Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

ব্রণ হওয়ার আসল কারণ জানেন কি ?


ব্রণ হওয়ার আসল কারণ জানেন কি ?

আমরা প্রায় সবাই জানি যে, ভুল প্রসাধনী ব্যবহার, পরিবেশ দূষণ, ধুলোবালি,  আবহাওয়ার পরিবর্তন  ইত্যাদি কারণে ত্বকে ব্রণ এর সমস্যা হতে পারে, তবে আরও কিছু অজানা কারণে ত্বকে ব্রণের সমস্যা হতে পারে যেগুলো শুনলে আপনি চমকে যাবেন ।

1. বালিশের কভারঃ রাতে ঘুমানোর সময় আমাদের মাথা ও ত্বকে জমে থাকা তেল এবং জীবাণু বালিশের কভারে লেগে যায়। আর তা থেকে ব্যাক্টেরিয়ার সৃষ্টি হয়, যা ত্বকে ব্রণ হতে পারে। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার বালিশের কভার পরিবর্তণ করলে বা ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে। তাছাড়া রাতে ঘুমানোর আগে গোসল করার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ।

2. চুলের কসমেটিক্সঃ চুলের যত্নে আমরা প্রায় নিয়মিত অনেক কিছুই ব্যবহার করে থাকি । এর মধ্যে শ্যাম্পু , কন্ডিশনার ইত্যাদি অন্যতম। শ্যাম্পুর ফোম বা ফেনা তৈরিকারী উপাদান ত্বকের সংস্পর্শে এসে ব্যাক্টেরিয়া বৃদ্ধির পরিমাণ বাড়িয়ে দেয়। অন্যদিকে কন্ডিশনারে থাকা তেলজাতীয় উপাদান ত্বকের লোমকূপ বন্ধ করে দেয়। তাই ব্রণ হওয়া এড়াতে শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহারের পর ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে ।

3. টুথপেস্টঃ ত্বকে জ্বালাপোড়া হওয়া এবং ত্বক শুষ্ক করে ফেলতে পারে টুথপেস্ট। কারণ টুথপেস্টের কিছু উপাদান থাকে যা ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। তাছাড়া টুথপেস্টের সঙ্গে মিশে যাওয়া মুখের ভিতরের ব্যাক্টেরিয়া ঠোঁটের আশপাশে লাগলে ব্রণ হতে পারে। টুথপেস্টের হাইড্রোজেন পারক্সাইড, ফ্লোরাইড, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল এবং মেন্থল ত্বকের জন্য সব থেকে বেশি ক্ষতিকর। তাই, টুথপেস্ট নির্বাচনে সতর্ক থাকা উচিত এবং টুথপেস্ট ব্যবহারের পর ও ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে ।

4. সানগ্লাস ও মোবাইল ফোনঃ সানগ্লাস ত্বকে ব্যাক্টেরিয়া বৃদ্ধি করে। একইভাবে মোবাইলফোন ও হেডফোনে ত্বকের তেল, ঘাম, ধুলাবালি লেগে যায়, যা পুনরায় ত্বকের সংস্পর্শে এসে ব্যাক্টেরিয়া তৈরি করে । তাই ফোন, হেডফোন ও সানগ্লাস ব্যবহারের আগে অবশ্যই  পরিষ্কার করে মুছে নিতে হবে ।

5. গা মোছার তোয়ালেঃ প্রতিদিনের ব্যবহৃত তোয়ালে নিয়মিত পরিষ্কার করতে হয় যা হয়তো আমাদের তেমন মনে থাকে না। কিন্তু অপরিষ্কার তোয়ালে ব্যবহারের ফলে ত্বকে ব্রণ ও ফুসকুড়ি হতে পারে। এজন্য প্রতিবার ব্যবহারের পর তোয়ালে ধুয়ে ফেলতে হবে। অপরদিকে মেকআপের ব্রাশ, স্পঞ্জ, পাউডার পাফ নিয়মিত পরিষ্কার করতে হবে । না হলে ত্বকের ক্ষতি হতে পারে।





Source link

Leave a Reply