Categories
টেকনোলজি

শিশু যুব ও প্রবীণ কল্যাণ (PDF) মাস্টার্স শেষ পর্ব


মাস্টার্স শেষ পর্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আজকের আলোচনা সমাজকর্ম বিভাগের শিশু যুব ও প্রবীণ কল্যাণ pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: শিশু, যুব ও প্রবীণ কল্যাণ, বিষয় কোড: ৩১২১১১।

শিশু যুব ও প্রবীণ কল্যাণ

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. সর্বশেষ কত সালে শিশুনীতি প্রণীত হয়?
উত্তর : সর্বশেষ ২০১১ সালে শিশুনীতি প্রণীত হয়।

২. বাংলাদেশে মোট জনসংখ্যার কত ভাগ শিশু?
উত্তর : বাংলাদেশে মোট জনসংখ্যার ৫০.৬৩% ভাগ শিশু।

৩. শিশুর প্রথম চাহিদা কি?
উত্তর : শিশুর প্রথম চাহিদা শিশুর নাম।

৪. ছোটমনি নিবাস কি?
উত্তর : পিতৃমাতৃহীন শিশুদের বসবাসের নিবাসকে ছোটমনি নিবাস বলে।

৫. বাংলাদেশে যুবকদের তিনটি চাহিদা লিখ।
উত্তর : বাংলাদেশে যুবকদের তিনটি চাহিদা- খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা।

৬. সামাজিক আইন কি?
উত্তর : সামাজিক আইন- সমাজে প্রচলিত আইনই সামাজিক আইন।

৭. প্রতিবছর কত তারিখে জাতীয় যুব দিবস পালন করা হয়?
উত্তর : প্রতিবছর ১২ আগস্ট জাতীয় যুব দিবস পালন করা হয়।

৮. প্রবীণদের তিনটি মনস্তাত্ত্বিক সমস্যা লিখ।
উত্তর : প্রবীণদের তিনটি মনস্তাত্ত্বিক সমস্যা- নিঃসঙ্গতা, নিরাপত্তাহীনতা ও নৈতিবাচক সমস্যা।

৯. পরিবার কী ধরণের প্রতিষ্ঠান?
উত্তর : পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান।

১০. মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালে প্রণীত হয় ।

১১. শিশু কারা?
উত্তর : ১৮ বছরের নিচে সকলেই শিশু।

১২. শিশুর তিনটি সমস্যার কথা বলো?
উত্তর : শিশুর তিনটি সমস্যা- শিক্ষা, খাদ্য ও ভালোবাসার অভাব।

১৩. অটিজম কি?
উত্তর : শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হওয়াকে অটিজম ।

১৪. জাতিসংঘ শিশু অধিকার সনদের ধারা কয়টি?
উত্তর : জাতিসংঘ শিশু অধিকার সনদের ধারা ৫৪ টি।

১৫. সর্বশেষ শিশু আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : সর্বশেষ শিশু আইন ২০১৩ সালে প্রণীত হয়।

১৬. যুবকদের ৫টি সমস্যা লিখ।
উত্তর : যুবকদের ৫টি সমস্যা- নিরক্ষরতা, বেকরত্ব, মাদকাসক্তি, স্বাস্থহীনতা ও হতাশা।

১৭. বাংলাদেশে বৃদ্ধদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে কোন কর্মসূচি চালু রয়েছে?
উত্তর : বাংলাদেশে বৃদ্ধদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে বয়স্ক ভাতা কর্মসূচি চালু রয়েছে ।

১৮. প্রবীণদের জন্য প্রতিষ্ঠিত সংঘের নাম কি?
উত্তর : প্রবীণদের জন্য প্রতিষ্ঠিত সংঘের নাম- বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ।

১৯. যুবক কারা ?
উত্তর : ১৮-৩৫ বছর বয়সিরা সকলেই যুবক।

২০. সিনিয়ার সিটিজেন্স কারা? বয়সসিমা উল্লেখ কর।
উত্তর : ৬৫ বছরের উপর বয়সীরা সিনিয়ার সিটিজেন্স।

২১. দিবা যত্ন কেন্দ্র বলতে কী বুঝ?
উত্তর : চাকরিজীবী মায়েদের শিশুদের দিবাকালীন বাসস্থান।

২২. ছোটমণি নিবাস কি?
উত্তর : পিতৃমাতৃ পরিচয়হীন শিশুদের নিবাস।

২৩. জাতীয় শিশু দিবস কত তারিখ?
উত্তর : জাতীয় শিশু দিবস ১৭ মাচ তারিখ।

২৪. বেবি হোমস কী?
উত্তর : ছোচমণি নিবাসকে বলা হয় বেবি হোমস।

২৫. বঙ্গীয় শিশু আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : বঙ্গীয় শিশু আইন প্রণীত হয় ১৯২১ সালে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. শিশু কল্যাণের উদ্দেশ্যগুলো কি কি?
২. চাহিদার বৈশিষ্ট্যগুলো লিখ।
৩. শিশু অধিকার কাকে বলে।
৪. যুব কল্যাণ বলতে কী বুঝ?

৫. প্রবীণদের চাহিদাগুলো কি কি?
৬. প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্যগুলো লিখ।
৭. বয়স্ক ভাতা সম্পর্কে লিখ।

৮. প্রতিবন্ধীদের সমস্যাগুলো আলোচনা কর।
৯. শিশুকল্যাণ কী?
১০. যুবকল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।

১১. শিশু অধিকার সনদের মূলনীতিসমূহ কী কী?
১২. প্রবীণদের সমস্যাগুলো কী কী?
১৩. যুবউন্নয়নে সমাজকর্মীর ভূমিকা কী?
১৪. প্রাতিষ্ঠানিক সেবার সংজ্ঞা দাও।

১৫. পরিবার কল্যাণ বলতে কী বুঝ?
১৬. সামাজিক প্রতিবন্ধী বলতে কি বুঝায়? উদাহরণ দাও।
১৭. সামাজিক আইন বলতে কী বুঝ?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. শিশুদের মৌলিক চাহিদাসমূহের বিবরণ দাও।
২. যুব কল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আলোচনা কর।
৩. বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিগুলো আলোচনা কর।
৪. বাংলাদেশে দুঃস্থ শিশুদের সেবা কর্মসূচি সংক্ষেপে আলোচনা কর।

৫. শিশু আইন ২০১৩ এর উল্লেখযোগ্য দিক গুলো আলোচনা কর।
৬. শিশু অধিকার সনদের মূলনীতি আলোচনা কর।
৭. বাংলাদেশে যুব কল্যাণের গুরুত্ব সংক্ষেপে লিখ।
৮. শিশু, যুব ও প্রবীণদের সমস্যা নিরসনে সমাজকর্মের জ্ঞান কিভাবে ব্যবহার করা যেতে পারে আলোচনা কর।
৯. চাহিদা বলতে কী বুঝ? শিশুদের বিভিন্ন প্রকার চাহিদার বিবরণ দাও।

১০. প্রতিবন্ধিতার প্রকারভেদ উল্লেখ কর।
১১. প্রাতিষ্ঠানিক সেবা বলতে কী বুঝ? বাংলাদেশে শিশু কল্যাণ প্রাতিষ্ঠানিক সেবা সমূহ আলোচনা কর।
১২. যুবক কারা? যুবকদের প্রধান সমস্যাগুলো কী ? ব্যাখ্যা কর।

১৩. বাংলাদেশে প্রবীণদের সমস্যা পূরণ হলে কী কী সমস্যা হতে পারে আলোচনা কর।
১৪. প্রবীণ সমস্যা সমাধানে পরিবারের ভূমিকা পর্যালোচনা কর।
১৫. বাংলাদেশে সরকারি শিশুকল্যাণ কার্যক্রমসমূহ আলোচনা কর।

Answer Sheet


⮞ আরো দেখো: সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের উত্তরসহ সাজেশন


মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে শিশু যুব ও প্রবীণ কল্যাণ pdf সাজেশন উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link

Leave a Reply