সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আগাম জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। শিমের ভালো ফলন ও বাজারদর ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা কেরালা জাতের আগাম শিম চাষ করছেন। কৃষি জমি ছাড়াও ঘেরের পাড়ে, রাস্তার দু’পাশেও সারি সারি শিমের গাছ দেখা গেছে। সবুজ পাতার মধ্যে শিমের শিষ। তার মধ্যে বেগুনি ও হালকা সাদা রঙের ফুলে ফাঁকে উঁকি দিচ্ছে তরতাজা শিম। দেখলেই চোখ জুড়িয়ে যায়।
নগরঘাটা ইউনিয়নের শিমচাষী মাসুদ হোসেন বলেন, আগাম শিম চাষ করে ভালো ফলন পেয়েছি। পাশাপাশি বাজারেও শিমের দাম ভালো। বর্তমান বাজারে প্রতিকেজি শিম ৬৫ টাকা দরে বিক্রি করছি।
ব্যবসায়ী বাবু পাল বলেন, আমি বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রায় ৭০ মণ শিম ক্রয় করে নিয়ে আসি। এইসব শিম ঢাকার সাভারে ও কাওরান বাজারে বিক্রি করি। শিম বিক্রি করে আমি লাভবান হয়েছি।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি পাল বলেন, এই অঞ্চলের কৃষকরা হাইব্রিড জাতের আইটেক, কেরেলা এসব শিম কৃষকেরা আগাম চাষ করে ভালো ফলন পেয়েছে। কৃষি জমির পাশাপাশি ঘেরের পাড়ে, রাস্তার দু’পাশেও শিমের গাছ দেখা গেছে। বাজারে শিমের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আমরা তাদের আগাম সবজি চাষের বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, চলতি বছরে এই উপজেলার কৃষকরা ৮৫ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন। হাইব্রিড জাতের এই শিমগুলো চাস করে তারা ভালো ফলন পাচ্ছেন। আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করছি।