আলেম-ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে : হাসনাত

  • Reporter Name
  • Update Time : 04:25:50 pm, Wednesday, 26 March 2025
  • 5 Time View

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেবীদ্বারে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে।

আজ ২৬ মার্চ, বুধবার, কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসলামিক শিক্ষার মর্যাদা ও আলেম-ওলামাদের প্রতি অবহেলা

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত দেড় দশকে আমাদের মাদরাসাগুলোর ইসলামিক শিক্ষাকে দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হয়েছে। আলেম-ওলামাদের অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র অব্যাহত থাকলেও আমরা ধর্মীয় ব্যক্তিরা ধৈর্যের পরিচয় দিয়েছি। বিভিন্ন সময়ে আমাদের সাম্প্রদায়িক উসকানিতে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এমনকি আমাদের এক ভাইকে সিলেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরও আমরা শান্তি বজায় রেখেছি এবং ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।”

দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির শক্ত ঘাঁটি করার ঘোষণা

দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “কুমিল্লার অন্যান্য আসনের মধ্যে দেবীদ্বার আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির একক আসন হিসেবে প্রতিষ্ঠিত করব। গত সাত মাসে দেবীদ্বারের দৃশ্যমান পরিবর্তন হয়েছে এবং আগামী দিনেও আরও উন্নয়ন সাধিত হবে।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বাংলাদেশকে ন্যায়, সাম্য ও সামাজিক সুবিচারের একটি মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।”

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

✔ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন

✔ সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম

✔ বিএনপি কুমিল্লা (উ.) জেলা সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী

✔ দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ

 

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Protibad

Popular Post

আলেম-ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে : হাসনাত

Update Time : 04:25:50 pm, Wednesday, 26 March 2025

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেবীদ্বারে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে।

আজ ২৬ মার্চ, বুধবার, কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসলামিক শিক্ষার মর্যাদা ও আলেম-ওলামাদের প্রতি অবহেলা

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত দেড় দশকে আমাদের মাদরাসাগুলোর ইসলামিক শিক্ষাকে দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হয়েছে। আলেম-ওলামাদের অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র অব্যাহত থাকলেও আমরা ধর্মীয় ব্যক্তিরা ধৈর্যের পরিচয় দিয়েছি। বিভিন্ন সময়ে আমাদের সাম্প্রদায়িক উসকানিতে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এমনকি আমাদের এক ভাইকে সিলেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরও আমরা শান্তি বজায় রেখেছি এবং ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।”

দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির শক্ত ঘাঁটি করার ঘোষণা

দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “কুমিল্লার অন্যান্য আসনের মধ্যে দেবীদ্বার আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির একক আসন হিসেবে প্রতিষ্ঠিত করব। গত সাত মাসে দেবীদ্বারের দৃশ্যমান পরিবর্তন হয়েছে এবং আগামী দিনেও আরও উন্নয়ন সাধিত হবে।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বাংলাদেশকে ন্যায়, সাম্য ও সামাজিক সুবিচারের একটি মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।”

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

✔ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন

✔ সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম

✔ বিএনপি কুমিল্লা (উ.) জেলা সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী

✔ দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ

 

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।