Categories
Uncategorized

অনলাইন মহালয়া কীভাবে দেখবো! (How To Watch Mahalaya Online) » BanglaaLyrics


অনলাইনে মহালয়া দেখবো, মোবাইলে মহালয়া দেখতে চাই – স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা [Star Jalsha Mahalaya 2022 Watch Online, Zee Bangla Mahalaya 2022 Watch Online] (How To Watch Colors Bangla Mahalaya 2022, Online Mahalaya Kivabe Dekhbo)

How To Watch Mahalaya 2022 Online

হ্যালো বন্ধুরা প্রথমেই সবাইকে মহালয়ার শুভেচ্ছা। তো আজকে আমরা দেখাতে যাচ্ছি কীভাবে আপনি অনলাইনে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মহালয়া দেখতে পারবেন। প্রতিবছরের মতো আবারো বাংলার তিনটে বড় বিনোদনের চ্যানেল স্টার জলসা, জি বাংলা এবং কালার্স বাংলা তাদের দর্শকদের জন্য মহালয়ার আয়োজন করেছে। যা আপনারা টিভিতে দেখতে পারবেন 25 সেপ্টেম্বর রবিবার ভোর 5 টায়।

তবে যারা টিভিতে পারবেন না তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। আজ আমরা দেখাবো কীভাবে আপনারা তিনটে চ্যানেলেরই মহালয়া মোবাইলের মাধ্যমে ফ্রিতে দেখতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

স্টার জলসা মহালয়া অনলাইনে কীভাবে দেখবো

2022 এর স্টার জলসার মহালয়ার থিম হচ্ছে ‘যা চণ্ডী‘ যেখানে প্রধান ভূমিকায় অর্থাৎ মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে সোনামণি সাহাকে এবং অসুরের ভূমিকায় আছেন সৌরভ দাস। এছাড়াও থাকছেন স্টার জলসার বিভিন্ন সিরিয়ালের অভিনেত্রীরা।

তো আপনারা যদি স্টার জলসার মহালয়া অনলাইন দেখতে চান তাহলে নীচে দেখানো এই ধাপ গুলো অনুসরণ করুন-

▶ গুগলে গিয়ে সার্চ করুন BanglaSerials.Com অথবা এখানে টাচ করুন ‘Click Here

▶ তারপর প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটা ওপেন করে একটু নীচের দিকে আসুন।

▶ সেখানে ‘মহালয়া’ লেখা হেডিং এর মধ্যে ‘Star Jalsha Mahalaya 2022’ পোস্টার দেখতে পাবেন, টাচ করুন।

▶ নতুন পেজ ওপেন হবে, সেই পেজে নীচের দিকে ‘Watch Mahalaya’ একটা বাটান পাবেন, টাচ করুন।

▶ তারপর আরো একটা নতুন পেজ ওপেন হবে সেখানে ‘Watch Now’ বাটানে টাচ করে 10 সেকেন্ড অপেক্ষা করুন।

▶ Automatic আপনার ভিডিও শুরু হয়ে যাবে।

Note : অনেক বেশি মানুষ একসাথে দেখার কারণে সার্ভার ডাউন হয়ে প্রবলেম হতে পারে। কোনরকম প্রবলেম হলে একইরকম ভাবে আবার চেষ্টা করুন।

জি বাংলা মহালয়া অনলাইনে কীভাবে দেখবো

2022 এর জি বাংলার মহালয়ার থিম হচ্ছে ‘সিংহবাহিনী ত্রিনয়নী‘ যেখানে প্রধান ভূমিকায় অর্থাৎ মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। এছাড়াও থাকছেন জি বাংলার সিরিয়ালের অভিনেত্রীরা।

তো আপনারা যদি জি বাংলার মহালয়া অনলাইন দেখতে চান তাহলে নীচে দেখানো এই ধাপ গুলো অনুসরণ করুন-

▶ গুগলে গিয়ে সার্চ করুন BanglaSerials.Com অথবা এখানে টাচ করুন ‘Click Here

▶ তারপর প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটা ওপেন করে একটু নীচের দিকে আসুন।

▶ সেখানে ‘মহালয়া’ লেখা হেডিং এর মধ্যে ‘Zee Bangla Mahalaya 2022’ পোস্টার দেখতে পাবেন, টাচ করুন।

▶ নতুন পেজ ওপেন হবে, সেই পেজে নীচের দিকে ‘Watch Mahalaya’ একটা বাটান পাবেন, টাচ করুন।

▶ তারপর আরো একটা নতুন পেজ ওপেন হবে সেখানে ‘Watch Now’ বাটানে টাচ করে 10 সেকেন্ড অপেক্ষা করুন।

▶ Automatic আপনার ভিডিও শুরু হয়ে যাবে।

Note : অনেক বেশি মানুষ একসাথে দেখার কারণে সার্ভার ডাউন হয়ে প্রবলেম হতে পারে। কোনরকম প্রবলেম হলে একইরকম ভাবে আবার চেষ্টা করুন।

কালার্স বাংলা মহালয়া অনলাইনে কীভাবে দেখবো

2022 এর কালার্স বাংলার মহালয়ার থিম হচ্ছে ‘দেবী দশমহাবিদ্যা‘ যেখানে প্রধান ভূমিকায় অর্থাৎ মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে এবং অসুরের ভূমিকায় আছেন সৌরভ চক্রবর্তী। এছাড়াও থাকছেন কালার্স বাংলার বিভিন্ন সিরিয়ালের অভিনেত্রীরা।

তো আপনারা যদি কালার্স বাংলার মহালয়া অনলাইন দেখতে চান তাহলে নীচে দেখানো এই ধাপ গুলো অনুসরণ করুন-

▶ গুগলে গিয়ে সার্চ করুন BanglaSerials.Com অথবা এখানে টাচ করুন ‘Click Here

▶ তারপর প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটা ওপেন করে একটু নীচের দিকে আসুন।

▶ সেখানে ‘মহালয়া’ লেখা হেডিং এর মধ্যে ‘Colors Bangla Mahalaya 2022’ পোস্টার দেখতে পাবেন, টাচ করুন।

▶ নতুন পেজ ওপেন হবে, সেই পেজে নীচের দিকে ‘Watch Mahalaya’ একটা বাটান পাবেন, টাচ করুন।

▶ তারপর আরো একটা নতুন পেজ ওপেন হবে সেখানে ‘Watch Now’ বাটানে টাচ করে 10 সেকেন্ড অপেক্ষা করুন।

▶ Automatic আপনার ভিডিও শুরু হয়ে যাবে।

Note : অনেক বেশি মানুষ একসাথে দেখার কারণে সার্ভার ডাউন হয়ে প্রবলেম হতে পারে। কোনরকম প্রবলেম হলে একইরকম ভাবে আবার চেষ্টা করুন।

শেষ কথা

আপনাদের সকলকে BanglaaLyrics.Com এর পক্ষ থেকে মহালয়ার শুভেচ্ছা। এরপরেও যদি আপনাদের অনলাইনে মহালয়া দেখতে কোনরকম সমস্যা হয়। আপনি আমাদের ফেসবুক পেজ মহালয়া Addict ফলো করুন সেখানেও ফুল মহালয়া পোস্ট করা হবে অথবা এই পোষ্টের নীচে কমেন্ট করুন। আজ আমরা সারাদিন অনলাইন আছি আপনার সমস্যার সমাধান করতে।



Source link

Leave a Reply