ভোলার চরফ্যাশন দুলার হাট ডিগ্রী কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসা আল ইমতিহান হোসেন (আশিক) রুমমেটদের দ্বারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার দুলারহাট থানা এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজ ও হাইস্কুলের শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।
জানা যায়, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নুরাবাদ চর তোফাজ্জল গ্রামে আশিককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আশিকের বাবা সৈয়দ আহম্মেদ তার ছেলেকে ‘পিটিয়ে হত্যার’ বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে দুলারহাট আদর্শ কলেজের অধ্যক্ষ একেএম শাহে আলম খোকন ও স্থানীয়রা বক্তব্য রাখেন।
আশিকের নানা আবদুল গনি বলেন, ঢাকায় আশিককে তার কক্ষে আহম্মদপুরের তিন সহপাঠী-শাকিল, নয়ন, আরিফ পিঠিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
জানা যায়, আশিক দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে মেডিকেলে ভর্তির জন্য ফার্মগেটে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল।
সেখানে মিরপুরের মুসলিম বাজার এলাকায় একটি কক্ষে ভাড়া থাকতো আশিক। আহম্মদপুর গ্রামের ৩ সহপাঠী তার কক্ষে থাকতো। পার্সোনাল ভিডিও ধারণের ঘটনায় আশিককে তিন বন্ধু মিলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আশিককে ঢাকা মেডিকেলে এবং সর্বশেষ ঢাকা সিএমএইচে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আশিক মারা যায়।