমিত আয় দ্বারা সবার চাহিদা পূরণ করার চেষ্টা করে। সে অফিস থেকে ফিরে সংসারের কাজ করে। ছেলেকে পড়াশোনা দেখিয়ে দেয়। পরিবারের সবাই তার প্রতি খুশি।

২৪. মিতা সবার চাহিদা কীভাবে পূরণ করার চেষ্টা করে?
● বাজেট তৈরি করে
খ. সবার জন্য রান্না করে
গ. সবার কাজে সহযোগিতা করে
ঘ. আয় বৃদ্ধির ব্যবস্থা করে

২৫. অনুচ্ছেদে মিতা তার ছেলেকে পড়াশোনা দেখিয়ে দেওয়ার যথাযথ কারণ যেটি—
i. আৰ্থিক আয় বৃদ্ধি করা
ii. প্রত্যক্ষ প্রকৃত আয় বৃদ্ধি করা
iii. অপ্রত্যক্ষ প্রকৃত আয় বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
ক. i
● ii
গ. iii
ঘ. ii ও iii

২৬. ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
● অর্থ
খ. সম্পদ
গ. জ্ঞান
ঘ. সময়

২৭. কোনটির বিনিময় মূল্য আছে?
● অর্থ
খ. শক্তি
গ. জ্ঞান
ঘ. সময়

২৮. সীমাবদ্ধতা সর্বজনীন, যার সাথে সাদৃশ্যপূর্ণ—
ক. সম্পদ
● সময়
গ. জ্ঞান
ঘ. চাহিদা

২৯. পরিবার সচেতন হলে কোন আয় বৃদ্ধি করতে পারে?
ক. আর্থিক
খ. মানবীয়
● প্রকৃত
ঘ. বস্তুবাচক

৩০. সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬

৩১. বাতাস কী ধরনের সম্পদ?
ক. অর্থনৈতিক
● অ-অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. ব্যক্তিগত

৩২. সম্পদ কখন কাজে আসে?
ক. উপযোগ থাকলে
● আয়ত্তাধীন হলে
গ. পরিবর্তন করলে
ঘ. বহুবিধ ব্যবহার করলে

৩৩. যেসব বিষয়ের ওপর সম্পদের উপযোগিতা নির্ভর করে—
i. স্থান
ii. সময়
iii. খাদ্য

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৪. খাদ্যের উপযোগ কখন বাড়ে?
● ক্ষুধা পেলে
খ. মূল্য বাড়লে
গ. উৎপাদন বেশি হলে
ঘ. মৌসুম হলে

৩৫. কী ধরনের সম্পদ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?
● কাছাকাছি গুণসম্পন্ন
খ. বিবিধ ব্যবহার
গ. দামি সম্পদ
ঘ. আকর্ষণীয় সম্পদ

৩৬. সম্পদ পরিচালনার মাধ্যমে অর্জিত হয়—
i. লক্ষ্য
ii. উন্নয়ন
iii. তৃপ্তি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩৭. কোনটি ব্যক্তিগত সম্পদ নয়?
ক. শক্তি
খ. দক্ষতা
● সামাজিক সুবিধা
ঘ. সময়

৩৮. বাড়িতে উৎপাদিত শাকসবজি কী ধরনের আয়?
ক. আর্থিক
● প্রকৃত
গ. মনস্তাত্ত্বিক
ঘ. গুণগত

৩৯. বাজেট কত ধরনের হয়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

৪০. তমা প্রতি মাসেই অনেক কেনাকাটা করে। ফলে মাস শেষে তার সংসার চালানো কষ্ট হয়। এক্ষেত্রে মিতার করণীয় কী?
ক. দক্ষতা বৃদ্ধি করা
● বাজেট করে চলা
গ. প্রকৃত আয় বাড়ানো
ঘ. আয়ের উৎস সৃষ্টি

৪১. মেহেরুন বাজেট করে চলে। কিন্তু এতে পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মেহেরুন তার পরিবারকে বাজেটের বিষয়ে কিছু পরামর্শ দেয়। এক্ষেত্রে মেহেরুনের পরামর্শ হতে পারে যেটি—
i. আয় বুঝে ব্যয় করা
ii. ক্রয়ে সুঅভ্যাস গঠন করা
iii. পছন্দকে সীমাবদ্ধ করা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও :
মণি সীমিত আয়ের মধ্যে বাজেট করে সংসার চালায়। কিছুদিন আগে সে একটি জমি ক্রয় করেছে। বাজেট করার সময় সে অনেক বিষয় বিবেচনা করে। ফলে পরিবারের সবাই সন্তুষ্ট।

৪২. মণি কী ধরনের বাজেট করেছে?
● সুষম
খ. ঘাটতি
গ. উদ্বৃত্ত
ঘ. প্রকৃত

৪৩. মণির প্রতি পরিবারের সবার সন্তুষ্টির কারণ—
i. আয়ের সাথে ব্যয়ের সমতা রক্ষা করে
ii. সবার চাহিদা ও মতামতের দিকে লক্ষ রাখে
iii. বাজেটে অধিক সঞ্চয় রাখে

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৪. বাজেটের শতকরা কত ভাগ খাদ্য খাতে দেওয়া উচিত?
ক. ২০-২৫%
● ৩০-৩৫%
গ ৪০-৪৫%
ঘ. ৪৫-৫০%

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
রহিমার দুই ছেলে ৫ম ও ৮ম শ্রেণিতে পড়ে। গ্রামে নিজ বাড়িতে বসবাস করায় তার বাড়ি থেকেও কিছু আয় হয়।

৪৫. রহিমার বাজেটে শিক্ষাক্ষেত্রে ব্যয় কড থাকা আবশ্যক?
● ২০-২৫%
খ. ৩০-৩৫%
গ. ৩৫-৪০%
ঘ. ৪০-৪৫%

৪৬. রহিমার বাজেটে বাসস্থানের ব্যয় কত ধরা অধিক যুক্তিসংগত?
● ৭-১০%
খ. ১৫-২০%
গ. ২৫-৩০%
ঘ. ২০-২৫%

৪৭. বাজেট হলো—
i. অর্থ ব্যয়ের নির্দেশিকা
ii. লক্ষ্য অর্জনের হাতিয়ার
iii. অনেক সম্পদ সৃষ্টির হাতিয়ার

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৮. একটি সম্পদের চাহিদা যখন বৃদ্ধি পায়, তার উপযোগিতার কী ঘটে?
ক. কমতে থাকে
● বাড়াতে থাকে
গ. স্থিতিশীল থাকে
ঘ. শেষ হয়

৪৯. মূল্যহ্রাস থেকে শাড়ি ক্রয় কোন ধরনের আয়?
ক. আর্থিক
● প্রকৃত
গ. মানসিক
ঘ. মোট

৫০. কোনটি মানবীয় সম্পদ?
● দক্ষতা
খ. অর্থ
গ. জমি
ঘ. অলংকার

Answer Sheet


আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর


শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।



Source link