Categories
Jobs

Class 6 Science 5th Week Assignment Answer 2022


This article is all about Class 6 Science 5th Week Assignment Answer 2022 – ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর 2022 is available at our website. The authority of the Department of Secondary and Higher Education has published the 9th class science assignment notice 2022 to submit it for the 5th week. ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২. Class-6 Biggan Assignment Solution 2022 5th Week. We have also posted the question and you can find the solution to your Class 6 Science Assignment question at our website. We always try to complete assignment solution for Class 6 and other classes.

In this week for students of Class 6 5th Week Assignment 2022 of Bangla and Science has been published. On 7th March 2022, the Department of Secondary and Higher Education has released 6th class assignments for the 5th week. For Class 6, they have to complete English and Science subjects. Therefore, students have to complete the work within the stipulated time and submit it to their respective authorities within the deadline. From here you can find all subjects assignment solution in time.

Class 6 Science 5th Week Assignment Answer 2022 – ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

You can get all the boards in the Class 6 assignment question and solution from here. Newly published assignments of this year with Answer 2022 for All boards on their website. If you want to get Class Six Science Assignment keep reading below. All interested students are able to find all the sample assignment answer for class 6 assignment task.

You may Find Here: Class 6 Bangla 5th Week Assignment Answer 2022

Class 6 Science 5th Week Assignment Question 2022

Science is always a subject that is used worldwide and it is the first official language. If a student completes the Science assignment, the student will gain a lot of knowledge about the subject and the language. Class 6 Science assignments are very helpful for getting better at the next level of education. Since students are getting several assignments in different lessons each week, they will be able to overcome their fears in this regard.

5th Week Science Assignment Question

Assignment : সংবেদি অঙ্গসমূহের গঠন , কাজ এবং এর যত্নে সচেতনতা।

Class 6 Science 5th Week Assignment Answer 2022

উত্তরঃ

খ নং প্রশ্নের উত্তরঃ

নিচে চোখের লেন্স , রেটিনা ও আইরিশের যথাযথভাবে কাজ বর্ণনা 

লেন্স : পিউপিলের পেছনে একটি দ্বি – উত্তল লেন্স থাকে । লেন্সটির মাঝখানের দুই দিক উঁচু আর আগাটা সরু । লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে এ পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে । এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে । 

রেটিনা : রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর । এটি একটি আলোক সংবেদি স্তর । এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে । চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পেছনে দুইটি অংশে বিভক্ত করে । এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে । সামনের প্রকোষ্ঠে জলীয় এবং পেছনের মতো তার প্রকোষ্ঠে এক বিশেষ ধরনের জেলীর মতো তরল পদার্থ থাকে , যা চক্ষুগোলকে আলোকরশি প্রবেশ পষ্টি সরবরাহ এবং চক্ষগোলকের আকার বজায় রাখতে সহায়তা করে। 

আইরিশ : কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে । একে আইরিশ বলে । আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে , যাকে পিউপিল বলে । আইরিশ পেশি দিয়ে তৈরি । একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি আইরিশের পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে । আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে । এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে । 

গ নং প্রশ্নের উত্তরঃ

অন্তঃকর্ণ একটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত । অন্তঃকর্ণ দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত ।

 ( ক ) ইউট্রিকুলাস : অন্তঃকর্ণের এ প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত । এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস । নালির ভিতরের এ রস যখন নড়ে বা আন্দোলিত হয় , উদ্দীপ্ত হয় । আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় তখনই স্নায়ুগুলো 

( খ ) স্যাকুলাস : অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো প্যাচানো নালিকার মতো । একে ককলিয়া বলে । ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদি কোষ থাকে । প্যাচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে । কানের যত্ন : কান আমাদের শ্রবণ ইন্দ্রিয় । কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি । কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে , তা হলোঃ

  • নিয়মিত কান পরিষ্কার করা।
  •  গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা।
  • কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া।
  •  উচ্চ শব্দে গান না শুনা।

ঘ নং প্রশ্নের উত্তর

জিভ বা জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক , ঝাল , মিষ্টি , তিতা স্বাদ গ্রহণ করে থাকি । এটা আমাদের স্বাদ র স্বাদ ইন্দ্ৰিয়। নিচে এ করা হলো এর কাজ ও যত্ন ব্যাখ্যা:

জিহ্বার কাজ:

  •  খাবার গিলতে সাহায্য করা ।
  •  খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয় । ফলে খাদ্যবস্তু 
  •  খাদ্যের স্বাদগ্রহণ করা । ●
  •   চিবানো সহজতর হয় । 
  •  খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে । 
  • জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে ।

জিহ্বার যত্ন খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে তা হলো

● দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত। তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে.

• অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটা হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়।

● শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো ছোট ছোট দাগ দেখা দেয় এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ  থেকে হয়।

● মুখ জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Previous Week Assignment Question

Class 6 Science 3rd Week Assignment Answer 2022

Class 6 Assignment 5th Week Science Assignment Answer 2022

5th week class assignment solutions can take hours to complete, especially for 9th Class. Since the appointment has become a determinant of the excellence of the class 6 student in that particular subject, he must give enough time to solve the science with sincerity and hard work. You just have to be more discriminating with the help you render toward other people.

Here is the 5th Week Science Assignment Solution 2022 of Class 6

Class 6 Science 3rd Week Assignment Answer 2022

How to Find Class 6 Science Assignment for upcoming weeks?

Worried about downloading your Class 6 Science assignment? Then we come up with the easiest guide so that you can download your assignment syllabus without any hassle. To download your assignment topic, you need to follow these steps:

  • First, you need to go to the official website www.dshe.gov.bd to download your Science assignment.
  • In the second step, you need to click on the assignment link on the topic you need.
  • You will then receive a PDF file to download.
  • After clicking on download option, you will get your assignment syllabus.

Other than that, if you click on our link here, you will be able to easily download your assignment. But you can also find the solution as well from our website.

Conclusion Speech

So to get further solution of any assignment task of Class-6 visit our website and share our content with others. If you have any objection with the solution please comment below regarding the issue. We will try to fix it as soon as possible. Thanks.



Source link

Leave a Reply