Categories
অনলাইন ইনকাম

ফ্রিল্যান্সিং Freelancing – বায়োগ্রাফি বাংলা-Biography Bangla


 

ফ্রিল্যান্সিং Freelancing

ফ্রিল্যান্সিং হলো আমাদের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশা বা পেশার ধারণা। আমরা যারা এই দশকে পদার্পন করলাম-আমাদের জন্য ফ্রিল্যান্সিং পেশাই হতে পারে সবচেয়ে ভালো একটি পেশাগত ধারণা। যা দ্বারা আমরা মূলত একটি মুক্ত পেশা বেছে নিতে পারি।

Table of Contents

  1. ফ্রিল্যান্সিং Freelancing
  2. ফ্রিল্যান্সিং কি?
  3. কিভাবে শুরু করবেন
  4. কি কি কাজ করা যাবে
  5. কাজ কোথায় পাবেন
  6. বাংলাদেশী ফ্রিল্যান্সার
  7. একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার যা করণীয়:
  8. শেষকথা:

 

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। যা নির্ধারিত কোন নিময় নীতি মেনে চাকুরি নয়। তবে একথা সত্য যে, এর জন্য প্রয়োজন আছে একটি বা একাধিক বিষয়ে দারুণ অভিজ্ঞতা। এটি এমন একটি পেশা যা দ্বারা আপনার কাজের যাথার্থ মূল্য আপনি পাবেন। আপনি যেকোনো সময় যে কোনো কম্পানির বা ব্যাক্তির কাজ করে দিতে পারবেন। এতে আপনার কাজের দক্ষতা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণ করে দিবে।

 

ফ্রিল্যান্সিং শুরু করার আগেই আপনার ক্লিয়ার ধারণা থাকা দরকার যে, ফ্রিল্যান্সিং কি-কি বিষয়ের উপর আপনি কাজ করতে পছন্দ করেন বা কোন বিষয়ে আপনি দক্ষ।

আশা করি আপনি বুঝতে পারছেন যে, ফ্রিল্যান্সিং হলো অনলাইন ভিত্তিক একটি মুক্ত পেশা । যা দ্বারা আপনি যেকোন স্থান থেকে অনলাইনে যেকোন দেশের বা কোম্পানির কাজ করে দিতে পারেন। এর দ্বারা আপনি একটি স্মার্ট আয়ও করতে পারেন।

 

এবার আসুন আলোচনা করি – ফ্রিল্যান্সিং শুরুটা করবেন কিভাবে। প্রথমেই আপনি নিজেকে খানিক সময় দিন। বুঝার চেষ্টা করুন- আপনি কম্পিউটার ভিত্তিক কোন কাজ করতে পছন্দ করবেন। এখানে বলে রাখা ভালো আপনি হয়তো কম্পিউটারের বিভিন্ন কাজই জানেন।তাই আমরা একথা বললাম।

অথবা আপনি কোন কাজটায় দক্ষ।

 

কম্পিউটার ভিত্তিক প্রায় সকল কাজই ফ্রিল্যান্সিং এর অংশ। আপনি চাইলে যেকোন একটি কাজ বা একাধিক কাজকেও আপনার মূল পেশা হিসাবে নিতে পারেন। যা আপনি অনলািইনের মাধ্যমে ক্লায়েন্টকে করে দিবেন।

 

ফ্রিল্যান্সিং Freelancing

 

কি কি কাজ করা যাবে

এমন প্রশ্নের উত্তরে বলা যায় যে, অনলাই ও কম্পিউটার ভিত্তিক প্রায় সকল কাজ ফ্রিল্যানিংয়ের অংশ। যেমন ধরুন- ডেভেলপমেন্ট, ডিজাইন, গ্রাফিক্স, ডাটা এন্টি, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে প্রায় সকল কাজ।

নিম্নোক্ত কাজগুলো ফ্রিল্যান্সাররা করে থাকেন।

 

1.3D/2D Artist 2. Academic Writer 3.Accountant 4.Advertising Copywriter 5. App Developer 6. Architect 7. Article Writer 8. Artist 9. Blog Writer 10. Book Designer 11.Book Editor 12.Bookkeeper 13.Business Analyst 14.Business Writer 15.C Programmer 16. CAD Designer 17.Comic Artist 18.Commercial Writer 19. Computer Programmer 20.Concept Artist 21. Content Writer 22. Copyeditor 23. Copywriter 24. Creative Director 25. Drupal Developer 26. php Developer

27. Electrical Engineer 28. Fashion Designer 29. Fiction Editor 30.Film Editor 31. Flash Designer 32. Game Developer 33. Graphic Designer 34. Industrial Design 35.Interior Designer 36. IT Consultant 37. Legal Writer 38. Logo Designer 39. Magazine Writer 40.Marketing Consultant 41. Medical Transcription 42.The Medical Writer 43.Motion Graphics 44. Personal Assistant 45. Photo Retouching 46. Product Designer 47.Professional Services 48. Science Writer 49. SEO Consultant 50. Software Developer 51.Tech Support 52. Textile Designer 53. Video Editor 54. Virtual Assistant 55.web Designer

 

আপনি কোন ধরনের কাজে দক্ষ বা কোন ধরনের কাজ করতে পছন্দ করবেন। তবে এই সময়ে ডেভেলপমেন্ট, ডিজাইন এর কাজ এর চাহিদা বেশি। ভবিষ্যতে হয়তো এ আই ডেভেলপমেন্ট সবার উপরে চলে আসবে। সে কথা পরের কোন আর্টিকেলে বলবো।

 

কাজ কোথায় পাবেন

 

এবার আসি আপনি একজন নবীন ফ্রিল্যান্সার হিসাবে কাজ শুরু করতে চান। প্রথমেই আপনার যে প্রশ্ন হবে তা হলো- কাজ কোথায় পাবেন। হ্যা কাজ পাবেন, বিভিন্ন মার্কেটপ্লেসে। আপনি নিশ্চয়ই ফাইবার, আপওয়ার্কসহ জনপ্রিয় সব মার্কেটের সাথে কাজ করতে হবে। এসব মার্কেটেই একজন সফল ফ্রিল্যান্সার কাজ করে থাকেন।

 

আপনিও এসব মার্কেটে একাউন্ট করে কাজ করতে পারবেন। যদিও এসব মার্কেটে কাজ করার জন্য আপনাকে হয়তো ধৈয্যের পরীক্ষা দিতে হতে পারে। তবে হতাশ হবার কোনো কারণ নেই, সফল ফ্রিল্যান্সারগণ এসব পরীক্ষায় উত্তির্ণ হয়েই সফল হয়েছেন।

 

মনে রাখবেন, যারা আপনাকে কাজ দিবে, তারা আপনার ক্লায়েন্ট। তাদের দেয়া কাজ করেই আপনার ভবিষ্যত ক্যারিয়ার সুন্দর হবে। তাদের ফিডব্যাক আপনার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি তাদের দেয়া কাজ আর কথা রাখতে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।

 

ছাত্রদের জন্য ফ্রিল্যান্সিং

 

এবার আসি ছাত্রদের জন্য কি ফ্রিল্যান্সিং করা ঠিক হবে? আমি বলবো- আবশ্যই প্রত্যেকে ছাত্রাবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। কারণ এই সেকশনে ভালে করতে হলে আপনাকে লম্বা একটা সময় ব্যয় করতে হয়। আপনি স্কিল ডেভেলপ করতে হবে। মার্কেটে আপনার একটি ভাল পরিচিতি গড়ে তোলতে হবে। আর এসব করতে আপনার মোটামোটি ভাল সময় ব্যয় করতে হবে। তাই ছাত্রাবস্থায় শুরু করলে পড়া শোনা শেষ করতে করতে আপনার ভাল স্কিল আর পরিচিতি হয়ে যাবে।

 

বাংলাদেশী ফ্রিল্যান্সার

 

বর্তমান সময়ে সারা দুনিয়ায় জনপ্রিয় পেশা হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং। বাংলাদেশ বা বাঙ্গালীও এক্ষেতে 

পিছিয়ে নেই। বরং ভালভাবেই বাংলাদেশীরা এই মাঠে অংশ নিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্যমতে ভারতের পরেই বাংলাদেশীদের অবস্থান। বাংলাদেশী তরুণ তরুনী, এমনকি বৃদ্ধসহ নিবন্ধিত ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় সাড়ে 6 লাখ।

বর্তমানে হিউজ সংখ্যক লোক এই পেশায় সক্রিয় আছে। তাদের দ্বারা বাংলাদেশ ভালো একটা বৈদেশিক মুদ্রা আয় হয়। যা রাষ্ট্রীয় আয়ে গন্য হয়ে দেশ উন্নয়নে ভূমিকা রাখছে। 

 

ফ্রিল্যান্সিং করতে আপনার কি লাগবে:

 

হ্যা, আপনি যদি মাইন্ড সেটাপ করে থাকেন আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, তবে আপনার লাগবে একটি কম্পিউটার, একটি স্মার্টফোন, ইন্টারনেট কানেকশান, মিনিমাম ইংলিশ বুঝার ও লেখার সক্ষমতা, সোস্যাল মিডিয়ায় আপনার একাউন্ট, একটি প্রোটফোলিও হলে আরো ভাল।

 

একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার যা করণীয়:

 

1.আপনি কোন বিষয়ে কাজ করবেন, তা ঠিক করুন।

  1. নিজেকে ঐ বিষয়ে দক্ষ করে তোলুন।
  2. ইন্টারনেট সম্পর্কে আপনার ভালো জানাশোনা বাড়ান।
  3. সোস্যাল মিডিয়ায় আপনার একটিভিটি বাড়ান।
  4. মার্কেট রিচার্স করতে হবে।
  5. প্রয়োজন অনুসারে নিকেকে আপডেট রাখতে হবে।
  6. মার্কেটপ্লেসে যারা সফলতার সাথে কাজ করতেছে, তাদের কাজগুলো ফলো করে সে অনুপাতে নিজেকে প্রস্তুত রাখতে হবে।
  7. মার্কেটগুলোর নিয়ম নীতির ব্যাপারে সম্যক ধারণা রাখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। কোনোভাবেই তাদের নিয়মের ভায়োলেট করা যাবে না।

 

ফ্রিল্যান্সিং করে কত টাকা কামানো যায়

 

এমন প্রশ্ন নবীন হিসাবে আপনার মাথায় আসতেই পারে। কারণ দিনে শেষে টাকাই আমাদের খুব প্রয়োজন। সত্যি বলতে প্রত্যেকেই টাকার জন্যই তো বিভিন্ন পেশা গ্রহণ করে থাকেন। তাই এই প্রশ্ন করাটা অন্যয় কিছু নয়। বরং আমার কাছে যথার্থ। 

 

হ্যা আপনার উত্তরে বলা যায়- সীমাহীন টাকা, কাউন্টলেস টাকা ইনকামের স্মার্ট ওয়ে হলো এসব মার্কেট প্লেস। আমার চেনা কয়েকজন ফ্রিল্যান্সার আছেন- যাদের এভারেজ মাসিক ইনকাম 4 লক্ষ প্লাস।

সত্যিই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এটাই সত্যি।

 

শেষকথা:

 

সব শেষ কথা হলো- আপনি জানেন না যে, আগামি দিনের সকাল আপনার কেমন হবে। আপনার ভবিষ্যত সম্পর্কে আপনি অবগত নয়। আপনার আমার রিজিক সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। আপনি আমি কেবল চেষ্টা করবো- অবশ্যই স্রষ্টা আমাদের জন্য উত্তম রিজিকের ফায়সালা করে দিবেন।

 

এই বিশ্বাস থেকেই আপনি পথ চলা শুরু করুন, দেখবেন আপনি জয়ী হবেন। আপনি সফল হবেন।

Love Candy বই রিভিউ পড়ুতে চাইলে এখানে আসুন।

ধন্যবাদ দিয়ে স্বাগত জানাই নতুন ফ্রিল্যান্সারদের যারা ফ্রিল্যান্সিংকে নিজেদের পেশা হিসাবে নিয়েছেন বা নিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।



Source link

Leave a Reply