গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনের জন্য যে সকল সম্পদ ব্যবহৃত হয় সময় ও শক্তি তন্মধ্যে অন্যতম। প্রত্যেকটি পরিবারের জন্য সময় ও শক্তি অতি পরিচিত এবং গুরত্বপূর্ণ সম্পদ। সময়কে পরিমাপ করা যায়। কিন্তু শক্তি পরিমাপ করা যায়না। জীবনের সাফল্যের চাবিকাঠি হল সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। শক্তি ব্যক্তি বিশেষে ভিন্ন হয়ে থাকে। তবে শক্তির সর্বোচ্চ ব্যবহার ও কিছু কৌশলের ব্যবহার আয়ত্ব করার মাধ্যমে, শক্তির সুষ্ঠু ব্যবহারের প্রতি সকলের যত্নবান হওয়া উচিত।
সময় ব্যবস্থাপনা বলতে সীমাবদ্ধ সময়ের সর্বোচ্চ ব্যবহার করে সময়ের কাজ নির্দিষ্ট সময়ে করা এবং সময়ের নূন্যতম ব্যবহার নিশ্চিত করাকে বোঝায়। সময় একটি গুরুত্বপূণর্ মানবীয় সম্পদ। সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সীমাবদ্ধতা। তাই সময়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq
১. কখন নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে?
● দুশ্চিন্তা করলে
খ. কাজের পরিবেশ না থাকলে
গ. যন্ত্রপাতি না থাকলে
ঘ. পরিকল্পনা না থাকলে
২. কখন কর্মশক্তি বৃদ্ধি পায়?
ক. সকালে
● মধ্যাহ্নে
গ. বিকালে
ঘ. রাতে
৩. বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নাম কাজ সহজকরণ পদ্ধতি।- কে বলেছেন?
● Gildreth
খ. Marvin E. Mundel
গ. Niekel
ঘ. Dorsoy
৪. Marvin E. Mundel কাজকে সহজ করার জন্য কয় প্রকার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
● পাঁচ প্রকার
৫. কোনো কাজ সম্পূর্ণভাবে করার জন্য প্রয়োজনীয় পর্যায়ের বর্ণনাকে কী বলে?
ক. অপারেশন চার্ট
খ. ফ্লো চার্ট
● প্রোসেস চার্ট
ঘ. মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ
৬. কোন চার্ট করলে কোনো একটি কাজের বিভিন্ন স্তরকে কয়েকটি দলে বিভক্ত করা যায়?
ক. ফ্লো চার্ট
● প্রোসেস চার্ট
গ. মাল্টিম্যান চার্ট
ঘ. অপারেশন চার্ট
৭. প্রোসেস চার্ট তৈরি করতে কমপক্ষে কয়জন লোকের প্রয়োজন?
● দুই জন
খ. তিন জন
গ. চার জন
ঘ. পাঁচ জন
৮. একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করলে কোন চার্টের মাধ্যমে কাজ বিশ্লেষণ করা যেতে পারে?
ক. পাথওয়ে চার্ট
খ. প্রোসেস চার্ট
গ. মাল্টিম্যান চার্ট
● অপারেশন চার্ট
৯. কোন চার্ট পায়ে চলার পথ অনুসরণ করে করা হয়?
● পাথওয়ে চার্ট
খ. প্রোসেস চার্ট
গ. মাল্টিম্যান চার্ট
ঘ. অপারেশন চার্ট
১০. হাঁড়ি-পাতিল যে স্থানে থাকে সেখানে কী রাখার প্রয়োজন নেই?
ক. চুলা
● প্লেট
গ. ম্যাচ
ঘ. চামচ
১১. বর্তমানে রান্নার কাজে কী ব্যবহৃত হচ্ছে?
ক. ওয়াশিং মেশিন
খ. হ্যান্ড ওয়াশ
● প্রেসার কুকার
ঘ. ফিল্টার মেশিন
১২. মানুষ কোন কাজে কতটা শক্তি ব্যয় করতে পারে তা নির্ভর করে—
i. তার বংশগতির ওপর
ii. তার দেহের অবস্থার ওপর
iii. মনের প্রস্তুতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৩. শক্তি ব্যয় করার দক্ষতা বৃদ্ধি করে সফলতা অর্জন করা যায়—
i. উপযুক্ত অভ্যাস দ্বারা
ii. অনুশীলন দ্বারা
iii. সুচিন্তিত পরিকল্পনা দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৪. সময় ও শক্তি পরিকল্পনা কার্যকরী ও সুষ্ঠু করতে হলে পরিকল্পনাকারীকে খেয়াল রাখতে হবে—
i. পরিবারের সদস্যদের প্রয়োজন
ii. পরিবারের সদস্যদের চাহিদা
iii. পরিবারের সদস্যদের কর্মতৎপরতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৫. সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয় হচ্ছে—
i. সময় ব্যবহারে মিতব্যয়ী হওয়া
ii. সময় ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া
iii. সময় ও শক্তিকে ব্যবহার করে পরিতৃপ্তি লাভ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৬. অপরিবর্তনীয় কাজ হচ্ছে—
i. স্কুলে যাওয়া
ii. অফিসে যাওয়া
iii. বেড়াতে যাওয়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করতে প্রয়োজন হয়—
i. টাকা-পয়সা
ii. সময়
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৮. শক্তিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। বিষয়গুলো হচ্ছে—
i. ধারণা
ii. পরিবেশ
iii. ব্যক্তিগত পছন্দ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৯. প্রত্যেক পরিবারের কাজের পরিকল্পনা করা প্রয়োজন—
i. সাপ্তাহিক ভিত্তিতে
ii. মাসিক ভিত্তিতে
iii. বার্ষিক ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২০. সময় ও শক্তি কোন ধরনের সম্পদ?
● মানবীয়
খ. অমানবীয়
গ. বস্তুবাচক
ঘ. ব্যাক্তিগত
২১. কাজে একঘেয়েমি দূর করার জন্য প্রয়োজন—
i. গান শোনা
ii. হালকা নাস্তা করা
iii. কর্মে বিরতি দেওয়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. কাজের পর কিছুটা বিশ্রাম নিলে—
i. শক্তির পুনঃপ্রাপ্তি ঘটে
ii. কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়
iii. মানসিক প্রশান্তি লাভ হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. ক্লান্তির কারণ হচ্ছে—
i. হতাশা
ii. বিরতি
iii. দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৪. নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে—
i. কাজে অকৃতকার্য হলে
ii. অভিজ্ঞতার অভাবে
iii. কাজে প্রশংসা অর্জন করতে না পারলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৫. Gilbreth চার্টের মাধ্যমে কর্মপদ্ধতি বিশ্লেষণের কলাকৌশলের কথা বলেছেন। কলাকৌশল হচ্ছে—
i. প্রোসেস চার্ট
ii. অপারেশন চার্ট
iii. পাথওয়ে চার্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৬. কাজ সহজিকরণের উপায় বা কৌশল হচ্ছে—
i. কাজ করার স্থানের পরিবর্তন
ii. উৎপন্ন দ্রব্যের পরিবর্তন
iii. কাঁচামালের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৭. খাওয়ার ঘরে রাখতে হবে—
i. পরিবেশনের সরন্জাম
ii. ফ্রিজ
iii. ড্রেসিং টেবিল
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. প্রোসেস চার্টের সুবিধা হলো—
i. এ চার্ট করা কঠিন নয়
ii. কাজের বিভিন্ন স্তরকে কয়েকটি দলে বিভক্ত করা যায়
iii. এ চার্ট করা ব্যয়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
সাহানা বেগমকে তার পরিবারের সকল কাজ করতে হয়। কিন্তু সামান্য কাজ করে তিনি ক্লান্ত হয়ে পড়েন। ফলে তিনি যথাসময়ে তার কাজ সম্পন্ন করতে পারেন না।
২৯. উদ্দীপকের সাহানা বেগম কীভাবে সময়ের সদ্ব্যবহার করবে?
ক. পরিবারের সবাইকে কাজে লাগিয়ে
● কাজের ধারাবাহিকতা রক্ষা করে
গ. কাজের তালিকা করে
ঘ. তাড়াতাড়ি কাজ করে
৩০. সাহানা বেগমের ক্লান্তি দূর করার উপায়—
i. শক্তির সদ্ব্যবহার
ii. কৌশলে কাজ করা
iii. শক্তির তালিকা করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :
কাকলি বেগম ও তার দুই জা মিলে সংসারের সকল কাজ সম্পন্ন করেন। কাকলি তার জায়েদের ভারি কাজ করতে দেন না। এতে তিনি প্রায়ই অসুস্থবোধ করেন।
৩১. কাকলি বেগম কীভাবে কাজ করলে সুস্থ থাকতেন?
ক. হালকা কাজগুলো আগে করলে
● ভারী ও হালকা কাজ পর্যায়ক্রমে ভাগাভাগি করে করলে
গ. হালকা কাজের পর ভারী কাজ করলে
ঘ. ভারী কাজগুলো আগে করলে
৩২. কাকলি বেগমের কাজের ক্ষেত্রে অভাব হলো—
i. সমন্বয়ের
ii. উদ্যমের
iii. পরিকল্পনার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
ছালেহা বেগমের পরিবারটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। তার পরিবারের সদস্যরা দায়িত্বশীল সম্পর্কে যথেষ্ট সচেতন। তারা নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে। ফলে কাউকে অধিক কাজের চাপে পড়তে হয় না। যার ফলে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে।
৩৩. ছালেহা বেগমের পরিবার কোন নীতি অনুসরণ করে?
● সময় পরিকল্পনা
খ. কাজ পরিকল্পনা
গ. বাজেট পরিকল্পনা
ঘ. অর্থ পরিকল্পনা
৩৪. উক্ত নীতির ফলে ছালেহার পরিবারে—
i. কাজে গতি আসে
ii. শক্তির অপচয় হয়
iii. সময়ের অপচয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
আরিফা বেগম একটি যৌথ পরিবারের গৃহ ব্যবস্থাপক। আরিফা বেগমকে সারাদিন অনেক কাজ করতে হয়। এতে আরিফা বেগমের অনেক শক্তি ব্যয় হয়। ফলে আরিফা বেগম অনেক ক্লান্তিবোধ করেন।
৩৫. আরিফা বেগমের পরিবারে শক্তি ব্যবহারের কোন প্রভাবকের কথা বলা হয়েছে?
ক. পরিবারের আয়
খ. পরিবারের কর্মতৎপরতা
● পরিবারের আকার ও গঠন
ঘ. পরিবারের পশ্চাৎপদতা
৩৬. উক্ত প্রভাবক ছাড়াও যেসব প্রভাবক রয়েছে—
i. কাজের ধারাবাহিকতা
ii. গৃহ জীবনযাত্রার মান
iii. গৃহের অভ্যন্তরীণ সরঞ্জাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. নৈরাশ্যজনিত ক্লান্তির প্রধান উৎস কী?
ক. ল্যাকটিক এসিড
খ. স্নায়ুতন্ত্র
গ. মাংসপেশির তৎপরতা
● দুশ্চিন্তা
৩৮. কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন?
ক,. ফাঁকি দেওয়ার জন্য
খ. সংশোধনের সুযোগ নেই বলে
● শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে
ঘ. শক্তির অপচয়ের জন্য
৩৯. সময় তালিকায় বিবেচনাযোগ্য—
i. সহজবোধ্য
ii. নয়নীয়
iii. পরিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
সুস্মিতা কৌশল ব্যবহার করে সময়ের কাজ সময়ে শেষ করে। কিন্তু তার ভাবী মায়া সংসারের কাজ যথাসময়ে শেষ করতে পারে না এবং সহজেই ক্লান্ত হয়ে পড়ে।
৪০. সুস্মিতা নিজের কাজের ক্ষেত্রে কোন বিষয়ে পরিকল্পনা অনুসরণ করে?
ক. সময়
● শক্তি
গ. বাজেট
ঘ. অর্থ
৪১. মায়ার সমস্যা সমাধানে করণীয়—
i. শক্তির সদ্ব্যবহার
ii. কৌশল অনুসরণ করা
iii. সময় তালিকা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪২. কোন সম্পদটির সীমাবদ্ধতা সর্বজনীন?
● সময়
খ. দক্ষতা
গ. শক্তি
ঘ. বুদ্ধি
৪৩. গৃহে কাজ সহজকরণের ক্ষেত্রে অধিক কার্যকর কৌশল কোনটি?
ক. টপ চার্ট
খ. অপারেশন চার্ট
গ. প্রসেস চার্ট
● মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ
৪৪. অধিক কার্যকরী হলেও অনেক ব্যয়সাপেক্ষ কোন চার্ট?
ক. প্রসেস
খ. অপারেশন
● মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ
ঘ. মাল্টিম্যান
৪৫. রান্নাঘরের খুব কাছে ফ্রিজ স্থাপন কোন কলাকৌশলের অন্তর্গত?
ক. প্রসেস চার্ট
খ. অপারেশন চার্ট
● পাথওয়ে চার্ট
ঘ. মাল্টিম্যান চার্ট
৪৬. মানসিক ক্লান্তি হ্রাসের উপায় কী?
ক. সঠিক চলাচলে ভারসাম্য বজায় রাখা
খ. ভারী কাজের পর হালকা কাজ
গ. সঠিক সরঞ্জাম ব্যবহার করে কার্য সম্পাদন
● কাজের একঘেয়েমি কমানো
৪৭. সঞ্চয় বলতে কী বোঝ?
ক. হিসাব রাখা
● বর্তমান আয় থেকে কিছু তুলে রাখা
গ. টাকা খরচ করা
ঘ. আয়-ব্যয় হিসাব রাখা
৪৮. সময় তালিকায় কোনটি থাকতে হবে?
● নমনীয়তা
খ. জটিলতা
গ. সামঞ্জস্যপূর্ণ
ঘ. ধারাবাহিকতা
৪৯. কাজ সহজকরণে মূলত কিসের দরকার?
ক. দক্ষতা ও অভিজ্ঞতা
খ. পরিশ্রমী ব্যক্তি
গ. উন্নত কাজ
● মেধার ব্যবহার
৫০. সময় ব্যবহারে সতর্কতার প্রয়োজন। কারণ—
i. সময় সম্পদ
ii. সময় চাহিদা মেটাতে পারে
iii. সময় আর ফিরে আসে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।