Categories
টেকনোলজি

গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র: ৫ম অধ্যায় MCQ


গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় mcq : সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানুষের জীবনে নানারকম নিরাপত্তা ও নিশ্চয়তা প্রয়োজন। আর্থিক নিরাপত্তাই সব মানুষের জীবনে অপরিহার্য। মানুষকে নানারকম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। যেমন – কোন দুর্ঘটনা, প্রধান উপার্জনকারীর মৃত্যু, অসুস্থতা, বার্ধক্য ইত্যাদি।

এসব অনিশ্চয়তা মোকাবেলা করার জন্য সময় থাকতে সকলেরই সঞ্চয় করা একান্ত প্রয়োজন। তাই অর্থ পরিকল্পনায় সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চিত অর্থ খাটিয়ে এর বৃদ্ধি ঘটানোর উপায়কে বিনিয়োগ বলে। সঞ্চয় থেকে এর পার্থক্য এই যে, বিনিয়োগ শুধু টাকার সংরক্ষণই নয় এটি হতে ব্যক্তি সর্বোচ্চ উপকৃত ও নিরাপত্তা আশা করে। আর ঋণ হল এমন একটা উপায় যার মাধ্যমে পরিবার তাৎক্ষণিকভাবে ক্ষমতা লাভ করে। ঋণ করে মূলধন বৃদ্ধি করে পরিবার দীর্ঘমেয়াদী কোন লক্ষ্য পূরণের পরিকল্পনা করতে পারে।

গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় mcq

১. আয়ের উৎস হিসেবে কাজ করে—
i. ব্যাংকের সঞ্চিত অর্থ
ii. জিপি ফান্ডের সঞ্চিত অর্থ
iii. সঞ্চয় ব্যুরোর সঞ্চিত অর্থ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২. বাধ্যতামূলক সঞ্চয় হলো—
i. প্রভিডেন্ট ফান্ড
ii. কর্মচারী কল্যাণ তহবিল
iii. যৌথ বিমা তহবিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩. স্বেচ্ছা সঞ্চয় বলতে বোঝায়—
i. ব্যাংকে জমা
ii. জীবন বিমা
iii. গ্র্যাচুইটি

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. ব্যাংকে অর্থ জমা রাখার পদ্ধতি হচ্ছে—
i. চলতি হিসাব
ii. সঞ্চয়ী হিসাব
iii. স্থির জমার হিসাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৫. ডাকঘর জনসাধারণের টাকা গচ্ছিত রাখে। ডাকঘরে টাকা জমা রাখার পদ্ধতি হচ্ছে—
i. সঞ্চয়ী হিসাব
ii. মেয়াদি হিসাব
iii. বোনাস হিসাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

৬. ডাকঘরে টাকা রাখা হয়—
i. ১ বছর মেয়াদি
ii. ২ বছর মেয়াদি
iii. ৩ বছর মেয়াদি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৭. সাধারণ বিমা হলো–
i. বিবাহ বিমা
ii. শিক্ষা বিমা
iii. দুর্ঘটনা বিমা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৮. জাতীয় সঞ্চয় প্রকল্প জনসাধারণের জন্য সঞ্চয়ের পথ খুলে দিয়েছে। এসব সঞ্চয় হলো–
i. প্রাইজবন্ড
ii. প্রতিরক্ষা সঞ্চয়পত্র
iii. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৯. অর্থ বিনিয়োগের আগে লক্ষ রাখতে হবে–
i. অর্থের নিরাপত্তা আছে কিনা
ii. প্রয়োজনের সময় পাওয়া যাবে কিনা
iii. এটা কতখানি বাড়া সম্ভব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১০. পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মূল্যমান হচ্ছে–
i. ৫০০ টাকা
ii. ১০০০ টাকা
iii. ২০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১১. তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মূল্যমান হলো–
i. ১,০০,০০০ টাকা
ii. ৫,০০,০০০ টাকা
iii. ১০,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১২. পেনশনার সঞ্চয়পত্রের মূল্যমান হচ্ছে–
i. ৫০,০০০ টাকা
ii. ১,০০,০০০ টাকা
iii. ৫,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৩. পারিবারিক সঞ্চয়পত্রের মূলস্থান হচ্ছে–
i. ১০,০০০ টাকা
ii. ২০,০০০ টাকা
iii. ৫০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৪. ডাকঘর সঞ্চয়পত্রে মুনাফার হার–
i. এক বছরের জন্য ১০.৪০%
ii. দুই বছরের জন্য ১১.৪০%
iii. তিন বছরের জন্য ১৩.২৪%

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৫. ডাক জীবন বিমা পলিসির ধরন–
i. আজীবন বিমা
ii. মেয়াদি বিমা
iii. বিবাহ বিমা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. ডাক জীবন বিমার সুবিধা হচ্ছে–
i. আয়কর রিবেট পাওয়া যায়
ii. ১০০% ঝুঁকি নিরাপত্তা
iii. প্রিমিয়ামের হার কম বোনাসের পরিমাণ বেশি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৭. বাংলাদেশ প্রাইজবন্ডের প্রতি ড্রতে প্রতি সিরিজের পুরস্কার–
i. প্রথম পুরস্কার ৬,০০,০০০ টাকা
ii. দ্বিতীয় পুরস্কার ৩,২৫,০০০ টাকা
iii. তৃতীয় পুরস্কার ১,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৮. আয়ের উৎস হিসেবে কাজ করে যেটি—
i. ব্যাংকের সজ্জিত অর্থ
ii. জিপি ফান্ডের অর্থ
iii. উপহার

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৯. সঞ্চয় কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২০. বাধ্যতামূলক সঞ্চয় কোনটি?
ক. চলতি হিসাব
খ. সঞ্চয়ী হিসাব
● ভবিষ্য তহবিল
ঘ. আজীবন বিমা

২১. অধিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে—
ক. চাকরি
● সঞ্চয়
গ. ব্যাংক
ঘ. বিনিয়োগ

২২. কল্যাণ ও যৌথ বিমার সুবিধা ভোগ করে—
● সরকারি কর্মচারী
খ. চাকরিজীবী
গ. বেসরকারি কর্মচারী
ঘ. ব্যবসায়ী

২৩. বিনিয়োগ বলতে বোঝায়—
ক. ব্যাংকে অর্থ গচ্ছিতকরণ
● মূলধন উৎপাদন কাজে ব্যবহার
গ. কর্মরত প্রতিষ্ঠানে অর্থ গচ্ছিতকরণ
ঘ. অর্থ থেকে অধিক মুনাফা লাভ

২৪. কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি কম?
ক. শেয়ার সার্টিফিকেট ক্রয়
খ. বাড়ি নির্মাণ
● জাতীয় সঞ্চয়পত্র ক্রয়
ঘ. জমি ক্রয়

২৫. ব্যাংকে অর্থ জমা রাখার পদ্ধতি কয়টি?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

২৬. ‘ক’ হলো ভোগের পরমিতিবোধ। ‘ক’ বলতে বোঝায়—
ক. বিনিয়োগ
খ. আয়
গ. ব্যয়
● সঞ্জয়

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
মি. প্রিয়লাল তাঁর ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ করার জন্য একটি প্রতিষ্ঠান থেকে শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করেন।

২৭. মি. প্রিয়লাল কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছেন?
● ব্যাংক
খ. সমিতি
গ. পরিবার
ঘ. ডাকঘর

২৮. মি. প্রিয়লাল সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে যেটি ঘটবে—
i. মূলধন বৃদ্ধি পাবে
ii. সুদে-আসলে ঋণের পরিমাণ বেড়ে যাবে
iii. মানসিক চাপের সম্মুখীন হবেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

২৯. নিরাপত্তা বিধানে উক্ত কোম্পানিকে খেয়াল রাখতে হবে—
i. প্রতিষ্ঠানের সুনাম
ii. বিশ্বস্ততা
iii. সরকারি অনুমোদন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও :
শফিক তার চাকরি থেকে প্রাপ্ত অর্থ সব ব্যয় করে ফেলেন। তার স্ত্রী তাকে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি পন্থা অবলম্বন করতে বলেন যা বর্তমান ভোগের পরিমিতিবোধ ও ভবিষ্যৎ ভোগের জন্য সংযম। তিনি এই পন্থার প্রয়োজনীয়তা তার স্বামীকে বুঝিয়ে বলেন।

৩০. শফিকের স্ত্রী কোন পন্থার কথা বললেন?
● সঞ্জয়
খ. বিনিয়োগ
গ. আয়
ঘ. ঋণ

৩১. শফিকের স্ত্রীর মতে উক্ত পন্থা—
i. বৃদ্ধ বয়সের আর্থিক অনিশ্চয়তা দূর করে
ii. স্বাস্থ্যগত অক্ষমতার সহায়ক
iii. সংকটকাল ও দুর্দিনের সহায়ক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

৩২. কোন পদ্ধতিতে বিনিয়োগ করা অধিক লাভজনক?
● সঞ্চয়পত্র
খ. প্রাইজবন্ড
গ. সঞ্চয়ী হিসাব
ঘ. চলতি হিসাব

৩৩. স্বেচ্ছামূলক সঞ্জয় হলো—
ক. পেনশন
খ গ্রাচ্যুইটি
গ. ভবিষ্য তহবিল
● শেয়ার ক্রয়

৩৪. কোন সঞ্চয়ে ঝুঁকি বেশি?
ক. সঞ্চয়পত্র
● শেয়ার
গ. প্রাইজবন্ড
ঘ. চলতি হিসাব

৩৫. অর্থ বিনিয়োগে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ?
ক. সুনাম
খ. সুবিধা
● নিরাপত্তা
ঘ. লাভ

৩৬. ঋণ গ্রহণের সুফল যেটি–
i. ব্যবসায় সম্প্রসারণ করা যায়
ii. মূলধন বৃদ্ধি করা যায়
iii. চাহিদা পূরণ করা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
রনি একটি গাড়ি ক্রয় করে। দুর্ঘটনায় তার গাড়িটি অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সচেতনতার অভাব এবং কোম্পানির সাথে চুক্তি না করায় সে কোনো ক্ষতিপূরণ পায়নি।

৩৭. রনির করণীয় কী ছিল?
ক. ঋণ করা
খ. শেয়ার ক্রয়
● বিমা করা
ঘ. বিনিয়োগ করা

৩৮. উক্ত কোম্পানির পলিসিগুলো হলো—
i. আজীবন মেয়াদি বিমা
ii. সাধারণ মেয়াদি বিমা
iii. বিনিয়োগ বিমা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৯. স্বেচ্ছামূলক সঞ্জয় কত ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
● ৫

৪০. বাধ্যতামূলক সঞ্চয় কত ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
● ৫

৪১. সরকারি চাকরিজীবীর মাসিক বেতন থেকে কোন খাতে চাঁদা দিতে হয়?
● ভবিষ্য তহবিল
খ. সঞ্চয়ী হিসাব
গ. গ্রাচ্যুইটি
ঘ. পেনশন

৪২. কোনটি স্বেচ্ছামূলক সঞ্চয়?
ক. ভবিষ্য তহবিল
খ. পেনশন
● সঞ্চয়পত্র
ঘ. গ্রাচ্যুইটি

৪৩. শিক্ষা বিমা কী ধরনের বিমা?
● সাধারণ মেয়াদি বিমা
খ. আজীবন বিমা
গ. শর্তাধীন বিমা
ঘ. শর্তসাপেক্ষ বিমা

৪৪. শেয়ার বলতে কী বোঝায়?
ক. ঋণের একক
খ. অর্থের একক
● মূলধনের একক
ঘ. লভ্যাংশের একক

৪৫. ব্যবহারজনিত ব্যয় কোনটি?
● উৎপাদনের ফলে মেশিনের ক্ষয়
খ. ক্রয়ের ফলে মেশিন ক্ষয়
গ. বিক্রয়ের ফলে মেশিন ক্ষয়
ঘ. অব্যবহারের ফলে মেশিনের ক্ষয়

৪৬. গ্র্যাচুইটি কোন ধরনের সঞ্জয়?
ক. স্বেচ্ছামূলক
● বাধ্যতামূলক
গ. জাতীয়
ঘ. আন্তর্জাতিক

৪৭. মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
● ঋণ
খ. শেয়ার
গ. বিমা
ঘ. বিনিয়োগ

৪৮. সময় সঞ্চয়ের অন্যতম বিবেচ্য বিষয় কোনটি?
ক. সহজবোধ্যতা
খ. মূল্যায়ন
● নমনীয়তা
ঘ. স্বয়ংসম্পূর্ণ

উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও :
মুবিন সাহেব ১০ লক্ষ টাকা ৯ বছরের জন্য ব্যাংকে আমানত রাখেন। মুনাফাসহ এই টাকা তিনি সম্প্রতি উত্তোলন করেন। এই টাকা তিনি একটি ব্যবসায় বিনিয়োগ করবেন।

৪৯. মুবিন সাহেবের সঞ্চয়ের হিসাবটি কোন ধরনের?
ক. চলতি
খ. সঞ্চয়ী
● স্থির জমা
ঘ. বিমা

৫০. বর্তমানে মুবিন সাহেবের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হতে পারে—
i. সরকারি অনুমোদন, মুনাফার হার
ii. ঝুঁকির উপস্থিতি বা ধরন
iii. মূলধন বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

Answer Sheet


আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর


শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link