Categories
টেকনোলজি

দক্ষিণ এশিয়ার মুসলামানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১) সাজেশন


মাস্টার্স শেষ পর্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আজকের আলোচনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দক্ষিণ এশিয়ার মুসলামানদের ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: দক্ষিণ এশিয়ার মুসলামানদের ইতিহাস (১৭৬৫-১৯৭১), বিষয় কোড: ৩১১৬১৩।

দক্ষিণ এশিয়ার মুসলামানদের ইতিহাস

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. মীর কাশেম কে ছিলেন?
উত্তর : মীর কাশেম- মীর জাফরের জামাতা।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।

৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে দেওয়ানি লাভ করে।

৪. চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত করেন- লর্ড কর্নওয়ালিস।

৫. খেলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন?
উত্তর : খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন- মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলী ও মওলানা আব্দুল কালাম আজাদ।

৬. অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী।

৭. লক্ষ্মৌ চুক্তি কত সালে হয়?
উত্তর : লক্ষ্মৌ চুক্তি ১৯১৬ সালে হয়।

৮. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?
উত্তর : মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব ‘বীর শ্রষ্ঠ’।

৯. মালদ্বীপের রাজধানীর নাম কি?
উত্তর : মালদ্বীপের রাজধানীর নাম- মালে।

১০. ছয়দফা উত্থাপন করেন কে?
উত্তর : ছয়দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

১১. শ্রীলংকার মুসলমানদের কি বলা হয়?
উত্তর : শ্রীলংকার মুসলমানদের কি বলা হয়- মুর।

১২. ভূটানের রাজধানীর নাম কী?
উত্তর : ভূটানের রাজধানীর নাম থিম্পু।

১৩. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন- নবাব সিরাজউদ্দোলা।

১৪. দেওয়ানী শব্দের অর্থ কী?
উত্তর : দেওয়ানী শব্দের অর্থ রাজস্ব শাসন।

১৫. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৬. সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন- ভবানী পাঠক।

১৭. দুদু মিয়ার প্রকৃত নাম কি?
উত্তর : দুদু মিয়ার প্রকৃত নাম মুহাম্মদ মুহসীন উদ্দিন।

১৮. কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর : ভারত প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক।

২০. ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি?
উত্তর : ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম- অপারেশন সার্চলাইট।

২১. কত সালে শ্রীলঙ্কা স্বাধীন হয়?
উত্তর : ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হয়।

২২. কারগিল যুদ্ধ কখন হয়?
উত্তর : ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ হয়।

২৩. মালদ্বীপের নবযুগ স্রষ্টা কে?
উত্তর : মালদ্বীপের নবযুগ স্রষ্টা- মামুন আব্দুল গাইয়ুম।

২৪. কলিকাতা আলিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : কলিকাতা আলিয়া মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেন ।

২৫. কত খ্রিস্টাব্দে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ দেখা দেয়?
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ দেখা দেয়।

২৬. জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ড কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ড ১৯৯১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

২৭. সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত?
উত্তর : সর্বভারতীয় মুসলিম লীগ ঢাকায় গঠিত ।

২৮. কত খ্রিস্টাব্দে রাজধানী কলিকাতা হতে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তর : ১৯১১ সালে রাজধানী কলিকাতা হতে দিল্লিতে স্থানান্তরিত হয় ।

২৯. কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?
উত্তর : রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন।

৩০. কখন বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয়?
উত্তর : ১৯৫০ সালে বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয়।

৩১. ইব্রাহিম নাসির কে ছিলেন?
উত্তর : ইব্রাহিম নাসির ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বক্সারের যুদ্ধ সম্পর্কে টীকা লিখ।
২. সূর্যাস্ত আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৩. ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি লিখ।
৪. আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।
৫. ১৯৩০ সালের ‘গোলটেবিল বৈঠক’ সম্পর্কে টীকা লিখ।

৬. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের উপর সংক্ষেপে লিখ।
৭. মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা লিখ।
৮. কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা কর।
৯. দক্ষিণ এশিয়ার দেশগুলির নাম লিখ।

১০. ওহাবীদের পরিচয় দাও।
১১. পাঁচসালা বন্দোবস্ত বলতে কি বুঝ?
১২. মালদ্বীপের পরিচয় দাও।
১৩. বাঙ্গালী জাতীয়তাবাদ কি?

১৪. ফকির মজুন শাহের পরিচয় দাও।
১৫. ‘কর্নওয়ালিশ কোড’ সম্বন্ধে কী জান?
১৬. স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর।
১৭. নীল বিদ্রোহ সম্পর্কে ধারণা দাও।
১৮. শ্রীলংকায় ইসলাম বিস্তারের ইতিহাস সংক্ষেপে লিখ।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. চিরস্থায়ী বন্দোবস্তের বিশেষ উল্লেখপূর্বক লর্ড কর্নওয়ালিসের সংস্কারসমূহ আলোচনা কর।
২. হাজী শরিয়তুল্লাহের ফরায়েজী আন্দোলনের প্রকৃতি ও শিক্ষাসমূহ ব্যাখ্যা কর।
৩. বাংলার জমিদার ও নীলকরদের বিরুদ্ধে ফকির-সন্ন্যাসীদের বিদ্রোহের প্রকৃতি পর্যালোচনা কর।
৪. কোন অবস্থায় ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্যবলি কি ছিল?
৫. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পটভূমি আলোচনা কর। ইহা রদ হয়েছিল কেন?

৬. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ধারাসমূহ আলোচনা কর।
৭. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা কর।
৮. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের সংশ্লিষ্ট ঘটনাবলি বিশ্লেষণ কর।
৯. ১৭৫৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের প্রেক্ষাপট বর্ণনা কর।
১০. বাংলার মুসলমানদের রাজনীতি ও পূনর্জাগরণের সৈয়দ আমীর আলীর অবদান মূল্যায়ন কর।

১১. অসহযোগ আন্দোলন কী? অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? বর্ণনা দাও।
১২. ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কারন আলোচনা কর।
১৩. পূর্ব পাকিস্তানীদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিসমূহ পর্যালোচনা কর।
১৪. বক্সারের যুদ্ধের পটভূমি বিশ্লেষণ কর। একে পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক তাৎপর্যপূর্ণ বলা হয় কেন?

১৫. খিলাফত আন্দোলনের রূপরেখা বর্ণনা দাও। এ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
১৬. মুসলিম লীগ কেন গঠন হয়েছিল? এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
১৭. কাশ্মীর সমস্যা নিয়ে পাক-ভারত সম্পর্ক আলোচনা কর।
১৮. মালদ্বীপের স্বাধীনতা লাভের ইতিহাস আলোচনা কর।

Answer Sheet


⮞ আরো দেখো: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের উত্তরসহ সাজেশন


মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে দক্ষিণ এশিয়ার মুসলামানদের ইতিহাস pdf উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link

Leave a Reply