অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ২য় অধ্যায় : যে গ্রন্থে ধর্ম ও কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে তাকে ধর্মগ্রন্থ বলে। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, শ্রীমদ্ভগবদৃগীতা, শ্রীশ্রীচণ্ডী প্রভৃতি আমাদের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। বেদ আমাদের আদি ও প্রধান ধর্মগ্রন্থ। বেদ চিরন্তন ও শাশ্বত| ‘বেদ’ মানে জ্ঞান। প্রাচীন ঋষিদের ধ্যানে পাওয়া পবিত্র জ্ঞান। এ জ্ঞান হচ্ছে জগৎ-জীবন ও তার উৎস পরমপুরুষ, ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে জ্ঞান।
বেদকে কেন্দ্র করে রচিত ধর্মভিত্তিক বিশাল সাহিত্যকে বলা হয় বৈদিক সাহিত্য। আর মহাভারতের অংশবিশেষ শ্রীমদ্ভগবদ্গীতা সংক্ষেপে গীতা হিসেবে পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে। গীতায় কর্মকে বিজ্ঞ বলা হয়েছে । এখানে রয়েছে কর্ম, জ্ঞান ও ভক্তির অপূর্ব সমন্বয় এবং বাস্তব জীবনে চলার প্রয়োজনীয় নৈতিক শিক্ষা ও উপদেশ ।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ২য় অধ্যায়
১. হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?
ক বেদ
খ ঋগ্বেদ
গ যজুর্বেদ
ঘ সামবেদ
২. কোন গ্রন্থে কর্মকে যজ্ঞ বলা হয়েছে?
ক বেদ
খ মহাভারত
গ রামায়ণ
ঘ গীতা
৩. সমগ্র বেদকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
ক দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
৪. বেদ কত প্রকার?
ক দুই
খ তিন
গ চার
ঘ ছয়
৫. কোন গ্রন্থকে উপনিষদের সারকথা বলা হয়েছে?
ক বেদ
খ গীতা
গ চণ্ডী
ঘ ভাগবত
৬. অথর্ববেদ বেদের কততম প্রকারভেদ?
ক দ্বিতীয়
খ প্রথম
গ চতুর্থ
ঘ তৃতীয়
৭. ঋক্গুলোকে কী বলা হয়?
ক সূক্ত
খ মন্ত
গ মণ্ডল
ঘ স্তুতি
৮. কয়েকটি মন্ত সমন্বয়ে কী গঠিত হয়?
ক সূক্ত
খ মণ্ডল
গ স্তব
ঘ কবিতা
৯. কে অন্তরিক্ষের দেবতা?
ক সূর্য
খ বরুণ
গ বায়ু
ঘ অগ্নি
১০. বেদের কোন শাখা পদ্যে রচিত?
ক ঋগ্বেদ
খ সামবেদ
গ যজুর্বেদ
ঘ ঋগ্বেদ ও সামবেদ
১১. বেদের কোন শাখা গদ্য ও পদ্য উভয় রীতিতে ব্যবহৃত হয়েছে?
ক যজুর্বেদ
খ অথর্ববেদ
গ ঋগ্বেদ
ঘ সামবেদ
১২. যজুর্বেদের বর্ণনীয় বিষয় কী?
ক ধ্যান
খ আরাধনা
গ যজ্ঞ
ঘ যোগাসন
১৩. যজুর্বেদ কয়টি প্রধান শাখায় বিভক্ত?
ক একটি
খ দুটি
গ তিনটি
ঘ ততোধিক
১৪. শুক্ল যজুর্বেদে কয়টি অধ্যায় রয়েছে?
ক ৭টি
খ ১২টি
গ ৪০টি
ঘ ৪৮টি
১৫. সামবেদ সংহিতাকে কয়টি খণ্ডে ভাগ করা হয়েছে?
ক দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
১৬. যে বেদ থেকে শত্র“ বধের কৌশল আয়ত্ত করা যায়, তার নাম কী?
ক ঋগে¦দ
খ সামবেদ
গ যজুর্বেদ
ঘ অথর্ববেদ
১৭. অথর্ববেদের প্রাচীন নাম কী?
ক অথর্বাঙ্গিরস
খ বাঙ্গিরস
গ আঙ্গিরস
ঘ ভেষজবিদ্যা
১৮. ঋষিরা দেবতাদের কয়টি শ্রেণিতে বিন্যস্ত করেছেন?
ক তিনটি
খ চারটি
গ পাঁচটি
ঘ ছয়টি
১৯. ঋগ্বেদে সূক্ত সংখ্যা কত?
ক ১,০০০টি
খ ১,৯১০টি
গ ১,৯১৫টি
ঘ ১,৯২৮টি
২০. শুক্ল যজুর্বেদে কয়টি মন্ত রয়েছে?
ক ১,৯০০টি
খ ১,৯১০টি
গ ১,৯১৫টি
ঘ ১,৯২০টি
২১. যজ্ঞ করার সময় যে মন্ত গানের সুরে পাঠ করা হয় তাকে কী বলে?
ক সূক্ত
খ সংহিতা
গ সংকলন
ঘ সাম
২২. সামবেদ সংহিতাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
২৩. ‘বেদ’ অর্থ কী?
ক কবিতা
খ ছন্দ
গ গান
ঘ জ্ঞান
২৪. স্তুতি ও প্রার্থনামূলক মন্তের সংগ্রহকে কী বলে?
ক ঋগ্বেদ
খ অথর্ববেদ
গ সামবেদ
ঘ যজুর্বেদ
২৫. ঋগ্বেদের ঋক্ বা মন্ত সংখ্যা কত?
ক ১০,৪৭২টি
খ ১০,২৭২টি
গ ১০,৩৭২টি
ঘ ১০,৫৭২টি
২৬. সামবেদ সংহিতার মন্ত সংখ্যা কত?
ক ১৬১০টি
খ ১৮১০টি
গ ১৭১০টি
ঘ ১৯১০টি
২৭. স্বর্গের দেবতা কে?
ক সর্য
খ ইন্দ্র
গ চন্দ্র
ঘ অগ্নি
২৮. মর্ত্যলোকের দেবতার নাম কী?
ক ইন্দ্র
খ চন্দ্র
গ অগ্নি
ঘ বিষ্ণু
২৯. শ্রীমদ্ভগবদ্গীতায় কয়টি অধ্যায় আছে?
ক ১৬টি
খ ১৮টি
গ ১৭টি
ঘ ২০টি
৩০. কুরু-পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বাধে কী নিয়ে?
ক স¤ক্সদ
খ ক্ষমতা
গ বীরত¦
ঘ রাজ্য
৩১. স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কী হয়েছিলেন?
ক সারথী
খ চালক
গ সহযোগী
ঘ পৃষ্ঠপোষক
৩২. ধ্যানের মাধ্যমে নিুোক্ত কোন বিষয়ের ওপর জ্ঞানলাভ হয়?
ক জীব ও জগতের উৎস
খ জীবের পারস্পরিক সম্পর্ক
গ জীব জগতের উৎস ও বৈচিত্র্য
ঘ জীব ও জগতের স্বরূপ
৩৩. ঋগ্বেদের সূক্তগুলোতে কীসের জন্য প্রার্থনা জানানো হয়েছে?
ক জ্ঞানলাভ
খ ধনস¤ক্সদ
গ স্বর্গলাভ
ঘ সুখ ও শান্তি
৩৪. যজ্ঞে ব্যবহৃত মন্তগুলো সংগ্রহ করে যে বেদ সংকলন করা হয়েছে তাকে কী বলে?
ক সামবেদ সংহিতা
খ ঋগ্বেদ সংহিতা
গ অথর্ববেদ সংহিতা
ঘ যজুর্বেদ সংহিত
৩৫. যজ্ঞের জন্য বেদী নির্মাণ কৌশল থেকে কোন শাস্ত্রের উদ্ভব হয়েছে?
ক নির্মাণ কুশল বিদ্যার
খ ভূমি-পরিমাপ বিদ্যার
গ পরিবেশ বিদ্যার
ঘ নৃতত্ত¦ বিদ্যার
৩৬. যে বেদে গীত ঋক্ বা মন্তসমূহ সংকলিত হয়েছে তাকে কী বলে?
ক বাজসনেয়ী সংহিতা
খ ঋগ্বেদ সংহিতা
গ সামবেদ সংহিতা
ঘ যজুর্বেদ সংহিতা
৩৭. মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত আঠারোটি অধ্যায় একত্রে সংক্ষেপে কী নামে পরিচিত?
ক গীতা
খ পুরাণ
গ শ্রীশ্রীচণ্ডী
ঘ উপনিষদ
৩৮. শ্রীমদ্ভগবদ্গীতাকে সপ্তশতী বলা হয় কেন?
ক সাতশত শ্লোক আছে বলে
খ ছয়শত শ্লোক আছে বলে
গ আটশত শ্লোক আছে বলে
ঘ পাঁচশত শ্লোক আছে বলে
৩৯. শুক্ল যজুর্বেদের অপর নাম কী?
ক বাজসনেয়ী সংহিতা
খ তৈত্তিরীয় সংহিতা
গ ষড়জ সংহিতা
ঘ উত্তরার্চিক সংহিতা
৪০. কৃষ্ণ যজুর্বেদের কাণ্ড ও মন্তের সংখ্যা যথাক্রমে–
ক ৭টি, ২১৮৪টি
খ ১৮টি, ১৯১৫টি
গ ২০টি, ১৮৪২টি
ঘ ৪০টি, ১৪২৫টি
৪১. অথর্ববেদ সংহিতায় কাণ্ড ও সূক্ত সংখ্যা যথাক্রমে–
ক ২০টি, ৭০১টি
খ ৩০টি, ৭১৩টি
গ ৩৮টি, ৭৬৮টি
ঘ ২০টি, ৭৩১টি
৪২. জ্ঞান অর্জন করতে জ্ঞানার্জনকারীকে নিমগ্ন হতে হয়–
ক অধ্যয়নে
খ গভীর সাধনায়
গ ধর্ম প্রচারে
ঘ ভঙ্গিতে
৪৩. অথর্ববেদ সংহিতা কোন জাতীয় জ্ঞানের সংগ্রহ?
ক আধ্যাতাধিক
খ জাগতিক
গ পারলৌকিক
ঘ আধ্যতিক ও জাগতিক
৪৪. কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব উপদেশ বাণী দিয়েছিলেন তারই নাম-
ক শ্রীশ্রীচণ্ডী
খ শ্রীমদ্ভগবদ্গীতা
গ উপনিষদ
ঘ মহাভারত
৪৫. শ্রীমদ্ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে-
ক শ্রীকৃষ্ণের উপদেশ বাণী
খ পাণ্ডবের উপদেশ বাণী
গ কৌরবদের উপদেশ বাণী
ঘ ভীষ্মের উপদেশ বাণী
উচ্চতর দক্ষতাকূলক
৪৬. যজ্ঞের সময়কাল কোনটি যথার্থ?
ক যজ্ঞ সপ্তাহ কালব্যাপী
খ যজ্ঞ পক্ষ কালব্যাপী
গ যজ্ঞ বিভিন্ন সময়ব্যাপী
ঘ যজ্ঞ নির্দিষ্ট সময়ব্যাপী
৪৭. বেদকে অপৌরুষেয় বলা হয়, কারণ বেদ হচ্ছে-
ক ঈশ্বরের বাণী
খ ঋষিদের বাণী
গ দেবতাদের বাণী
ঘ ব্রহ্মর্ষিদের বাণী
৪৮. ঋষিগণ বলেছেন- ‘তাঁরা বেদ দর্শন করেছেন’-এর ব্যাখ্যা কী?
ক বেদ ঈশ্বর কর্তৃক সরাসরি প্রদত্ত
খ বেদ ঈশ্বর কর্তৃক রচিত ও গঠিত
গ পবিত্র বেদ ধ্যানীগণই শুধু দর্শনে সক্ষম
ঘ গভীর ধ্যানে ঋষিদের বন্দনা ঈশ্বরের অপার অনুগ্রহে প্রাপ্ত
৪৯. প্রাচীন কালের ঋষিরা কীভাবে ধর্মানুষ্ঠান বা যাগযজ্ঞ করতেন?
ক বিবিধ ধর্মশাস্ত নিরন্ত্রর পাঠ করে
খ ধূম্রের মাধ্যমে মেঘরাজি সৃষ্টি করে
গ অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে
ঘ বেদ থেকে মন্ত্র উচ্চারণ করে
৫০. ইন্দ্রং বয়ং মহাধন
ইন্দ্রমর্ভে হবামহে
যুজং বৃত্রেষু বজ্রিণম্- এই ঋকের দেবতা কে?
ক ঈশ্বর
খ ইন্দ্র
গ বৃত্র
ঘ বজ্র
৫১. শ্রীমদ্ভগবদ্গীতায় কীসের এক অপূর্ব সমন্বয় ঘটেছে?
ক জ্ঞান, কর্ম ও ভক্তিযোগের
খ সেবা ও মাহাÍ্যরে
গ জীবে প্রেমের
ঘ ধর্মাচরণের
৫২. ‘প্রকৃতির গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমিই চারটি বর্ণ সৃষ্টি করেছি।’- একথা কে বলেছেন?
ক শ্রীকৃষ্ণ
খ শ্রীরাম
গ শ্রীচৈতন্য
ঘ মহাপ্রভু
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।