Categories
Tips and Tricks

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ৩ টি চমৎকার হিডেন ট্রিকস | Techtunes


আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আমাদের প্রিয় স্মার্টফোন দিয়ে কত কাজই না করি। তবে কিছু ট্রিকি বিষয় সব সময় আমাদের অজানা থেকে যায় যেগুলা জানলে আমরা সেই কাজ গুলো আরও দ্রুত করতে পারি। আজকে এমনই তিনটা অজানা সেটিংস নিয়ে কথা বলব যেগুলো আপনি হয়তো জানেন না।

১. নোটিফিকেশন হিস্ট্রি

বলা যায় Android 11 এর দারুণ একটি ফিচার। পরের ভার্সন গুলোতেও অবশ্য এই ফিচারটি রয়েছে। নোটিফিকেশন হিস্ট্রি এমন একটি ফিচার যেখানে আপনি সব ধরনের নোটিফিকেশনের হিস্ট্রি পাবেন।

সেটিংস এ যান এবং Notification History লিখে সার্চ দিন।

এর একটি দারুণ ব্যবহারও রয়েছে, WhatsApp বা Messenger এ যদি কেউ আপনাকে মেসেজ দিয়ে আবার ডিলিট করে দেয় সেটাও আপনি এখানে গিয়ে চেক করে নিতে পারবেন।

২. সহজে Gpay এর মাধ্যমে পেমেন্ট

আপনি যদি অনলাইন পেমেন্ট বা অন্যান্য কাজে Gpay ব্যবহার করেন তাহলে এই সেটিংসটি আপনার দারুণ উপকারে আসতে পারে।

আপনি যখন QR কোড দিয়ে কোথাও পেমেন্ট করতে যান সেক্ষেত্রে আপনার প্রথমে অ্যাপে ঢুকতে হয় তারপর আরও কয়েক স্টেপ পরে স্ক্যানের অপশন আসে। তো এটি খুব সহজেও কিন্তু করা যায়। ধরে নিলাম Gpay আপনার হোমে রয়েছে, কিছুক্ষণ চেপে ধরুন এবং scan QR কোড ক্লিক করে সেটা আবার ড্র‍্যাগ এন্ড ড্রপ করে Gpay আইকনে বসান, ব্যাস এখন থেকে সিঙ্গেল ক্লিক করেই QR কোড স্ক্যান করতে পারবেন।

৩. অ্যাপ এর হিডেন পারমিশন চেক

বর্তমান সময় সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। বেশির ভাগ স্ক্যাম এখন হয় মোবাইল অ্যাপ এর মাধ্যমে। আমরা অ্যাপ ইন্সটল দেবার পর খেয়াল করি না সেটা কি কি পারমিশন নিচ্ছে আর এখানেই আমাদের ভুল টি হয়। আমাদের সবারই উচিৎ প্রতিটা অ্যাপের পারমিশন চেক করা।

কিছু কিছু অ্যাপে বলা থাকে যে তারা কী কী পারমিশন নিচ্ছে এবং কোন কোন ডাটা ব্যবহার করছে তবে অধিকাংশ অ্যাপে এটি থাকে না। কিন্তু আপনি চাইলে এটি চেক করতে পারেন। প্লেস্টোরে যান যেকোন অ্যাপ সার্চ করুন, about this app > App Permission ক্লিক করুন। দেখা যাচ্ছে কোন কোন পারমিশন নিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে কোন কোন ডেটা ব্যবহার করছে।

শেষ কথা

আমাদের প্রাইভেসিকে নিরাপদ রাখতে প্রতিটা অ্যাপের পারমিশন চেক করা জরুরী। কোন নোটিফিকেশন ভুলে ক্লিয়ার করে দিলে সেটাও জানা উচিৎ। তো আশা করছি এই ৩ টি হিডেন ট্রিক্স বা সেটিংস আপনার বেশ উপকারে আসবে।

আশা করছি এই টিউনে আপনি বেশ কিছু বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

Leave a Reply