Categories
টেকনোলজি

সমাজকর্ম ১ম পত্র : ৮ম অধ্যায় MCQ (PDF)


সমাজকর্ম ১ম পত্র ৮ম অধ্যায় mcq : বিংশ শতাব্দীর প্রথমার্ধে উন্নত দেশে শিল্পবিপ্লব ও যান্ত্রিক যুগের সূচনার ফলে আধুনিক সমাজকর্মের উদ্ভব ও বিকাশ ঘটে। পরবর্তীতে উন্নয়নশীল ও অনুন্নত দেশে সমাজকর্মের প্রয়োগ শুরু হয়। শিল্পায়ন ও শহরায়নজনিত সমস্যা মোকাবিলার জন্য উন্নত দেশের অনুসরণে পঞ্চাশের দশকে বাংলাদেশে সমাজকর্ম পেশার সূচনা এবং ষাটের দশকে এর সম্প্রসারন ঘটে।

কিন্তু দীর্ঘ কয়েক দশক অতিক্রান্ত হলেও এখনো বাংলাদেশে সমাজকর্ম পূর্ণাঙ্গ পেশা হিসেবে রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতি অর্জন করতে পারেনি। কিন্তু নারীকল্যাণ, শিশুকল্যাণ, যুবকল্যাণ, প্রবীণকল্যাণ, শ্রমকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্ম পেশা অনুশীলনের সম্ভাবনা রয়েছে। পেশাগত সংগঠনের অভাব, দেশজ শিক্ষা উকরণের সীমাবদ্ধতা, জনসচেতনার অভাব, সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে সমাজকর্ম পেশা এদেশে যথাযথ বিকাশ লাভ করতে পারেনি। তবে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে সমাজকর্ম শিক্ষার সম্ভাবনা অত্যাধিক গুরুত্বপূর্ণ।

বেসরকারি পর্যায়ে সীমিত পরিসরে হলেও সমাজকর্ম পেশার অনুশীলন অব্যাহত রয়েছে। এছাড়া সমাজকর্ম পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের নিমিত্তে BCSWE এর মতো সংগঠন তৎপর রয়েছে। অদূর ভবিষ্যত বাংলাদেশে সমাজকর্ম একটি পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।

সমাজকর্ম ১ম পত্র ৮ম অধ্যায় mcq

১. এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কত সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্যের আবেদন জানানো হয়?
ক. ১৯৪৫
খ. ১৯৪৭
গ. ১৯৪৯
● ১৯৫১

২. জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশ ও সহায়তায় কত সালে তৎকালীন পাকিস্তানে সর্বপ্রথম পেশাদার সমাজকর্মের ওপর একটি প্রশিক্ষণ কোর্স প্রবর্তিত হয়?
ক. ১৯৯৫
খ. ১৯৫২
● ১৯৫৩
ঘ. ১৯৭০

৩. পেশা হিসেবে সমাজকর্ম কীরূপ?
● নবীন
খ প্রবীণ
গ. পুরাতন
ঘ. আদিম

৪. জাতিসংঘ কর্তৃক ১৯৫২ সালে বাংলাদেশে প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচি কয় সদস্যবিশিষ্ট ছিল?
ক. চার
● ছয়
গ. আট
ঘ. দশ

৫. বাংলাদেশে কীভাবে সমাজকর্ম শিক্ষা বিকাশ লাভ করে?
ক. পাকিস্তান সরকার কর্তৃক ১৯৫১ সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্য আবেদনের মাধ্যমে
খ. ১৯৫২ সালে জাতিসংঘ কর্তৃক প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচির মাধ্যমে
● ১৯৫৩ সালে ঢাকায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে
ঘ. ১৯৫৫ সালে বর্ধমান হাউসে নয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে

৬. সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে
ক. ড. জেমস ডাম্পসন
খ. মিস্টার শাউটি
গ. মিস অ্যানামা
● ড. জে মুর

৭. কোন শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠা হয়?
ক. ১৯৬১-১৯৬২ শিক্ষাবর্ষ
খ. ১৯৬২-১৯৬৩ শিক্ষাবর্ষ
● ১৯৬৪–১৯৬৫ শিক্ষাবর্ষ
ঘ. ১৯৬৫–১৯৬৬ শিক্ষাবর্ষ

৮. বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্ম জ্ঞান বিকাশের পর্যায়/প্রশিক্ষণ/ পেশাদার সমাজকর্মের ভিত রচিত হয় কবে?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫২ সালে
● ১৯৫৩ সালে
ঘ. ১৯৫৫ সালে

৯. মিস্টার শাউটি ও মিস অ্যানামা কর্তৃক সমাজকর্ম প্রশিক্ষণ কোর্স আয়োজন কোথায় করা হয়?
ক. মালবরো হাউসে
● বর্ধমান হাউসে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. গণপরিষদে

১০. সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় কত সালে?
ক. ১৯৩৮
● ১৯২৮
গ. ১৯৫৮
ঘ. ১৯৪৮

১১. বর্ধমান হাউসের বর্তমান নাম কী?
ক. গণপরিষদ
খ. শিশু একাডেমি
● বাংলা একাডেমি
ঘ. সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ

১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় কোন সেশনে?
ক. ১৯৫৩-৫৪
● ১৯৫৮-৫৯
গ. ১৯৬৪-৬৫
ঘ. ১৯৬৯-৭০

১৩. ১৯৫৫ সালের ঢাকায় কোথায় সমাজকর্ম কোর্স চালু হয়েছিল?
● ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. ঢাকা কলেজে
গ. বর্ধমান হাউসে
ঘ. কার্জন হলে

১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৭৩ সালে ‘সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্রের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
● সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
খ. সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট
গ. সমাজকল্যাণ ও গবেষণাকেন্দ্র
ঘ. সমাজকর্ম ও গবেষণাকেন্দ্র

১৫. নিচের কোনটিকে সমাজকর্মের অন্যতম একটি পাঠ্যক্রম হিসেবে বিবেচনা করা হয়?
ক. রীতি-নীতি অনুশীলন
খ. মূল্যবোধ অনুশীলন
● মাঠকর্ম অনুশীলন
ঘ. সমাজকর্ম গবেষণা

১৬. অনার্স পাঠক্রম (সমাজকর্মে) শেষে পরবর্তী ২ মাস বাধ্যতামূলক ব্যবহারিক প্রশিক্ষণের যৌক্তিক কারণ কোনটি?
● অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা অর্জন
খ. অবসরের ছুটি কাটানো
গ. চাকরির নিশ্চয়তার জন্য
ঘ. ভালো বেতন পাওয়ার জন্য

১৭. পেশাদার সমাজকর্মী তৈরির জন্য এ দেশে তিন মাসমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু হয় কবে?
ক. ১৯৫২
● ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫

১৮. জাতীয় সমাজসেবা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
● সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে
খ. সামাজিক সমস্যা সমাধানের জন্য
গ. আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে
ঘ. সমাজকর্ম পেশাকে আধুনিক করতে

১৯. রায়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম শিক্ষা অর্জন করে বারডেম, ঢাকা মেডিকেল প্রভৃতি হাসপাতালে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটাচ্ছে। রায়নার দ্বিতীয় পর্যায়ের কাজটিকে কী বলা হয়?
ক. চিকিৎসা সমাজকর্ম
● মাঠকর্ম অনুশীলন
গ. সমাজকর্ম গবেষণা
ঘ. সমাজসেবামূলক কাজ

২০. পঞ্চাশের দশক থেকে বাংলাদেশে সমাজকর্মের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর কারণ—
i. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন
ii. সামাজিক সমস্যার সমাধান
iii. উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২১. দেশ বিভাগের পূর্বে এদেশের অধিকাংশ মানুষ অনেক দূরে ছিল-
i. শিল্পের ছোঁয়া থেকে
ii. ডিজিটালের ছোঁয়া থেকে
iii. আধুনিকতার ছোঁয়া থেকে

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সমাজকর্ম কলেজ’ প্রতিষ্ঠার পর এখানে সমাজকর্মে চালু করা হয়—
i. মাস্টার্স কোর্স
ii. স্নাতক কোর্স
iii. ডিগ্রি কোর্স

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৩. বাংলাদেশে ছাত্রছাত্রীদের সমাজকর্মের মাঠকর্ম শিক্ষা অর্জনের জন্যে যে সংস্থাগুলোতে অনুশীলন গ্রহণের সুযোগ তৈরি করা হয় –
i. সরকারি সংস্থা
ii. বেসরকারি সংস্থা
iii. আন্তর্জাতিক সংস্থা

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii

২৪. ‘National Institute of Social Development’ সংস্থাটি শ্রীলংকা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. জনসেবা মন্ত্রণালয়
খ. সমাজকল্যাণ মন্ত্রণালয়
গ. পুনর্গঠন মন্ত্রণালয়
● সমাজসেবা মন্ত্রণালয়

২৫. ২০০৪ সালের সুনামি বিপর্যয় পরবর্তী সময়ে কয়টি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সমাজকর্ম বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়?
ক. দুইটি
খ. তিনটি
● চারটি
ঘ. পাঁচটি

২৬. বাংলাদেশে সমাজকল্যাণ কর্মসূচি বাস্তবায়নের জন্যে তৎকালীন পাকিস্তান সরকার নিচের কোনটি প্রতিষ্ঠা করে?
ক. জাতীয় সমাজকল্যাণ পরিষদ
খ. সমাজসেবা অধিদপ্তর
● সমাজকল্যাণ পরিদপ্তর
ঘ. জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়

২৭. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা গ্রহণ করতে কোন সংস্থা সহায়তা প্রদান করে?
● জাতিসংঘ
খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ. রেডক্রিসেন্ট
ঘ. আন্তর্জাতিক শ্রমসংস্থা

২৮. BARD-এর প্রতিষ্ঠাতা কে?
ক. ড. মোঃ ইউনূস
খ. ড. ফজলে হাসান আবেদ
গ. ড. আর. সি মজুমদার
● ড. আখতার হামিদ খান

২৯. বাংলাদেশে পেশাদার সমাজকর্মের প্রয়োগ কোন কর্মসূচির মাধ্যমে শুরু হয়?
ক. হাসপাতাল সমাজকর্ম
● শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প
গ. গ্রামীণ সমাজসেবা
ঘ. সমাজকর্ম প্রশিক্ষণ

৩০. ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির সুপারিশে সমাজকল্যাণ দপ্তর এর নামকরণ পুনরায় কী করা হয়?
ক. সমাজকল্যাণ পরিদপ্তর
খ. সমাজকল্যাণ অধিদপ্তর
● সমাজসেবা অধিদপ্তর
ঘ. সমাজকল্যাণ দপ্তর

৩১. বাংলাদেশ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়মিত যে অর্ধ-বার্ষিক পত্রিকা প্রকাশিত হয় তার নাম কী?
ক. নিউজ সোশ্যাল ডেভেলপমেন্ট
খ. নিউজ অব সোশ্যাল ডিগ্রি
গ. জার্নাল অব সোশ্যাল অর্গানাইজেশন
● জার্নাল অব সোশ্যাল ডেভেলপমেন্ট

৩২. পরিকল্পিত পরিবার গঠনের সুফল ও জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন শাস্ত্রের জ্ঞান প্রয়োগ করা যেতে পারে?
ক. সমাজবিজ্ঞান
খ. জনবিজ্ঞান
● সমাজকর্ম
ঘ. রাষ্ট্রবিজ্ঞান

৩৩. ‘ঢাকা প্রজেক্ট’ নামে পরীক্ষামূলক শহর সমাজ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয় কত সালে?
ক. ১৯৪৭ সালে
● ১৯৫৪ সালে
গ. ১৯৫৮ সালে
ঘ. ১৯৬০ সালে

৩৪. ১৯৫৫-৫৬ অর্থবছরে ‘ঢাকা প্রজেক্ট’ নামক শহর উন্নয়নমূলক কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে যে কার্যক্রম গ্রহণ করা হয় –
i. কায়েতটুলিতে শহর সমাজ উন্নয়ন প্রকল্প গ্রহণ
ii. ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্ৰ’ প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
মইন সাহেব স্বেচ্ছাসেবামূলক একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। তিনি সমমনা কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘সমাজকর্ম পরিষদ’ গঠন করেন।

৩৫. সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণে কী দরকার?
● পেশাদার সমাজকর্ম সংগঠন
খ. কাজের পরিধি বৃদ্ধি
গ. সমাজকর্ম পেশার মান বৃদ্ধি
ঘ. সমাজকর্ম শিক্ষার মান বৃদ্ধি

৩৬. মইন সাহেবের সংগঠনটির মাধ্যমে–
i. সমাজ কর্মীদের পেশাগত মান বাড়বে
ii. কর্মীদের স্বার্থ সংরক্ষণ হবে
iii. কর্মীদের পেশা হিসেবে মর্যাদা পাবে

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৩৭. বাংলাদেশে প্রশাসনিক জটিলতা কোন ধরনের অর্থনীতি নির্ভর?
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. ইসলামিক
● মিশ্র

৩৮. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সাথে কোন বিষয়টি বিশেষভাবে জড়িত?
● সমাজকর্ম পেশার স্বীকৃতি
খ. সমাজকর্ম পেশার অবমূল্যায়ন
গ. সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনা
ঘ. সমাজকর্ম পেশার জনপ্রিয়তা

৩৯. বাংলাদেশে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা সৃষ্টির কারণ কী?
ক. দক্ষ সমাজকর্মী না থাকা
খ. অর্থের সুষম প্রবাহ না থাকা
● আমলাতান্ত্রিক জটিলতা
ঘ. সামাজিক অস্থিরতা

৪০. বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশ ব্যাহত হচ্ছে কেন?
● পেশাগত সংগঠন না থাকার কারণে
খ. উপযুক্ত শিক্ষাব্যবস্থার অভাবে
গ. শিক্ষার্থীর অভাবে
ঘ. সরকারি অনুদানের অভাবে

৪১. পেশাদার সমাজকর্মীদের কাজকর্ম সমাজের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয় না কেন?
ক. পেশাগত মূল্যবোধের কারণে
খ. পেশাগত ঝুঁকির কারণে
● পেশার স্বীকৃতি না থাকার কারণে
ঘ. পেশাগত নীতির কারণে

৪২. বেসরকারি সমাজকল্যাণমূলক সংস্থা কীভাবে সমাজকর্ম পেশা বিকাশে বাধা সৃষ্টি করছে?
● ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে কাজ করে
খ. পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ না করে।
গ. পেশাগত মূল্যবোধ অনুশীলন না করে
ঘ. দায়িত্বহীনভাবে কাজ করে

৪৩. সমাজকর্মকে একটি জনপ্রিয় পেশা হিসেবে তৈরির মাধ্যম কোনটি?
ক. স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি
● সমাজকর্মের প্রয়োগ উপযোগিতা তুলে ধরা
গ. মূল্যবোধের সঠিক অনুশীলন করা
ঘ. সমাজকর্মী তৈরি করা

৪৪. কত সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম পাঠের অনুমতি দেওয়া হয়?
ক. ১৯৬২
● ১৯৬৪
গ. ১৯৬৩
ঘ. ১৯৬০

৪৫. বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে মর্যাদা পেতে কোন বৈশিষ্ট্যটির ঘাটতি রয়েছে?
ক. সমাজকর্ম শিক্ষার প্রসারের অভাব
খ. সমাজকর্মীদের দক্ষতা ও যোগ্যতার অভাব
গ. সমাজকর্মের জনকল্যাণমুখীর অভাব
● সমাজকর্মে পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই

৪৬. সমাজকর্ম শিক্ষার ওপর মানুষের নেতিবাচক মনোভাবের কারণ কী?
● অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ না থাকা
খ. সামাজিক সম্মান প্রাপ্তির সুযোগ না থাকা
গ. অর্থ উপার্জনের সুযোগ না থাকা
ঘ. অধিক শ্রমের পেশা হওয়া

৪৭. সমাজকর্ম পেশায় সমাজকর্মীদের মূল্যায়ন করার সুযোগ পাচ্ছে না—
i. পেশাগত অপ্রতুলতার অভাব
ii. পেশাগত সংগঠনের অভাব
iii. আর্থ-সামাজিকতার পরিবেশের অভাব

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

৪৮. সমাজের মানুষ সমাজকর্মীদের মূল্যায়ন না করার কারণ—
i. পেশাগত সংগঠনের অভাব
ii. রাজনৈতিক স্থিতিশীলতার অভাব
iii. পেশাগত অপ্রতুলতার অভাব

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

৪৯. পেশাগত সংগঠনের প্রয়োজনীয়তা হলো—
i. পেশার মানোন্নয়নের জন্য
ii. কর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য
iii. পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণের জন্য

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৫০. সাহায্যকারী পেশা বলতে বোঝায় –
i. সমস্যা সমাধানে উপায় উদ্ভাবন করা
ii. সমস্যা সমাধানে সাহায্যাথীকে সক্ষম করে তোলা
iii. সাহায্যাথীকে সমস্যা বিশ্লেষণে কৌশলগত সহায়তা করা

নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii
গ. i ও ii
● i, ii ও iii

Answer Sheet


►► আরো দেখো: সমাজকর্ম সকল অধ্যায়ের MCQ উত্তর


শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের সমাজকর্ম ১ম পত্র ৮ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link

Leave a Reply