Categories
ফ্রিল্যান্সিং

এস এস সি (SSC) পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


এস এস সি (SSC) পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 কাস্টমার সার্ভিস এ্যাসিসটেন্ট

(এয়ারক্রাফট লোডার)

প্রয়োজনীয় যোগ্যতাঃ

——————————

• সর্বোচ্চ এস এস সি বা সমমান

• বয়সঃ সর্বোচ্চ ২৮ বছর

• উচ্চতাঃ ৫.২”- ৫.৬”

• বিএমআইঃ ২২-২৫

• শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী

• প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে

• এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে

• যেকোন প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে

এস এস সি (SSC) পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কর্মস্থলঃ

————-

• হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

বেতন ও অন্যান্য সুবিধাঃ

• বেতনঃ জয়েনিংঃ ১৩,০০০/- এবং ছয়মাস পরে শিক্ষানবিসকাল(প্রবেশন পিরিয়ড)শেষে ১৪,০০০/- টাকা প্রতি মাস

• ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে

• উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে

আগ্রহী প্রার্থীদেরকে পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের কপি সহ

এইচ আর ডিপার্টমেন্ট,

ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড,

সপ্তম তলা, বাসাঃ ০১, রোডঃ ০১, সেক্টরঃ ০১, উত্তরা, ঢাকা-১২৩০

__________________________________________________

বরাবর এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন করার শেষ তারিখ September 08, 2021

বিঃ দ্রঃ যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।



Source link

Leave a Reply