Categories
টেকনোলজি

(PDF) মুসলিম ভারতের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস


মাস্টার্স শেষ পর্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আজকের আলোচনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুসলিম ভারতের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মুসলিম ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস (৭১২-১৭৬৫), বিষয় কোড: ৩১১৬০৫।

মুসলিম ভারতের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. “তাজ-উল-মাসীর” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : “তাজ-উল-মাসীর” গ্রন্থের রচয়িতা হাসান নিজামী।

২. প্রাচ্যের হোমার বলা হয় কাকে?
উত্তর : প্রাচ্যের হোমার বলা হয় মহাকবি ফেরদৌসকে।

৩. “বন্দেগান-ই-খাস” কাদের বলা হতো?
উত্তর : বন্দেগান-ই-খাস বলা হতো অভিজাত ক্রীতদাসদের।

৪. “কিতাব-আল-রেহেলা” কোন ভাষায় রচিত গ্রন্থ?
উত্তর : “কিতাব-আল-রেহেলা” আরবি ভাষায় রচিত গ্রন্থ।

৫. দিল্লির কোন সুলতান ইসলামি দর্শনে সুপণ্ডিত ছিলেন?
উত্তর : দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলক ইসলামি দর্শনে সুপণ্ডিত ছিলেন।

৬. সুলতানী আমলে কৃষি বিভাগকে কি বলা হতো?
উত্তর : সুলতানী আমলে কৃষি বিভাগকে বলা হতো ‘দিওয়ান-ই-আমির কোহী।

৭. “পোলাজ ভূমি” কি?
উত্তর : যে ভূমিতে প্রতি বছর শস্য উৎপাদিত হতো তাকে বলা হতো পোলাজ ভূমি।

৮. “শাহানা-ই-মাণ্ডির” কি কাজ ছিল?
উত্তর : শাহানা-ই-মাণ্ডি আলাউদ্দিন খলজীর মূল্য নিয়ন্ত্রিত পণ্যের বাজার তদারক করতেন।

৯. ভারতের ‘তোতাপাখি’ নামে পরিচিত কে?
উত্তর : ভারতের ‘তোতাপাখি’ নামে পরিচিত আমির খসরু ।

১০. ‘মীনা বাজার’ কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেন?
উত্তর : ‘মীনা বাজার’ মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রতিষ্ঠা করেন।

১১. “আড়াই দিন-কা ঝোপড়া” মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : “আড়াই দিন-কা ঝোপড়া” মসজিদ আজমীরে অবস্থিত।

১২. সুলতানের সশস্ত্র দেহরক্ষীকে কি বলা হয়?
উত্তর : সুলতানের সশস্ত্র দেহরক্ষীকে বলা হয় হাশম-ই-কালব।

১৩. শাহনামা মহাকাব্যটি কার শাসনামলে রচিত হয়?
উত্তর : শাহনামা মহাকাব্যটি সুলতান মাহমুদের শাসনামলে রচিত হয়।

১৪. ‘ইউসুফ জোলেখা’ কাব্যের রচয়িতা কে?
উত্তর : ‘ইউসুফ জোলেখা’ কাব্যের রচয়িতা শাহ মুহাম্মদ সগীর।

১৫. ইতিহাস রচনার উৎস কী কী?
উত্তর : ইতিহাস রচনার উৎস- ইতিহাস গ্রন্থ, মুদ্রা, শিলালিপি, স্থাপত্য ইত্যাদি।

১৬. সুলতানি ভারতে অনুষ্ঠান- ঘোষককে কী বলা হতো?
উত্তর : সুলতানি ভারতে অনুষ্ঠান- ঘোষককে নাকিব বলা হতো।

১৭. ভক্তিবাদ আন্দোলনের সূচনা হয় ভারতবর্ষের কোন অংশে?
উত্তর : ভক্তিবাদ আন্দোলনের সূচনা হয় ভারতবর্ষের দক্ষিণ অংশে।

১৮. সর্বোচ্চ পর্যায়ের মনসবদারের অধীনে কত জন সৈন্য থাকতো?
উত্তর : সর্বোচ্চ পর্যায়ের মনসবদারের অধীনে ১০,০০০ জন সৈন্য থাকতো।

১৯. থমাস রো কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তর : থমাস রো ইংল্যান্ডের পর্যটক ছিলেন।

২০. কাজী-উল-সরকার বলতে কাকে বুঝায়?
উত্তর : কাজী-উল-সরকার বলতে জেলার কাজীকে বুঝায়।

২১. সম্রাট আকবর কার রাজস্ব ব্যবস্থাকে অনুসরণ করেন?
উত্তর : সম্রাট আকবর শেরশাহের রাজস্ব ব্যবস্থাকে অনুসরণ করেন।

২২. ক্যাম্বে বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : ক্যাম্বে বন্দরটি ভারতের গুজরাটে অবস্থিত।

২৩. ডাচ কারা?
উত্তর : নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ্ নামে পরিচিত।

২৪. কোন শতকে ফাহিয়েন ভারতে আসেন?
উত্তর : পঞ্চম শতকে ফাহিয়েন ভারতে আসেন।

২৫. ‘খিলাত’ কি?
উত্তর : খিলাত হল- বাজার দেওয়া সন্মানসূচক পোশাক।

২৬. ‘হিন্দোলা’ কি?
উত্তর : হিন্দুধর্মের একটি উৎসব।

২৭. ‘চরাই ভূমি’ কি?
উত্তর : যে সকল ভূমি গৃহপালিত পশুর চারণ ভূমি হিসাবে ব্যবহৃত হতো তাই চরাই ভূমি।

২৮. ভারতের পূর্ব উপকূরকে কি বলা হতো?
উত্তর : ভারতের পূর্ব উপকূরকে করম-ল বলা হতো।

২৯. পুথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর : পুথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি ফকির গরীবুল্লাহ।

৩০. সুলতান আমলে হিন্দু অশ্বারোহী বাহিনীর নাম কি ছিল?
উত্তর : সুলতান আমলে হিন্দু অশ্বারোহী বাহিনীর নাম ছিল রাওয়াত।

৩১. ‘জিজিয়া’ কর কে পুনরায় চালু করেন?
উত্তর : ‘জিজিয়া’ কর পুনরায় চালু করেন সম্রাট আওরঙ্গজেব।

৩২. সুলতানী আমলের সর্বোৎকৃষ্ট বস্ত্রের নাম কি?
উত্তর : সুলতানী আমলের সর্বোৎকৃষ্ট বস্ত্রের নাম মসলিন।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল কি ছিল?
২. শুরু নানকের উপর টীকা লিখ।
৩. ‘কুতুব মিনার’ সম্বন্ধে সংক্ষেপে লিখ।
৪. টোল শিক্ষা পদ্ধতি কি?
৫. মুহতাসিবের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ কর।

৬. সম্রাট আকবরের ‘রাজপুতনীতি’ ব্যাখ্যা কর।
৭. ভারতে ‘বর্ণপ্রথা’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৮. বৈষ্ণববাদ বলতে কি বুঝ?
৯. ভারতবর্ষকে কেন ‘নৃতাত্ত্বিক জাদুঘর’ বলা হয়?

১০. শ্রী চৈতন্যের পরিচয় দাও।
১১. মাহুয়ান সম্পর্কে একটি টীকা লিখ।
১২. মধ্যযুগীয় ভারতে মক্তব ও টোল শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
১৩. জায়গীরদারী ব্যবস্থা ব্যাখ্যা কর।

১৪. টোডরমলের জাবতি প্রথা বলতে কি বুঝায়?
১৫. নগরায়নের কারনগুলো উল্লেখ কর।
১৬. দিল্লি সালতানাতের দরবারি জীবনের উপর সংক্ষিপ্ত বর্ণনা কর।
১৭. ইবনে বতুতার ‘রিহলা’ এর উপর একটি টীকা লিখ।

১৮. মধ্যযুগীয় ভারতের শহর ও বন্দর সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও।
১৯. ইকতা ব্যবস্থা কি? ব্যাখ্যা কর।
২০. ভারতীয় সামন্তবাদ সম্পর্কে ধারণা দাও ।
২১. কবুলিয়াত ও পাট্টা সম্পর্কে ধারণা দাও।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. মধ্যযুগে ভারতের ভু-প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর এবং জনজীবনে সেগুলোর প্রভাব ব্যাখ্যা কর।
২. সামাজিক স্তরবিন্যাসের ধারণা দাও। সুলতানি ভারতের সামাজিক স্তরবিন্যাস পর্যালোচনা কর।
৩. সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব নিরূপণ কর।
৪. ইবনে বতুতার ভ্রমণবৃত্তান্তে সুলতানি ভারতের আর্থ-সামাজিক অবস্থার যে লেখচিত্র পাওয়া যায়, তা বর্ণনা কর।
৫. মুসলিম ভারতে উদযাপিত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবাদির উপর একটি বিবরণ দাও।

৬. কবুলিয়ত ও পাট্টার বিশেষ উল্লেখপূর্বক শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থার একটি বিবরণ দাও।
৭. সম্রাট আকবরের মনসবদারী প্রথা সম্পর্কে আলোচনা কর।
৮. মধ্যযুগে ভারতের আর্থসামাজিক ইতিহাস অধ্যায়নের উৎসসমূহের বিবরণ দাও।
৯. সুফিবাদ কি? ভারতে সুফিবাদের উত্থান ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
১০. ভক্তিবাদ কি? ভারতে ভক্তি আন্দোলনের বিস্তারে তামিল গায়কদের ভূমিকা লিখ।

১১. মুসলিম ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।
১২. একজন ভূমি সংস্কারক হিসাবে সম্রাট আকবরের ভূমিকা নিরূপণ কর।
১৩. নগরায়ণ বলতে কি বুঝ? মুসলিম ভারতে নগরায়ণের গতি-প্রকৃতি আলোচনা কর।
১৪. ভারতের সমাজ ও সংস্কৃতিতে ইসলামের প্রভাব আলোচনা কর।
১৫. সামাজিক স্তরবিন্যাস বলতে কি বুঝ? সুলতানী ভারতের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা কর।

১৬. সুলতানী আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহের বিবরণ দাও।
১৭. ফাঁসোয়া বার্ণিয়ারের ভ্রমণ বৃত্তান্তের আলোকে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।
১৮. মধ্যযুগে ভারতের উদযাপিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবের বিবরণ দাও।
১৯. সম্রাট জাহাঙ্গীরের ন্যায় বিচার পর্যালোচনা কর।
২০. মুঘল ভারতের কৃষি উৎপাদন ব্যবস্থার বিবরণ দাও।

Answer Sheet


⮞ আরো দেখো: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের উত্তরসহ সাজেশন


মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মুসলিম ভারতের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস pdf উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link

Leave a Reply