Categories
টেকনোলজি

ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন উত্তর (PDF)


অনার্স প্রথম বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা বিভাগের সাজেশন। অনার্স ১ম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন উত্তর ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: ব্যষ্টিক অর্থনীতি, বিষয় কোড: ২১২৬০৯।

ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন উত্তর

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর : আধুনিক অর্থনীতির জনক পি.এ. স্যামুয়েলসন।

২. অর্থনীতিবিদ Adam smith রচিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ।
উত্তর : অর্থনীতিবিদ Adam smith রচিত বিখ্যাত গ্রন্থটির নাম হলো “Wealth of Nations”.

৩. সম্পদের দুষ্প্রাপ্যতা কী?
অথবা, দুষ্প্রাপ্যতা কী?
উত্তর : সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা।

৪. নীতিবাচক অর্থনীতি কাকে বলে?
উত্তর : অর্থনীতির যে শাখায় মানুষ ও সমাজের অর্থনৈতিক সমস্যা ও সমাধান প্রক্রিয়া মূল্যবোধ, নৈতিকতা ও ভালোমন্দ ইত্যাদির প্রেক্ষিতে বিচার বা বিশ্লেষণ করা হয় তাকে নীতিবাচক বা আদর্শভিত্তিক অর্থনীতি বলে।

৫. Laissez faire শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : Laissez faire শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ।

৬. পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : যে অর্থব্যবস্থায় সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত এবং উৎপাদনকারী ও ব্যবসায়ী ইচ্ছানুযায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে থাকে তাকে পুঁজিবাদী, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।

৭. মুক্ত বাজার অর্থনীতি কী?
অথবা, অবাধ অর্থনীতি কী?
উত্তর : মুক্ত বাজার অর্থনীতি বা অবাধ অর্থনীতি হলো কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া একটি দেশের উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী অন্যদেশে বিক্রয়ের উদ্দেশ্যে প্রবেশ করে।

৮. উপযোগ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুগত বা অবস্তুগত যেকোনো দ্রব্যের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।

৯. নিরপেক্ষ রেখা কী?
উত্তর : নিরপেক্ষ রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন উপযোগ সংমিশ্রণ প্রকাশ করে এবং সংমিশ্রণ বিন্দুগুলো হতে উৎপাদক বা ভোক্তা সমপরিমাণ উপযোগ লাভ করে।

১০. নিরপেক্ষ মানচিত্র কী?
উত্তর : দুই অঙ্কবিশিষ্ট একই চিত্রে যখন কতকগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।

১১. বাজেট রেখা কী?
উত্তর : ভোক্তার আয় ও দ্রব্যের দাম স্থির অবস্থায় যে রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট পরিমাণ খরচের সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা ক্রয় ক্ষমতা প্রকাশ করে তাই বাজেট রেখা।

১২. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত?
উত্তর : মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়।

১৩. ভোক্তার উদ্বৃত্ত কী?
উত্তর : ভোক্তার উদ্বৃত্ত হলো একটি দ্রব্যের জন্য ভোক্তা যে দাম দিতে ইচ্ছুক এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় তার পার্থক্য।

১৪. আয় ভোগ রেখা কী?
উত্তর : দ্রব্য গুলোর দাম ও ভোক্তার রুচি অপরিবর্তিত থাকা অবস্থায় ভোক্তার আয় পরিবর্তন হলে তার ভোগের উপরে প্রতিক্রিয়া হয় তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে আয় ভোগ রেখা বলে।

১৫. বিকল্প দ্রব্য কী?
উত্তর : বিকল্প দ্রব্য হলো নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে একটি দ্রব্যের পরিবর্তে অপরটি ব্যবহারের সুযোগ।

১৬. চাহিদাসূচি কী?
উত্তর : ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা বিভিন্ন দামে একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তা সারণি বা তালিকায় প্রকাশ করাই চাহিদাসূচি।

১৭. চাহিদা বিধি কী?
উত্তর : ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ বিপরীতমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাই চাহিদা বিধি।

১৮. চাহিদা রেখা কী?
উত্তর : ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে চাহিদা রেখা বলে।

১৯. পরিবর্তক দ্রব্য কাকে বলে?
উত্তর : যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তবে দ্রব্য দুটির একটি অপরটির বিকল্প বা পরিবর্তক। যেমন : চা ও কফি, আটা ও ময়দা ইত্যাদি।

২০. নিকৃষ্ট দ্রব্য/পণ্য কী?
উত্তর : ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্য নিকৃষ্ট দ্রব্য/পণ্য।

২১. গিফেন দ্রব্য কী?
উত্তর : গিফেন দ্রব্য হচ্ছে নি¤œমানের বা নিকৃষ্ট দ্রব্যের সমপর্যায়ের দ্রব্য।

২২. চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী?
উত্তর : দুটি সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে কোনো একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে চাহিদার এ অবস্থাই হলো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা।

২৩. যোগান কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে অর্থনীতিতে তাকেই যোগান বলে।

২৪. দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কীরূপ?
অথবা, দাম ও যোগানের মধ্যে সম্পর্ক লেখ।
উত্তর : দাম ও যোগানের মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ ও সমমুখী।

২৫. যোগান রেখা কাকে বলে?
উত্তর : যে রেখা দ্বারা বিভিন্ন মূল্যে একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে ।

২৬. যোগানের স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়?
উত্তর : কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাদের অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে।

২৭. উৎপাদন কাকে বলে?
উত্তর : সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়।

২৮. উৎপাদনের উপকরণ কয়টি?
উত্তর : উৎপাদনের উপকরণ চারটি।

২৯. মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ, সেখানে প্রান্তিক উৎপাদন কত?
উত্তর : মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ, সেখানে প্রান্তিক উৎপাদন শূন্য।

৩০. মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উত্তর : উৎপাদনের উপকরণ নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে উৎপাদনও যদি নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় তবে তাকে মাত্রাগত উৎপাদন বলে।

ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ pdf download

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. অর্থনীতির সংজ্ঞা দাও।
২. ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝায়?
৩. ব্যষ্টিক অর্থনীতির আওতা আলোচনা কর।
অথবা, ব্যষ্টিক অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু বর্ণনা কর।
৪. অর্থনীতি ইতিবাচক বিজ্ঞান না নীতিবাচক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

৫. সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, সম্পদ কী? সম্পদের বৈশিষ্টসমূহ কী?
৬. দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
অথবা, প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে সম্পর্ক লেখ।
৭. নিরপেক্ষ রেখা কাকে বলে?
৮. বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো লেখ।

৯. আয় প্রভাব বলতে কী বুঝ?
১০. দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১১. চাহিদা অপেক্ষক কাকে বলে?
১২. চাহিদা রেখা ডানদিকে নি¤œগামী হয় কেন?
১৩. চাহিদার দাম/ মূল্য স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়?
অথবা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?

১৪. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার পার্থক্য দেখাও।
১৫. স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৬. যোগান রেখা কাকে বলে?
১৭. যোগানসূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৮. যোগান ও মজুতের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, যোগান ও মজুতের মধ্যে পার্থক্য দেখাও।

১৯. যোগান রেখা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন?
২০. বাজার ভারসাম্য বলতে কী বুঝায়?
২১. উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝ?
২২. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য?
২৩. সমউৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।

২৪. প্রান্তিক উৎপাদন বলতে কী বুঝ?
২৫. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বলতে কী বুঝ?
২৬. স্বল্পকালীন খরচ ও দীর্ঘকালীন খরচের মধ্যে পার্থক্য দেখাও।
২৭. দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে ‘এনভেলাপ’ রেখা বলা হয় কেন?
২৮. অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের কারণসমূহ কী কী?
২৯. স্বাভাবিক মুনাফা কি গড় খরচের অন্তর্ভুক্ত?
৩০. একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি ও দাম কম হয় কেন?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. সমালোচনাসহ অধ্যাপক এল. রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি ব্যাখ্যা কর।
অথবা, অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত সংজ্ঞাটি আলোচনা কর।
৩. মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী?
অথবা, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৪. বাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৫. অর্থের কার্যাবলি আলোচনা কর।
৬. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৭. সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।
৮. সম-প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় কর।

৯. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ লেখ। বাজেট রেখার স্থানান্তর ব্যাখ্যা কর।
অথবা, বাজেট রেখার বৈশিষ্ট্য কী কী?
১১. ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর। এ ধারণাটির তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।
অথবা, ভোক্তার উদ্বৃত্ত কী? ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

১২. চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
অথবা, চাহিদা বিধি কী? চাহিদা বিধির ব্যতিক্রমগুলো লেখ।
১৩. একটি কাল্পনিক চাহিদাসূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
১৪. চাহিদাসূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৫. চাহিদা পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর।
অথবা, চাহিদা পরিবর্তনের নির্ধারকসমূহ আলোচনা কর।

১৬. একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর।
১৭. যোগানের নির্ধারকগুলো বর্ণনা কর। যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন?
অথবা, যোগানের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৮. চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা কর।
১৯. যোগানের হ্রাস-বৃদ্ধি চিত্রের সাহায্যে আলোচনা কর।

২০. চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়?
২১. উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২২. মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও।
২৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা কর।
অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
২৪. সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

২৫. মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও।
২৬. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৭. বাজারের শ্রেণিবিভাগ বর্ণনা কর।

২৮. বাজার কাঠামোর নির্ধারকগুলো কী?
২৯. পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
৩০. মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় কাকে বলে?

Answer Sheet


আরো দেখো : ব্যবস্থাপনা ১ম বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন উত্তর pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link

Leave a Reply