Categories
টেকনোলজি

সংশোধন ও সংশোধনমূলক সেবা (PDF) মাস্টার্স শেষ পর্ব


মাস্টার্স শেষ পর্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আজকের আলোচনা সমাজকর্ম বিভাগের সংশোধন ও সংশোধনমূলক সেবা pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: সংশোধন ও সংশোধনমূলক সেবা, বিষয় কোড: ৩১২১০৭।

সংশোধন ও সংশোধনমূলক সেবা

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. অপরাধ বিজ্ঞানের তত্ত্বগুলোর নাম লিখ।
উত্তর : অপরাধ বিজ্ঞানের তত্ত্বগুলোর নাম হচ্ছে- প্রতিরোধ তত্ত্ব, নিবৃত্তিমূলক তত্ত্বও নিবারণমূলক তত্ত্ব, সংশোধন তত্ত্ব।

২. কিশোর আদালত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : কিশোর আদালত ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৩. আফটার কেয়ার সার্ভিস কী?
উত্তর : জেলফের কয়েদীদের পুনর্বাসন কর্মসূচিকে আফটার কেয়ার সার্ভিস বলে।

৪. শাস্তির দুটি উদ্দেশ্য লিখ।
উত্তর : শাস্তির দুটি উদ্দেশ হচ্ছে- দুষ্টের দমন ও শিষ্টের লালন।

৫. কারা সংস্কার কী?
উত্তর : অপরাধীদের সংশোধনের নিমিত্তে এবং কারাগারকে সংখ্যামুক্ত করার জন্য যে পদ্ধতি গৃহীত হয় তাকে কারা সংস্কার বলে।

৬. ইভটিজিং কি?
উত্তর : মেয়েদের উত্যক্ত করাকে ইভটিজিং বলে।

৭. হাজতী কে?
উত্তর : আদালতে উঠার পূর্ব পর্যন্ত অপরাধীকে বলা হয় হাজতী।

৮. বোরস্টাল স্কুল কী?
উত্তর : কিশোর অপারাধীদের সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ মনোচিকিৎসা, ধর্মীয় শিক্ষা, প্রর্ভাতির মাধ্যমে আচরণ পরিবর্তন ও চরিত্র সংশোধনের পদ্ধতিকে রোরস্টাল স্কুল বলে।

৯. কখন এবং কে সর্বপ্রথম প্রবেশন চালু করেন?
উত্তর : ১৮৪১১ সালে আমেরিকার জন অগাস্টন প্রবেশন চালু করেন।

১০. শাস্তি সম্পর্কে আধুনিক দৃষ্টিভঙ্গী কী?
উত্তর : শাস্তি সম্পর্কে আধুনিক দৃষ্টিভঙ্গী হচ্ছে অপরাধকে ঘৃণা কর, অপরাধীকে নয়।

১১. Crime শব্দের অর্থ কী?
উত্তর : Crime শব্দের অর্থ অপরাধ।

১২. ‘The Element of Social Welfare’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘The Element of Social Welfare’ গ্রন্থটি Md. Ali Akbar এর লেখা।

১৩. অপরাধ বিজ্ঞানের কয়টি তত্ত্ব রয়েছে?
উত্তর : অপরাধ বিজ্ঞানের ৩টি তত্ত্ব রয়েছে।

১৪. Penology শব্দের অর্থ কী?
উত্তর : শাস্তি তত্ত্ব।

১৫. Probation Offenses Ordinance কত সালে প্রণীত হয়?
উত্তর : Probation Offenses Ordinance ১৯৬০ সালে প্রণীত হয়।

১৬. ‘Prison System’ এর অর্থ কী?
উত্তর : ‘Prison System’ এর অর্থ কারাগার ব্যবস্থা।

১৭. সর্বপ্রথম দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপিত হয় কবে?
উত্তর : সর্বপ্রথম দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপিত হয় ১৯৭২ সালে

১৮. ‘After Care Service’ এর অর্থ কী?
উত্তর : ‘After Care Service’ এর অর্থ জেল ফেরত কয়েকদিনের পুর্নবাসন।

১৯. সর্বপ্রথম কত সালে প্যারোল পদ্ধতির উদ্ভব ঘটে?
উত্তর : সর্বপ্রথম ১৮২০ সালে প্যারোল পদ্ধতির উদ্ভব ঘটে।

২০. প্যারোল কাদের জন্য?
উত্তর : প্যারোল দাগী অপরাধীর জন্য।

২১. কারা সংস্কার কমিশন গঠিত হয় কবে?
উত্তর : কারা সংস্কার কমিশন গঠিত হয় ১৯৫৬ সালে।

২২. বাংলাদেশের কারাগারের মূলমন্ত্র কী?
উত্তর : বাংলাদেশের কারাগারের মূলমন্ত্র-“রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ।”

২৩. বাংলাদেশে কেন্দ্রীয় কারাগার কয়টি?
উত্তর : বাংলাদেশে কেন্দ্রীয় কারাগার ১৩টি

২৪. আফটার কেয়ার সার্ভিস এর প্রজেক্টগুলো কী?
উত্তর : আফটার কেয়ার সার্ভিস এর প্রজেক্টগুলো হচ্ছে- প্রবেশন ও প্যারোল।

২৫. বাংলাদেশের জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশের জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত।

২৬. অ্যাপ্রোভড হোম কি?
উত্তর : কিশোর অপরাধীদের একটি সংশোধনী প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপ্রোভড হোম।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য কী?
২. সংশোধনমূলক ব্যবস্থায় প্রবেশন অফিসারের ভূমিকা ব্যাখ্যা কর।
৩. কিশোর আদালত কি?
৪. অপরাধ বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।

৫. রিমান্ড হোমের কার্যাবলি লিখ।
৬. বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা লিখ।
৭. অপরাধের সংজ্ঞা দাও।
৮. কারা প্রশাসনের সাংগঠনিক কাঠামো লিখ।
৯. অপরাধ বিজ্ঞানের তত্ত্বগুলোর নাম লিখ।

১০. প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য দেখাও।
১১. কারাবন্দীদের শ্রেণিবিভাগ লিখ।
১২. র‌্যাপো বলতে কি বুঝ?
১৩. পুনর্বাসন কর্মসূচি কী?

১৪. প্যারোলের উপাদান কয়টি ও কি কি?
১৫. কিশোর অপরাধীদের সংশোধনের জন্য সেবাসমূহের নাম লিখ।
১৬. রিমান্ড হোম কি?
১৭. অপরাধ কি?

১৮. কারাগারের শ্রেণীবিভাগ দেখাও।
১৯. প্যারোলের সংজ্ঞা দাও।
২০. ভিকটিম সাপোর্ট সেন্টার কী?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. বাংলাদেশে সংশোধনমূলক সেবায় উৎপত্তি ও বিকাশ সম্পর্কে লিখ।
২. কিশোর অপরাধ সংশোধনমূলক যে সকল কর্মসূচি ও সেবা বিদ্যমান আছে তা আলোচনা কর।
৩. আফটার কেয়ার সার্ভিস প্রদানে একজন সমাজকর্মীর ভূমিকা লিখ।
৪. বাংলাদেশে অপরাধ ও কিশোর অপরাধের মধ্যকার পার্থক্য লিখ।
৫. সংশোধনের দার্শনিক ভিত্তি লিখ।

৬. বাংলাদেশের কারাগারের কার্যক্রম বর্ণনা কর।
৭. বাংলাদেশে অপরাধ সংশোধনের বেসরকারি কার্যক্রম লিখ।
৮. বাংলাদেশে কিশোর আপরাধের প্রভাব বিশ্লেষণ কর।
৯. বাংলাদেশে সংশোধনমূলক সেবায় উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।

১০. কারাব্যবস্থার অধুনিক গতিধারা আলোচনা কর।
১১. বর্তমানে অপরাধীদের পুনর্বাসন পদ্ধতি আলোচনা কর।
১২. জেল থেকে মুক্তিপ্রাপ্ত কয়েকদিনের প্রতি সমাজের মনোভাব আলোচনা কর।
১৩. প্যারোলের নীতি ও কার্যাবলি আলোচনা কর।

১৪. একজন প্যারোল অফিসারের ভূমিকা আলোচনা কর।
১৫. প্রবেশনের গুরুত্ব বিস্তারিত আলোচনা কর।
১৬. সংশোধন কী? সংশোধনের উদ্দেশ্য ও দার্শনিক ভিত্তি আলোচনা কর।

১৭. বাংলাদেশে কারাগারের কার্যক্রম আলোচনা কর।
১৮. অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য লিখ। কিশোর অপরাধ দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা লিখ।

Answer Sheet


⮞ আরো দেখো: সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের উত্তরসহ সাজেশন


মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সংশোধন ও সংশোধনমূলক সেবা pdf সাজেশন উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link

Leave a Reply